Breaking




সোমবার, ২১ আগস্ট, ২০২৩

পরাধীন ভারতের ইতিহাসের বিভিন্ন আইন কে কবে চালু করেন | ব্রিটিশ ভারতবর্ষের উল্লেখযোগ্য আইনসমুহ

 ভারতের ইতিহাসের বিভিন্ন আইন কে কবে চালু করেন | ইতিহাসের উল্লেখযোগ্য আইনসমুহ

ব্রিটিশ ভারতবর্ষের উল্লেখযোগ্য আইনসমুহ

নমস্কার বন্ধুগন, আজকের পোস্টটিতে ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইনসমূহ কে কবে চালু করেন তার সম্পূর্ন তথ্য দেওয়া রইলো। WBP, SSC, WBPSC ইত্যাদি পরীক্ষার জন্যে আজকের এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ন। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন? রায়তওয়ারী বন্দোবস্ত কবে চালু হয়? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আজকের এই টপিকটি থেকে।


ব্রিটিশ ভারতবর্ষের উল্লেখযোগ্য আইনসমুহ


আইন সাল
রেগুলেটিং অ্যাক্ট 1773
পিটের ভারত শাসন আইন 1784
চিরস্থায়ী বন্দোবস্ত 1793
চার্টার আইন বা সনদ আইন 1793
চার্টার আইন 1813
রায়তওয়ারী বন্দোবস্ত 1820
সতীদাহ প্রথার নিবারণ 1829
চার্টার অ্যাক্ট 1833
চার্টার অ্যাক্ট 1853
হিন্দু বিধবা বিবাহ আইন 1856
মহারানীর ঘোষণা পত্র/ ভারত শাসন আইন 1858
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876
ভার্ণকুলার প্রেস অ্যাক্ট 1878
ভারতীয় অরণ্য আইন 1878
ফ্যাক্টরি আইন 1881
ইলবার্ট বিল 1883
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892
ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904
ভারতীয় সংবাদপত্র আইন 1908
ভারতীয় চলচ্চিত্র আইন 1918
ভারত শাসন আইন 1919
রাওলাট আইন 1919
ভারতীয় নৌসেনা আইন 1927
ভারত শাসন আইন 1935
ভারতীয় স্বাধীনতা আইন 1947


আইন গুলি সম্মন্ধে গুরুত্বপূর্ন তথ্য
➤ রেগুলেটিং অ্যাক্ট (1773):-
ওয়ারেন হেস্টিংস এই আইনটি চালু করেন।
এই অ্যাক্ট বা আইনটির দ্বারা দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়।
➤ চিরস্থায়ী বন্দোবস্ত (1793):-
লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন
➤ রায়তওয়ারী বন্দোবস্ত (1820):-
রায়তওয়ারী বন্দোবস্ত চালু করেন টমাস মুনরো 


File Details:
File Name: ব্রিটিশ ভারতবর্ষের উল্লেখ্যযোগ্য আইনসমূহ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন