ভারতের প্রধান উপজাতি সমূহের তালিকা | List of Different Tribes of India in Bengali PDF
ভারতের প্রধান উপজাতি তালিকা | List of Indian Tribes in Bengali
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে আমরা ভারতের বিভিন্ন রাজ্যে যে সকল উপজাতি গুলি রয়েছে সেই সম্মন্ধে জেনে নেবো।
উপজাতি : ভারতীয় সংবিধানের 5 নং তফসিলিতে উপজাতি সম্পর্কে উল্লিখিত হয়েছে। সাঁওতাল, ভূমিজ, লোধা, ওরাওঁ, থারু, রাভা ইত্যাদি আরোও অনেক উপজাতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করে থাকে। তো আজকের এই পোস্টটির বিষয়বস্তু হলো বিভিন্ন উপজাতি গুলি কোন কোন রাজ্যে অবস্থিত তা নিয়ে আলোচনা করা।
প্রশ্ন : ভারতের বিভিন্ন উপজাতি - এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে - টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? গারো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
নিচে রাজ্য ও উপজাতির সম্পূর্ণ তালিকাটি দেওয়া রইলো। সময় অপচয় না করে ভারতের বিভিন্ন উপজাতি গুলির অবস্থানের তালিকাটি দেখে নিন।
ভারতের উপজাতি সমূহ
উপজাতি | রাজ্য |
---|---|
সাঁওতাল, ওরাওঁ, লোধা, ভূমিজ, খন্দ, হাজং, কোরা, রাভা, ভূটিয়া, বিরহোর, বেদিয়া, সভর, | পশ্চিমবঙ্গ |
মুন্ডা, ভূমিজ, খারিয়া, সাঁওতাল, কোল, বিরহর | ঝাড়খন্ড |
মুন্ডা, সাঁওতাল, ওরাওঁ, খারিয়া,কিসান, লোধা, ভূমিজ, জুয়াং, শবর, খোন্দ, বাগাটা, বাথুডি, খারওয়ার, ডাল | ওড়িশা |
ওরাওঁ, সাঁওতাল, বৈগা, সাভার, থারু | বিহার |
খাস, থারু, ভোটিয়াস | উত্তরাখণ্ড |
টোডা, কাদার, আদিয়ান, কোটা, ইরুলার, কুরুম্বাস, উরালি, আরাভাল্লান | তামিলনাড়ু |
কোল, থারু, ভোটিয়া, চেরো, বুকসা | উত্তরপ্রদেশ |
মুন্ডা, হলাম, ভুটিয়া, ভিল, চাকমা | ত্রিপুরা |
নায়কা, ভিল, ধানকা, মীনাস | রাজস্থান |
গারো, কুকি,কাছারি, সেমা, নাগা, কার্বি | নাগাল্যান্ড |
বোটো, গুজ্জার, গাড্ডী, বাকারওয়াল | জম্মু কাশ্মীর |
লুসাই, রাবা, ডিমাসা, চাকমা | মিজোরাম |
মাও, গারো, চিরু, হামার, কাবুই | মনিপুর |
খন্ড, ধানকা, ভুঞ্জিয়া, ঠাকুর | মহারাষ্ট্র |
ভিল, কোল, খন্ড, খারিয়া, বিরহর, হালবা | মধ্যপ্রদেশ |
আদিয়ান, কুরুম্বাস, কাদার, মুডুগার | কেরল |
ভিল, কোরাগা | কর্ণাটক |
নিশি, আদি, মোম্বা, মিসমি, অবর | অরুণাচল প্রদেশ |
চাকমা, গারো, রাভা | আসাম |
ভিল, কোন্ডা, অন্ধ, কোয়া, সেভারাস, গাদাওয়াস, সুগালি | অন্ধ্রপ্রদেশ |
হাজং, গারো, রাবা, চাকমা, খাসি, মিকির | মেঘালয় |
গোন্ড, খোন্দ, নাগাসিয়া, আগারিয়া, বাইসন হন মারিয়া | ছত্রিশগড় |