Breaking




বুধবার, ২২ মার্চ, ২০২৩

মার্চ ২২, ২০২৩

ভারতের প্রধান উপজাতি সমূহের তালিকা | List of Different Tribes of India in Bengali PDF

ভারতের প্রধান উপজাতি তালিকা | List of Indian Tribes in Bengali 

ভারতের বিভিন্ন উপজাতি


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে আমরা ভারতের বিভিন্ন রাজ্যে যে সকল উপজাতি গুলি রয়েছে সেই সম্মন্ধে জেনে নেবো।

উপজাতি : ভারতীয় সংবিধানের 5 নং তফসিলিতে উপজাতি সম্পর্কে উল্লিখিত হয়েছে। সাঁওতাল, ভূমিজ, লোধা, ওরাওঁ, থারু, রাভা ইত্যাদি আরোও অনেক উপজাতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করে থাকে। তো আজকের এই পোস্টটির বিষয়বস্তু হলো বিভিন্ন উপজাতি গুলি কোন কোন রাজ্যে অবস্থিত তা নিয়ে আলোচনা করা।

প্রশ্ন : ভারতের বিভিন্ন উপজাতি - এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে - টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? গারো উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?

নিচে রাজ্য ও উপজাতির সম্পূর্ণ তালিকাটি দেওয়া রইলো। সময় অপচয় না করে ভারতের বিভিন্ন উপজাতি গুলির অবস্থানের তালিকাটি দেখে নিন।


ভারতের উপজাতি সমূহ


উপজাতি রাজ্য
সাঁওতাল, ওরাওঁ, লোধা, ভূমিজ, খন্দ, হাজং, কোরা, রাভা, ভূটিয়া, বিরহোর, বেদিয়া, সভর, পশ্চিমবঙ্গ
মুন্ডা, ভূমিজ, খারিয়া, সাঁওতাল, কোল, বিরহর ঝাড়খন্ড
মুন্ডা, সাঁওতাল, ওরাওঁ, খারিয়া,কিসান, লোধা, ভূমিজ, জুয়াং, শবর, খোন্দ, বাগাটা, বাথুডি, খারওয়ার, ডাল ওড়িশা
ওরাওঁ, সাঁওতাল, বৈগা, সাভার, থারু বিহার
খাস, থারু, ভোটিয়াস উত্তরাখণ্ড
টোডা, কাদার, আদিয়ান, কোটা, ইরুলার, কুরুম্বাস, উরালি, আরাভাল্লান তামিলনাড়ু
কোল, থারু, ভোটিয়া, চেরো, বুকসা উত্তরপ্রদেশ
মুন্ডা, হলাম, ভুটিয়া, ভিল, চাকমা ত্রিপুরা
নায়কা, ভিল, ধানকা, মীনাস রাজস্থান
গারো, কুকি,কাছারি, সেমা, নাগা, কার্বি নাগাল্যান্ড
বোটো, গুজ্জার, গাড্ডী, বাকারওয়াল জম্মু কাশ্মীর
লুসাই, রাবা, ডিমাসা, চাকমা মিজোরাম
মাও, গারো, চিরু, হামার, কাবুই মনিপুর
খন্ড, ধানকা, ভুঞ্জিয়া, ঠাকুর মহারাষ্ট্র
ভিল, কোল, খন্ড, খারিয়া, বিরহর, হালবা মধ্যপ্রদেশ
আদিয়ান, কুরুম্বাস, কাদার, মুডুগার কেরল
ভিল, কোরাগা কর্ণাটক
নিশি, আদি, মোম্বা, মিসমি, অবর অরুণাচল প্রদেশ
চাকমা, গারো, রাভা আসাম
ভিল, কোন্ডা, অন্ধ, কোয়া, সেভারাস, গাদাওয়াস, সুগালি অন্ধ্রপ্রদেশ
হাজং, গারো, রাবা, চাকমা, খাসি, মিকির মেঘালয়
গোন্ড, খোন্দ, নাগাসিয়া, আগারিয়া, বাইসন হন মারিয়া ছত্রিশগড়

শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মার্চ ১৮, ২০২৩

Kolkata Police Math Mock Test in Bengali Set 1

Kolkata Police Math Mock Test Set 1 | কলকাতা পুলিশ 


নমস্কার বন্ধুগন, আজ আপনাদের জন্য Kolkata Police এর পরীক্ষার সম্ভাব্য 10 টি অঙ্ক প্রশ্ন দিয়ে একটি Mock Test তৈরি করা হয়েছে। আপনি যদি Kolkata Police এর পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই Mock Test টি দিন এবং যাচাই করে নিন অঙ্ক বিষয়ে কতটা পারদর্শী আছেন। তাই বলছি সময় একদম অপচয় না করে Kolkata Police Math Mock Test টি দিন।

Kolkata Police Math মক টেস্ট পর্ব -১
প্রশ্ন সংখ্যা ১০
মোট নম্বর ১০
মোট সময় ৩০ মিনিট

Time's Up
score:

মকটেস্ট এর ফলাফল

মোট প্রশ্ন সংখ্যা:

উত্তর দিয়েছেন:

সঠিক উত্তর:

ভুল উত্তর:

Percentage:


শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মার্চ ১৭, ২০২৩

অস্কার পুরস্কার ২০২৩ / একাডেমি অ্যাওয়ার্ড বিজেতা তালিকা | Oscar Award Winner list in Bengali

 অস্কার 2023 বিজেতা তালিকা  বা একাডেমি অ্যাওয়ার্ড বিজেতা ২০২৩ | Oscar Award Winner list in Bengali

অস্কার পুরস্কার 2023


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে আমরা তালিকার মাধ্যমে জেনে নেব সম্প্রতি অনুষ্ঠিত অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কে এবং অস্কার পুরস্কার বিজয়ীদের তালিকা দেখে নেবো। 2023 সালের 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড 2023 এ যে সকল বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রতিটি বিভাগের পুরস্কার প্রাপকদের নাম তালিকার মাধ্যমে নিচে দেওয়া রইলো।


প্রথমে আমরা এই অস্কার পুরস্কার বা Academy Award সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য জেনে নিই

প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয় - 1929 সালের 16ই মে।

অস্কার পুরস্কার দেওয়া হয় - একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস’ এর তরফ থেকে দেওয়া হয়।

অস্কার 2023 অনুষ্ঠিত হয় - ডলবি থিয়েটার, লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র।

অস্কার 2023 হোস্ট করেন - জিমি কিমেল।


অস্কার পুরস্কার 2023 তালিকা


বিভাগ বিজেতা
Best Original Song RRR সিনেমার “নাটু-নাটু” গানটি
Best Documentary Short Film দ্য এলিফ্যান্ট হুইস্পারর্স
Best Picture এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স 
Best Actor ব্রেন্ড্যান ফ্রেসার (দ্য হোয়েল সিনেমাতে অভিনয়ের জন্য)
Best Actress মিশেল ইয়ো 
(এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাতে অভিনয়ের জন্য)
Best Director ড্যানিয়েল ক্যোয়ান, ড্যানিয়েল স্কিনার্ট 
(এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
Best Original Screenplay (চিত্রনাট্য) এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স
Best Animated Feature Film দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স
Best Animated Short Film গিয়েরমো ডেল টোরোজ পিনোকিও
Best Visual Effects (VFX) অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার
Best documentary feature film নাভালনি 
Best action short film অ্যান আইরিশ গুডবাই
Best Side Actor কে হুই কুয়েন (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
Best Side Actress জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স)
Best Costume Design ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার 
Best Adapted Film ওম্যান টকিং 
Best International Feated Film অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
Best film Editing এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স
Best Cenematography অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
Best Production Design অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
Best Original Score অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট
Best Sound Top song : মেভারিক 
Makeup and Hear Styling দ্য হোয়েল

কয়েকটি প্রশ্ন উত্তর দেওয়া রইলো🔻

১. কোন ভারতীয় প্রথম অস্কার পান ?

উঃ ভানু অ্যাথাইয়া।

২. অস্কার পুরস্কার প্রথম কবে দেওয়া হয়?

উঃ 1929 সালের 16ই মে।

৩. অস্কার 2023 এ ভারত কয়টি অস্কার পেলো?

উঃ ২টি।

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

মার্চ ১৪, ২০২৩

ভারতের বিভিন্ন তৈল শোধনাগারের অবস্থান তালিকা PDF

 ভারতের বিভিন্ন তৈল শোধনাগার | Location List of Various Oil Refineries in India

ভারতে অবস্থিত বিভিন্ন তৈল শোধনাগার সমূহ


নমস্কার বন্ধুগন, ভারতের বিভিন্ন তৈল শোধনাগারের অবস্থান সম্পর্কে সকল Competitive Exam এ প্রশ্ন এসে থাকে এবং পরবর্তীকালে প্রশ্ন আসার সম্ভবনা রয়েছে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের তৈল শোধনাগারের অবস্থান সম্পর্কে জেনে রাখা দরকার। এই পোস্টটিতে সুন্দর ভাবে তালিকার মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ন তৈল শোধনাগারের অবস্থানের তালিকা দেওয়া রইলো।


তৈল শোধনাগারের অবস্থান


শোধনাগার কোম্পানি অবস্থান সেক্টর
কোচি শোধনাগার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিট কেরালা, কোচি পাবলিক
হলদিয়া শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গ, হলদিয়া পাবলিক
বিশাখাপত্তনম শোধনাগার হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম পাবলিক
গুজরাট শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গুজরাট, ভাদোদরা পাবলিক
জামনগর শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড গুজরাট, জামনগর প্রাইভেট
মুম্বাই শোধনাগার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মহারাষ্ট্র, মুম্বাই পাবলিক
ডিগবয় শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আসাম, ডিগবয় পাবলিক
গুয়াহাটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আসাম, গুয়াহাটি পাবলিক
মুম্বাই হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মহারাষ্ট্র, মুম্বাই পাবলিক
গুরু গোবিন্দ সিং শোধনাগার HPCL মিত্তাল এনার্জি লিমিটেড পাঞ্জাব, বাথান্ডা যৌথ
পানিপথ শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হরিয়ানা, পানিপথ পাবলিক
বারাউনি শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বিহার, বারাউনি পাবলিক
বনগাঁও শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আসাম, বনগাঁও পাবলিক

কয়েকটি প্রশ্নোত্তর আকারে দেওয়া রইলো 🔻

১। কোচি শোধনাগার কোথায় অবস্থিত?
উঃ কেরালা রাজ্যের কোচিতে।

২। বিশাখাপত্তনম শোধনাগার কোন কোম্পানি দ্বারা পরিচালিত হয়?
উঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।


File Details:
File Name: ভারতের বিভিন্ন তৈল শোধনাগার.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

মার্চ ১০, ২০২৩

200 History Question in Bengali | ইতিহাসের গুরুত্বপূর্ন প্রশ্ন পর্ব ৭

 200 History Question in Bengali | ইতিহাসের গুরুত্বপূর্ন প্রশ্ন পর্ব ৭

History Question fo wbp kp ssc exam in Bengali


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে সরকারি চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের ২০০ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। ইতিহাসের এই প্রশ্ন গুলো সরকারি চাকরীর প্রস্তুতকারী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। WBP Constable, SI, KP, SSC, WBCS Prelims ইত্যাদি পরীক্ষার জন্য ইতিহাসের প্রশ্ন উত্তর সেটটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য নিচে দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিতে ভুলবেন না।


History Question Set 7 in Bengali


১.‘ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর’ কে বলেছেন ? 

উঃ ভিনসেন্ট স্মিথ।


২. জিজিয়া কর কে পুনঃপ্রতিষ্ঠা করেন ?

উঃ ঔরঙ্গজেব।


৩. রাম মোহন রায়কে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন ?

উঃ দ্বিতীয় আকবর শাহ।


৪. কর্নালের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ ১৯৩৯ সালে।


৫. ভাস্কো-দা-গামা কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৪৯৮ সালে।


৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ?

উঃ ১৬০০ সালে।


৭. ক্যাপ্টেন হকিংস(ইংলিশ খান) কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৬০৮ সালে।


৮. ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ?

উঃ ১৬৬৪ সালে।


৯. ভারতে প্রথম তামাকের প্রচলন কারা করেছিল ?

উঃ পর্তুগিজ।


১০. স্যার থমাস রো কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৬১৫ সালে।


১১. জব চার্নক কত সালে ‘কলিকাতা’(কলকাতা) তৈরি করেছিলেন ?

উঃ ১৬৯০ সালে।


১২. ফারুকশিয়ারের ফরমান কত সালে জারি হয় ?

উঃ ১৭১৭ সালে।


১৩. ‘রঙ্গিলা’ নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট ?

উঃ মোহাম্মদ শাহ।


১৪. ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন ? 

উঃ বেবাদল খান।


১৫. পলাশীর যুদ্ধের সময় ব্রিটিশ জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্লাইভ।


১৬. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ ১৭৫৭ সালের ২৩শে জুন ।


১৭. পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ?

উঃ সিরাজউদ্দৌলা।


১৮.‘Black Hole Tragedy’ (অন্ধকূপ হত্যা)কে লিখেছিলেন ?

উঃ হলওয়েল।


১৯. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ  ১৭৬৪ সালের ২২শে অক্টোবর।


২০. বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?

উঃ  দ্বিতীয় শাহ আলম।


২১. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

উঃ মিরকাশিম।


২২. ‘দ্বৈতশাসন ব্যবস্থা’ কে চালু করেন ?

উঃ লর্ড ক্লাইভ ?

২৩. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৭৯২ সালে।


২৪. টিপু সুলতান কবে মারা যান ?

উঃ ১৭৯৯ সালে।


২৫.  ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৬. ভারতীয় পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৭. সূর্যাস্ত আইন কে চালু করেন ?

উঃ  লর্ড কর্ণওয়ালিশ।


২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৯. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ লর্ড ওয়েলেসলি।


৩০. ভারতীয় রেল ব্যবস্থার জনক কাকে বলা হয় ?

উঃ  লর্ড ডালহৌসি।


৩১. ‘পাঞ্জাব কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?

উঃ  রঞ্জিত সিং।


৩২. রঞ্জিত সিং কবে জন্মগ্রহণ করেন ?

উঃ ১৭৮০ সালে।


৩৩. “সব লাল হো জায়েগা”- কে বলেছিলেন ?

উঃ  রঞ্জিত সিং।


৩৪. ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ  ১৮২৬ সালে ।


৩৫. সলবাই -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ  ১৭৮২ সালে ।


৩৬. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৮০২ সালে ।


৩৭. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে।


৩৮. PWD এর জনক কাকে বলা হয় ? 

উঃ লর্ড ডালহৌসি।


৩৯.  ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কবে শেষ হয়?

উঃ ১৮৫৯ সালে ?


৪০. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্যানিং।


৪১. নানাসাহেবের প্রকৃত নাম কী ছিল ?

উঃ ধুন্দুপান্থ।


৪২. তাঁতিয়া টোপীর আসল নাম কী ছিল ?

উঃ রামচন্দ্র পান্ডুরঙ্গ।


৪৩. মহাবিদ্রোহকে ‘স্বাধীনতার প্রথম যুদ্ধ’( First War of Independence) কে বলেছিলেন ?

উঃ  বিনায়ক দামোদর সাভারকার।


৪৪. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ   স্যার উইলিয়াম জোনস।


৪৫. ক্যালকাটা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ ডেভিট হেয়ার।


৪৬. ‘চুঁইয়ে পড়া নীতি'- কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড মেকলে।


৪৭. রানী লক্ষ্মীবাই - এর প্রকৃত নাম কী ছিল ?

উঃ মনিকর্নিকা।


৪৮. খান বাহাদুর খান মহাবিদ্রোহে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন ?

উঃ  বার্লিতে।


৪৯. দ্বিতীয় বাহাদুর শাহের সভাকবি কে ছিলেন ?

উঃ মির্জাগালি।


৫০. জাহান্দার শাহ কবে মারা যান ?

উঃ ১৭১৩ সালে ।




সকল প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য পিডিএফ টি ডাউনলোড করে নিন 
 

File Details:
File Name: History Questions Set 7.pdf
File Formet: PDF
Number Of Pages: 8