Breaking




রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ভারতে আগত ঐতিহাসিক পর্যটক | কে কার রাজত্বকালে ভারতে আসেন তালিকা PDF

 ভারতে আগত ঐতিহাসিক পর্যটকগণ | কে কার রাজত্বকালে ভারতে আসেন তালিকা PDF

ভারতে আগত ঐতিহাসিক পর্যটক

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে “কে কার রাজত্বকালে ভারতে আসেন” তার সম্পূর্ন তালিকাটি দেওয়া হল। এটি Competitive Exam এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ন। এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে - মেগাস্থিনিস কোন দেশের নাগরিক ছিলেন?  ফা-হিয়েণ কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? ইত্যাদি।


ভারতে আগত ঐতিহাসিক পর্যটকসমূহ


পর্যটকের নাম নাগরিক কার রাজত্বকালে ভারতে আসেন 
মেগাস্থিনিস গ্রিস চন্দ্রগুপ্ত মৌর্য
আল বিরুনি আরব সুলতান মামুদ
ফা-হিয়েন চীন দ্বিতীয় চন্দ্রগুপ্ত
হিউয়েন সাঙ চীন হর্ষবর্ধন
ইবন বতুতা মরক্কো মোহম্মদ বিন তুঘলক
দেইমাকস গ্রিস বিন্দুসার
নিকালো কন্টি ইতালি কৃষদেব রায়
আবদুল্লাহ মোহম্মদ - মোহম্মদ বিন তুঘলক
পেলমার্ট হলেন্ড জাহাঙ্গীর
স্যার টমাস রো, ক্যাপ্টেন হকিংস ইংল্যান্ড জাহাঙ্গীর
আবদুল রাজ্জাক পারস্য দ্বিতীয় দেবরাই
লিও গেমন্ট পর্তুগিজ আকবর
জেরম জেভিয়ার স্পেন আকবর
পিটার মান্দি ইতালি শাহজাহান
উইলিয়াম নরিস ইংল্যান্ড ঔরঙ্গজেব
মার্কো পোলো ইতালি -

File Details:
File Name: ভারতে আগত ঐতিহাসিক পর্যটকসমুহ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন