Breaking




সোমবার, ১৯ জুন, ২০২৩

বিখ্যাত রচয়িতা ও তাঁদের রচনা সমূহ | লেখক ও তাঁদের বিখ্যাত রচনা PDF তালিকা

 লেখক ও তাঁদের বিখ্যাত রচনা PDF তালিকা || বিখ্যাত রচয়িতা ও তাদের রচনা সমূহ

রচয়িতা / লেখক ও তাদের বিখ্যাত রচনা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন বিখ্যাত লেখক / রচয়িতা যেমন - রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যাক্তিদের যে সমস্ত বিখ্যাত রচনা/ উপন্যাস/ বই/ ছোট গল্প রয়েছে তার সুন্দর ভাবে তালিকার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হল।

সময় নষ্ট না করে নিচে দেওয়া তালিকা টি দেখে নিন


বিখ্যাত রচয়িতা ও তাদের রচনা সমূহ তালিকা


রচয়িতা বিখ্যাত রচনা সমূহ
রবীন্দ্রনাথ ঠাকুর
ছোট গল্প : রাজশ্রী, পোস্টমাস্টার, দেনা পাওনা, গুপ্তধন
উপন্যাস : চোখের বালি, ঘরে বাইরে, নৌকো ডুবি, 
কাব্য : গীতাঞ্জলি, 
কাব্য নাট্য : শ্যামা
নাট্যকাব্য : কর্ণ কুন্তী
নাটক : ডাকঘর
সুকুমার রায় আবোল তাবোল, পাগলা দাশু, হজবরল, খাই খাই, অবাক জলপান,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, অপরাজিতা, 
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাধারানী, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর
মাইকেল মধুসূদন দত্ত বীরাঙ্গনা, বুড়ো শালিকেরা ঘাড়ে রোঁ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালাপাহাড়, গণ দেবতা,
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী, চিড়িয়াখানা, 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা মালা, বর্ণপরিচয়, বোধোদয়
মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার
মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা,
কাজী নজরুল ইসলাম অগ্নি বীণা, ঝিঙে ফুল
অবনীন্দ্রনাথ ঠাকুর ক্ষীরের পুতুল, রাজকাহিনী, 
সৈয়দ মুজতবা সিরাজ ভারতবর্ষ, ময়ূরকণ্ঠি 
সত্যজিত রায় ফেলুদা সমগ্র, প্রফেসর শঙ্কু

কয়েকটি গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর

১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি?

উঃ দুর্গেশনন্দিনী।

২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি?

উঃ ঘাটের কথা।


File Details:
File Name: বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন