লেখক ও তাঁদের বিখ্যাত রচনা PDF তালিকা || বিখ্যাত রচয়িতা ও তাদের রচনা সমূহ
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন বিখ্যাত লেখক / রচয়িতা যেমন - রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যাক্তিদের যে সমস্ত বিখ্যাত রচনা/ উপন্যাস/ বই/ ছোট গল্প রয়েছে তার সুন্দর ভাবে তালিকার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হল।
সময় নষ্ট না করে নিচে দেওয়া তালিকা টি দেখে নিন
বিখ্যাত রচয়িতা ও তাদের রচনা সমূহ তালিকা
রচয়িতা | বিখ্যাত রচনা সমূহ |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর | ছোট গল্প : রাজশ্রী, পোস্টমাস্টার, দেনা পাওনা, গুপ্তধন উপন্যাস : চোখের বালি, ঘরে বাইরে, নৌকো ডুবি, কাব্য : গীতাঞ্জলি, কাব্য নাট্য : শ্যামা নাট্যকাব্য : কর্ণ কুন্তী নাটক : ডাকঘর |
সুকুমার রায় | আবোল তাবোল, পাগলা দাশু, হজবরল, খাই খাই, অবাক জলপান, |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | চাঁদের পাহাড়, অপরাজিতা, |
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাধারানী, রাজসিংহ, কমলাকান্তের দপ্তর |
মাইকেল মধুসূদন দত্ত | বীরাঙ্গনা, বুড়ো শালিকেরা ঘাড়ে রোঁ |
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় | কালাপাহাড়, গণ দেবতা, |
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | ব্যোমকেশ বক্সী, চিড়িয়াখানা, |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | কথা মালা, বর্ণপরিচয়, বোধোদয় |
মহাশ্বেতা দেবী | হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার |
মানিক বন্দ্যোপাধ্যায় | পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা, |
কাজী নজরুল ইসলাম | অগ্নি বীণা, ঝিঙে ফুল |
অবনীন্দ্রনাথ ঠাকুর | ক্ষীরের পুতুল, রাজকাহিনী, |
সৈয়দ মুজতবা সিরাজ | ভারতবর্ষ, ময়ূরকণ্ঠি |
সত্যজিত রায় | ফেলুদা সমগ্র, প্রফেসর শঙ্কু |
কয়েকটি গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর
১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশনন্দিনী।
২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প কোনটি?
উঃ ঘাটের কথা।
File Details:
File Name: বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন