WBPSC Food SI Syllabus 2023 | ফুড সাব ইনসপেক্টর সিলেবাস
যে সমস্ত সরকারী চাকরিপর্থীরা WBPSC Food SI এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রত্যেকেরই WBPSC Food SI পরীক্ষার Syllabus সম্পর্কে অবগত থাকতে হবে
WBPSC Food SI Recruitment 2023 এর পরীক্ষায় আপনাদের দুটি পর্যায়ের মাধ্যমে নিয়োগ করা হবে। WBPSC Food SI পরীক্ষার Syllabus টি বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
WBPSC FOOD SI Exam Pattern - 2023
WBPSC Food SI Syllabus 2023 এই পরীক্ষাটিতে দুটি পর্যায়ের মধ্য দিয়ে নিয়োগ করা করা হয়ে থাকে -
1. লিখিত পরীক্ষা (OMR)
2. ইন্টারভিউ (Personality Test)
WBPSC Food SI Exam Pattern সম্বন্ধে নিচে ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে -
লিখিত পরীক্ষা (OMR) | 100 নাম্বার |
ইন্টারভিউ | 20 নাম্বার |
মোট | 120 নাম্বার |
➤ প্রশ্নপত্র বাংলা ও ইংরেজিতে হবে।
➤ ⅓ Negative Marking থাকবে।
➤ প্রশ্ন MCQ (Objective) হবে।
WB Food Supply Sub Inspector Exam Syllabus - 2023
পার্ট | বিষয় | প্রশ্ন সংখ্যা | মোট সময় |
---|---|---|---|
পার্ট - 1 | জেনারেল স্টাডিজ | 50 | 1 ঘণ্টা 30 মিনিট |
পার্ট - 2 | পাটিগণিত | 50 | yy |
WBPSC Food SI Syllabus - 2023 for Interview
WBPSC Food SI এর পরীক্ষায় Interview এর কোনো সিলেবাস উল্লেখ করার নেই তবে কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো ভাবে তৈরি করতে হবে।
WBPSC Food SI এর Syllabus এ General Studies এবং Arithmatic থেকে যে Topic গুলো রয়েছে সেগুলো নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল -
Food SI General Studies Syllabus
ভারতের ইতিহাস
1. প্রাচীন ভারত
2. 1857 এর মহাবিদ্রহ্
3. স্বাধীনতা সংগ্রাম
4. স্বাধীনতার পরবর্তী ভারত
5. মধ্যযুগীয় ভারতের ইতিহাস
ভারতের ভূগোল
1. পশ্চিমবঙ্গের ভূগোল
2. ভারতের শিল্প ব্যাবস্থা
3. ভারতের কিছু ব্যবস্থা
4. নদ-নদী
5. বনভূমি
6. ভারতের সড়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা
7. ভারতের স্বাভাবিক উদ্ভিদ জাতীয় উদ্যান অভয়ারণ্য ইত্যাদি
8. ভারতের খনিজ সম্পদ
সাধারণ বিজ্ঞান
1. পরিমাপের এককের পদ্ধতি
2. আলোকবিজ্ঞান
3. শব্দ বিজ্ঞান
4. শিল্প রসায়ন
5. এসিড ক্ষার ও লবণ
6. জীববিদ্যা
7. পরিবেশ বিদ্যা
কারেন্ট অ্যাফেয়ার্স
1. ন্যাশনাল কারেন্ট ইভেন্ট
2. ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স
3. ভারতের অর্থনীতি
পাটিগণিতের সিলেবাস (Arithmetic syllabus)
1. শতকরা
2. লাভ - ক্ষতি
3. অনুপাত সমানুপাত
4. জ্যামিত
5. লসাগু গসাগ
6. সরলীকরন
7. গড়
8. ধার্য ও সময়
9. সময় ও দূরত্ব
10. নাম্বার সিরিজ
11. সরল সুদ
12. চক্রবৃদ্ধি সুদ
জেনারেল ইন্টেলিজেন্স (GI)
1. Number series
2. Latest series
3. Coding - Decoding
ইত্যাদি
আশা করছি WBPSC Food SI এর Syllabus টি সম্মন্ধে বুঝতে পেরেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন