Breaking




শনিবার, ১৪ মে, ২০২২

কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তার লেখক PDF

 কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তার লেখক PDF | Historical Books and Author Name in Bengali

কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বইয়ের লেখক


নমস্কার বন্ধুগন, ঐতিহাসিক বই ও তার লেখক এর এই পোস্টটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বইয়ের লেখক বা রচয়িতার তালিকা তুলে ধরা হয়েছে। বিভিন্ন Competitive পরীক্ষায় ঐতিহাসিক বই ও লেখক থেকে প্রশ্ন আছে। যেমন : রামচরিতমানস এর লেখক কে ?, কিতাব উল রেহালা -র রচয়িতা কে ?, আকবরনামা গ্রন্থটির রচয়িতা কে ?, ইত্যাদি। 

আপনারা অবশ্যই পোস্টটি সম্পূর্ণ দেখুন এবং নিচে PDF Download এর লিঙ্ক টি দেওয়া রইলো সেখান থেকে ঐতিহাসিক বইয়ের এই PDF টি সংগ্রহ করে নিন।


ঐতিহাসিক বই ও তার লেখক


ঐতিহাসিক বই লেখক
বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ
পরিব্রাজক স্বামী বিবেকানন্দ
প্রাচ্য ও পাশ্চাত্য স্বামী বিবেকানন্দ
আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়
কল টু ইয়ং ইন্ডিয়া লালা লাজপত রায়
দ্য ইন্ডিয়ান স্ট্রাগল নেতাজি সুভাষচন্দ্র বোস
দ্য প্রভার্টি এন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নওরোজি
ইন্ডিয়ান সোস্যালিস্ট শ্যামজি কৃষ্ণবর্মা
Songs of India সরোজিনী নাইডু
দ্য ব্রোকেন উইং সরোজিনী নাইডু
গোল্ডেন থ্রেশহোল্ড সরোজিনী নাইডু
ইন্ডিয়া ডিভাইডেড ডঃ রাজেন্দ্র প্রসাদ
হিন্দ স্বরাজ গান্ধীজী
ইন্ডিয়া উইনস ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ
লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ
গীতা রহস্য বালগঙ্গাধর তিলক
তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস
দা সোল অফ ইন্ডিয়া : মেমোরিজ অফ মাই লাইফ এন্ড টাইমস লালা লাজপত রায়
সাবিত্রী ঋষি অরবিন্দ ঘোষ
ভবানী মন্দির ঋষি অরবিন্দ ঘোষ
এসেস অন দা গীতা (Essays on the Gita ঋষি অরবিন্দ ঘোষ
নীলদর্পণ দীনবন্ধু মিত্র
রঙ্গভূমি মুন্সি প্রেমচাঁদ
ডিসকভারি অফ ইন্ডিয়া জহরলাল নেহেরু
এন আইডিয়াল লিস্টভিউ অফ লাইফ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
A Nations of Making সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
আর্কটিক হোম ইন দা ভেদাস বালগঙ্গাধর তিলক
গুলামগিরি জ্যোতিবা ফুলে
বাবরনামা (তুজুক-ই-বাবরি) বাবার
হুমায়ুননামা গুলবদন বেগম
আকবরনামা আবুল ফজল
আইন-ই-আকবরী আবুল ফজল
শাহজাহাননামা ইনায়েত খাঁন
বাদসা নামা আব্দুল হামিদ লাহোরী
কিতাব উল রেহালা ইবন বতুতা
মহাভাষ্য পতঞ্জলি
যোগসুত্র পতঞ্জলি
সির ই আকবর দারা শিকোহ
হর্ষচরিত বানভট্ট
কাদম্বরী বানভট্ট
বুদ্ধচরিত অশ্বঘোষ
রাজতরঙ্গিনী কলহন
বিক্রমাঙ্কদেবচরিত  বিলহন
মৃচ্ছকটিকম সুদ্রক
রামচরিত  সন্ধ্যাকর নন্দী
রামচরিত মানস তুলসীদাস
অষ্টাধ্যায়ী পাণিনি
গীতগোবিন্দ জয়দেব
রঘুবংশম্
অভিজ্ঞান শকুন্তলম
কুমারসম্ভবম
ঋতুর সমাহার
মালবিকাগ্নিমিত্রম
কালিদাস
দেবী চন্দ্রগুপ্তম
মুদ্রারাক্ষস
বিশাখা দত্ত
পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা
পবনদূত ধোয়ী
বৃহৎসংহিতা বরাহমিহির
সূর্যসিদ্ধান্ত আর্যভট্ট
রত্নাবলী
নাগানন্দ
প্রিয়দর্শিকা
হর্ষবর্ধন
পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির
শ্রীকৃষ্ণবিজয় মালাধর বসু
Sahobva জাহানারা বেগম

অন্যান্য পোস্ট গুলি পড়ুন :-

⦿ ভারতের বিভিন্ন রাজ্য শাস্ত্রীয় নৃত্য

⦿ বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম ও উপাধি


নিচে ঐতিহাসিক বই এবং তার লেখক থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া রইলো 🔻

১. মুদ্রারাক্ষস কার লেখা ?
উঃ বিশাখা দত্ত।

২. পবনদূত গ্রন্থটি কে রচনা করেন ?
উঃ ধোয়ী।

৩. রামচরিত এর রচয়িতা কে ?
উঃ সন্ধ্যাকর নন্দী।

৪. রামচরিত মানস গ্রন্থটি কে লিখেছেন ?
উঃ তুলসীদাস।

৫. নীলদর্পণ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ দীনবন্ধু মিত্র।

৬. Panchatantra এর রচয়িতা ?
উঃ বিষ্ণু শর্মা।

PDF টি DOWNLOAD করুন :
File Name : ঐতিহাসিক বই ও তার লেখক.pdf
Page No : 3
File Format : PDF

Download PDF File


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন