Breaking




বুধবার, ১২ জুলাই, ২০২৩

ইতিহাসের 150+ প্রশ্ন উত্তর || History Questions Answers PDF || পর্ব - ৮

 ইতিহাসের 150+ প্রশ্ন উত্তর || History Questions Answers PDF in Bengali

ইতিহাস প্রশ্ন উত্তর

নমস্কার বন্ধুগন,

আজকের এই পোস্টটির মাধ্যমে PDF আকারে “ইতিহাসের 150+ টি গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর” আপনাদের সামনে তুলে ধরা হল। WBP Constable, Lady Constable, SSC MTS, SSC GD, WBCS Prelims, Food SI ইত্যাদি সকল ছোট বড় সরকারি চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের প্রশ্ন উত্তর গুলো খুবই গুরুত্বপূর্ন। নিচে কয়েকটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়া রইলো। ইহিহাসের সম্পূর্ন প্রশ্ন উত্তর গুলো পিডিএফ টিতে পেয়ে যাবেন।


ইতিহাস প্রশ্ন উত্তর (150+) | History Questions Answers Set in Bengali


১. কোন রাজবংশের মুদ্রায় বাদ্যযন্ত্রের ছবি দেখতে পাওয়া যায় ? 

উঃ গুপ্ত বংশ।


২. দ্বৈত দর্শন কে চালু করেন ?

উঃ মাধবাচার্য।


৩. ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে তৈরি হয় ?

উঃ ১৬৬৪ সালে।


৪. সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের শাসনকালে ঘটেছিল ?

উঃ ঔরঙ্গজেব।


৫. শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেছিলেন ?

উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।


৬. রাধাকান্ত দেব, পন্ডিত শশধর তর্কচুড়ামনি, কৃষ্ণপ্রসন্ন সেন প্রমুখ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ?

উঃ নব্য হিন্দু আন্দোলন।


৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ  অ্যালান অক্টাভিয়ান হিউম।


৮. ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয় ?

উঃ ১৭৮০ সালে।


৯. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয় ?

উঃ  লাহোর অধিবেশন 

১০. বিরজীস কাদের কে ছিলেন ?

উঃ অযোধ্যার নবাব।


১১. লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ?

উঃ ১৯৩০ সালে।


১২. দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের নাম কী ?

উঃ বিজয়নগর শিল্প।


১৩. র‌্যালে কমিশন কে গঠন করেন ?

উঃ লর্ড কার্জন।


১৪. মহারানীর ঘোষপত্রের তারিখ কী ছিল ?

উঃ ১লা নভেম্বর ১৮৫৮ ।


১৫. ‘স্পিরিট অফ ইসলাম’ কে লিখেছিলেন ?

উঃ সৈয়দ আমির আলি।


১৬. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?

উঃ  আলাউদ্দিন খলজী।


১৭. তিন আইন কত সালে পাশ হয় ?

উঃ ১৮৭২ সালে।


১৮. লখনৌতে ১৮৫৭ সালের বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?

উঃ বেগম হযরত মহল।


১৯. তিতুমীরের আসল নাম কি ছিল ?

উঃ সৈয়দ মীর নিসার আলী।


২০. ‘কাউন্সিল অফ বারাভাইস’ কে সংগঠিত করেন ?

উঃ নানা ফোড়নবিশ।


২১. ইংরেজরা কার অনুমতি নিয়ে সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করে ?

উঃ জাহাঙ্গীর।


২২. ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে শুরু করেন ?

উঃ জেমস অগাস্টাস হিকি।


২৩. কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ উইলিয়াম জোন্স।


২৪. দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ?

উঃ অস্মক।


২৫.  বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকত তাদের কি বলা হত ?

উঃ লিচ্ছবি।


২৬. জৈন ধর্মের প্রচারককে কি বলা হত ?

উঃ তীর্থঙ্কর।


২৭. সবথেকে পুরনো বৈদিক সংহিতা কোনটি ?

উঃ ঋগ্বেদ।


২৮. মহাস্থানগড় কোথায় অবস্থিত ?

উঃ বাংলাদেশের বগুড়া জেলায়।


২৯. বেদাঙ্গ সংখ্যায় কটি ছিল ?

উঃ ৬ টি


৩০. জাদুমন্ত্রের সংকলন হল –

উঃ অথর্ববেদ।


৩১. ষোড়শ মহাজনপদের মধ্যে সবথেকে শক্তিশালী জনপদ কোনটি ?

উঃ মগধ।


৩২. তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উঃ পাটলিপুত্রে।


৩৩. বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল ?

উঃ ছন্দ ও ব্যাকরণ


৩৪. মেগালিথ হল –

উঃ  পাথরের সমাধি।


৩৫. দশরাজার যুদ্ধের উল্লেখ রয়েছে কোন বেদে ?

উঃ  ঋকবেদ।

৩৬. আদি বৈদিক যুগে উৎপাদিত প্রধান শস্য কি ছিল ?

উঃ যব।


৩৭. গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন ?

উঃ শাক্য বংশে।


৩৮.  বজ্জিদের রাজধানী কোথায় ছিল ?

উঃ বৈশালীতে।


৩৯. মৌর্য আমলে জেলা প্রশাসককে কি বলা হত ?

উঃ আহার।


৪০. মহাজন পদগুলি গড়ে উঠেছিল –

উঃ খ্রিস্টীয় ষষ্ঠ শতকে।


৪১. মগধের রাজধানী কোথায় ছিল ?

উঃ রাজগৃহে।


৪২. জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

উঃ ২৪ জন।


৪৩. দিগম্বরগণ কার অনুগামী ছিলেন ?

উঃ মহাবীরের।


৪৪. একলব্যের পিতার নাম কি ছিল ?

উঃ হিরণ্যধনু।


৪৫. ভিলদের রাজা কে ছিলেন ?

উঃ হিরণ্যধনু।


৪৬. বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন ?

উঃ বাবা।


৪৭. আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি ছিল ?

উঃ ঋকবেদ।


৪৮. সিদ্ধার্থ কোথায় বসে তপস্যা করেছিলেন ?

উঃ পিপল গাছের নীচে।


৪৯. গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল ?

উঃ সিদ্ধার্থ।


৫০. ‘পিটক’ কথার অর্থ কি ?

উঃ ঝুড়ি।


PDF টি Download করুন



File Details:
File Name: ইতিহাসের 150+ প্রশ্ন উত্তর.pdf
File Formet: PDF
Number Of Pages: 7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন