Breaking




শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

200 History Question in Bengali | ইতিহাসের গুরুত্বপূর্ন প্রশ্ন পর্ব ৭

 200 History Question in Bengali | ইতিহাসের গুরুত্বপূর্ন প্রশ্ন পর্ব ৭

History Question fo wbp kp ssc exam in Bengali


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে সরকারি চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের ২০০ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো। ইতিহাসের এই প্রশ্ন গুলো সরকারি চাকরীর প্রস্তুতকারী পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। WBP Constable, SI, KP, SSC, WBCS Prelims ইত্যাদি পরীক্ষার জন্য ইতিহাসের প্রশ্ন উত্তর সেটটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য নিচে দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিতে ভুলবেন না।


History Question Set 7 in Bengali


১.‘ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর’ কে বলেছেন ? 

উঃ ভিনসেন্ট স্মিথ।


২. জিজিয়া কর কে পুনঃপ্রতিষ্ঠা করেন ?

উঃ ঔরঙ্গজেব।


৩. রাম মোহন রায়কে ‘রাজা’ উপাধি কে দিয়েছিলেন ?

উঃ দ্বিতীয় আকবর শাহ।


৪. কর্নালের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ ১৯৩৯ সালে।


৫. ভাস্কো-দা-গামা কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৪৯৮ সালে।


৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ?

উঃ ১৬০০ সালে।


৭. ক্যাপ্টেন হকিংস(ইংলিশ খান) কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৬০৮ সালে।


৮. ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ?

উঃ ১৬৬৪ সালে।


৯. ভারতে প্রথম তামাকের প্রচলন কারা করেছিল ?

উঃ পর্তুগিজ।


১০. স্যার থমাস রো কবে ভারতে এসেছিলেন ?

উঃ ১৬১৫ সালে।


১১. জব চার্নক কত সালে ‘কলিকাতা’(কলকাতা) তৈরি করেছিলেন ?

উঃ ১৬৯০ সালে।


১২. ফারুকশিয়ারের ফরমান কত সালে জারি হয় ?

উঃ ১৭১৭ সালে।


১৩. ‘রঙ্গিলা’ নামে পরিচিত ছিলেন কোন মুঘল সম্রাট ?

উঃ মোহাম্মদ শাহ।


১৪. ময়ূর সিংহাসন কে তৈরি করেছিলেন ? 

উঃ বেবাদল খান।


১৫. পলাশীর যুদ্ধের সময় ব্রিটিশ জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্লাইভ।


১৬. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ ১৭৫৭ সালের ২৩শে জুন ।


১৭. পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন ?

উঃ সিরাজউদ্দৌলা।


১৮.‘Black Hole Tragedy’ (অন্ধকূপ হত্যা)কে লিখেছিলেন ?

উঃ হলওয়েল।


১৯. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উঃ  ১৭৬৪ সালের ২২শে অক্টোবর।


২০. বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?

উঃ  দ্বিতীয় শাহ আলম।


২১. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

উঃ মিরকাশিম।


২২. ‘দ্বৈতশাসন ব্যবস্থা’ কে চালু করেন ?

উঃ লর্ড ক্লাইভ ?

২৩. শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৭৯২ সালে।


২৪. টিপু সুলতান কবে মারা যান ?

উঃ ১৭৯৯ সালে।


২৫.  ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৬. ভারতীয় পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৭. সূর্যাস্ত আইন কে চালু করেন ?

উঃ  লর্ড কর্ণওয়ালিশ।


২৮. চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন ?

উঃ লর্ড কর্ণওয়ালিশ।


২৯. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ লর্ড ওয়েলেসলি।


৩০. ভারতীয় রেল ব্যবস্থার জনক কাকে বলা হয় ?

উঃ  লর্ড ডালহৌসি।


৩১. ‘পাঞ্জাব কেশরী’ নামে কে পরিচিত ছিলেন ?

উঃ  রঞ্জিত সিং।


৩২. রঞ্জিত সিং কবে জন্মগ্রহণ করেন ?

উঃ ১৭৮০ সালে।


৩৩. “সব লাল হো জায়েগা”- কে বলেছিলেন ?

উঃ  রঞ্জিত সিং।


৩৪. ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ  ১৮২৬ সালে ।


৩৫. সলবাই -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ  ১৭৮২ সালে ।


৩৬. বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ ১৮০২ সালে ।


৩৭. বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে।


৩৮. PWD এর জনক কাকে বলা হয় ? 

উঃ লর্ড ডালহৌসি।


৩৯.  ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কবে শেষ হয়?

উঃ ১৮৫৯ সালে ?


৪০. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্যানিং।


৪১. নানাসাহেবের প্রকৃত নাম কী ছিল ?

উঃ ধুন্দুপান্থ।


৪২. তাঁতিয়া টোপীর আসল নাম কী ছিল ?

উঃ রামচন্দ্র পান্ডুরঙ্গ।


৪৩. মহাবিদ্রোহকে ‘স্বাধীনতার প্রথম যুদ্ধ’( First War of Independence) কে বলেছিলেন ?

উঃ  বিনায়ক দামোদর সাভারকার।


৪৪. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ   স্যার উইলিয়াম জোনস।


৪৫. ক্যালকাটা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ ডেভিট হেয়ার।


৪৬. ‘চুঁইয়ে পড়া নীতি'- কে প্রবর্তন করেন ?

উঃ লর্ড মেকলে।


৪৭. রানী লক্ষ্মীবাই - এর প্রকৃত নাম কী ছিল ?

উঃ মনিকর্নিকা।


৪৮. খান বাহাদুর খান মহাবিদ্রোহে কোথায় নেতৃত্ব দিয়েছিলেন ?

উঃ  বার্লিতে।


৪৯. দ্বিতীয় বাহাদুর শাহের সভাকবি কে ছিলেন ?

উঃ মির্জাগালি।


৫০. জাহান্দার শাহ কবে মারা যান ?

উঃ ১৭১৩ সালে ।




সকল প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য পিডিএফ টি ডাউনলোড করে নিন 
 

File Details:
File Name: History Questions Set 7.pdf
File Formet: PDF
Number Of Pages: 8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন