Breaking




শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

চন্দ্রযান ৩ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য | Chandrayaan-3

 চন্দ্রযান ৩ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য | Chandrayaan-3

চন্দ্রযান ৩ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য

2019 সালের চন্দ্রযান ২ এর ব্যর্থতার পর 14 জুলাই 2023, দুপুর 2:35 -এ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে গর্জন করে আকাশের বুক চিরে চাঁদের দিকে রওনা দিলো লাঞ্চ ভেহিকেল মার্ক 3 (LVM3-M4) রকেট।

ISRO এর চেয়ারম্যান এস. সোমানাথ জানান চন্দ্রযান ৩ এ মোট খরচ হয়েছে আনুমানিক 615 কোটি টাকা যেখানে চন্দ্রযান 2 এ খরচ হয়েছিল প্রায় 970 কোটি টাকা। 

বিশেষজ্ঞদের মতে আনুমানিক 23 আগস্ট এই চন্দ্রযান -টি চাঁদে পৌঁছবে এবং নিজের মিশন সম্পূর্ন করবে।


এক নজরে চন্দ্রযান ৩ সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য :

উৎক্ষেপণের তারিখ ও সময় (Launch Date & Time): 14 জুলাই 2023

উৎক্ষেপণ স্থান (Launch Place): সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ)

মোট খরচ (Budget): 615 কোটি টাকা (আনুমানিক)


চন্দ্রযান ৩ এর উদ্দেশ্য:

➤ মেরু অঞ্চলে চাঁদের পৃষ্ঠে তাপমাত্রা যাচাই করা।

➤ চন্দ্র পৃষ্ঠে Safe ও  Soft Landing করা।

➤ চাঁদের ভূত্বক পর্যবেক্ষণ করা, জল ও অন্যান্য ধাতু ও পদার্থ সম্পর্কে তথ্য সংগ্রহ করা।


Competitive Exam এর জন্য চন্দ্রযান - ৩ থেকে গুরুত্বপূর্ন প্রশ্ন:

১। চন্দ্রযান 3 লঞ্চ এর সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন?

উঃ এস. সোমানাথ।

২। চন্দ্রযান ৩ কোথা থেকে উৎক্ষেপণ করা হল?

উঃ অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

৩। চন্দ্রযান 3 কত তারিখে লঞ্চ বা উৎক্ষেপণ করা হয়?

উঃ 14 জুলাই 2023.

৪। চন্দ্রযান 3 এর রোভার টির নাম কি?

উঃ প্রজ্ঞান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন