Breaking




রবিবার, ৯ জুলাই, ২০২৩

ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য || New Parlament House of India

 ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য || New Parlament House of India

ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য || New Parlament House of India

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটির মাধ্যমে আমরা ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কে জেনে নেবো। যেমন :- নতুন পার্লামেন্ট ভবন তৈরিতে মোট কত কোটি টাকা খরচ হয়েছে? লোকসভার এবং রাজ্যসভার চেম্বারে কত গুলি করে আসন রয়েছে? নতুন ভবনটির নকশা কে তৈরি করেছেন ইত্যাদি।

নতুন সংসদ ভবন (New Parlament House)

এই নতুন সংসদ ভবনটি আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয় 2023 সালের 28 -এ মে। এই নতুন সংসদ ভবনটির উদ্ভোধন করেন আমাদের দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। 

নতুন পার্লামেন্ট ভবন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ন তথ্য নিচে দেওয়া রইলো:-

➤ এই সংসদ ভবনটি নিউদিল্লিতে অবস্থিত।

➤ নতুন ভবনটিতে লোকসভার চেম্বারে আসন সংখ্যা - 888 টি।

➤ নতুন ভবনটিতে রাজ্যসভার চেম্বারে আসন সংখ্যা - 384 টি।

➤ আকৃতি - ত্রিভুজাকার।

➤ মোট আয়তন - 64,500 বর্গ কিলোমিটার।

➤ মোট ব্যয় - 862 কোটি টাকা।

➤ নতুন ভবনটি নির্মাণে মোট 26,045 মেট্রিক টন ইস্পাত ব্যবহার করা হয়েছে।

➤ নতুন ভবনটি নির্মাণে মোট 63,807 মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে।

➤ নকশা তৈরি করেছেন - বিমল প্যাটেল।

➤ নির্মাণের কাজ করেছে - টাটা প্রজেক্ট।


নতুন ও পুরোনো সংসদ ভবনের পার্থক্য



পুরোনো ভবন নতুন ভবন
নির্মাণ কাজ শুরু 1921
শেষ 1927
শুরু 2020
শেষ 2023
নকশা তৈরি করেন হারবার্ট বেকার ও এডউইন লুটিয়েন্স বিমল প্যাটেল
লোকসভার আসন 550 888
রাজ্যসভার আসন 250 384
লোকসভার থিম - ময়ূর
রাজ্যসভার থিম - পদ্ম

আমি আশা করছি এই পোস্টটি থেকে আপনারা নতুন সংসদ ভবন সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য জানতে পেরেছেন এবং অনেক উপকৃত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন