Breaking




সোমবার, ১১ এপ্রিল, ২০২২

ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Most Important Geography GK Questions in Bengali With PDF | SET - 5

ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Most Important Geography GK Questions in Bengai With PDF | SET - 5

100 টি ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

নমস্কার বন্ধুগন, আজকের Geography GK Set এর ৫ নং পর্বে ভূগোলের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে তুলে ধরা হল। মনোযোগ সহকারে আপনারা এই 100 টি প্রশ্ন পরে নিন এবং যেকোনো সময় “Geography GK Questions in Bengali Set 5” টি পড়ার জন্য PDF টি Download করে নিন। আপনি যদি WBP Constable, WBP SI, RAILWAY, SSC, PSC ইত্যাদি যেকোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাদের আপনার সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এই GEOGRAPHY GK QUESTION ANSWER অনেক সাহায্য করবে। আপনি Competitive Exam / সরকারি চাকরির পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তা আমাদের এই ওয়েবসাইটের Mock Test গুলো দিয়ে যাচাই করে নিন।


Geography Important GK Questions in Bengali Set - 5


১. মৌসিনরাম কোন রাজ্যের অন্তর্গত ?

উত্তর:- মেঘালয়।


২. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?

উত্তর:- পামির মালভূমি, যায় গড় উচ্চতা ৪৮০০ ফুট।


৩. কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?

উত্তর:- গোদাবরী।


৪. রুদ্র প্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত ?

উত্তর:- অলকানন্দা ও মন্দাকিনী।


৫. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?

উত্তর:- আয়ন বায়ুকে।


৬. ভারতীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তর:- দেরাদুনে।


৭. সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?

উত্তর:- কটক।


৮. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট কোন শহরে অবস্থিত ?

উত্তর:- ভূপালে।


৯. বায়ুর গতির সাথে সমান্তরালে যে সব বালিয়াড়ি গঠিত হয় তাদের কি বলে ?

উত্তর:- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।


১০. কোন তৃণভূমিকে রুটির ঝুড়ি বা Wheat Basket বলা হয় ?

উত্তর:- প্রেইরি তৃণভূমিকে।


১১. ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কি নামে পরিচিত ?

উত্তর:- দেবপ্রয়াগ।


১২. ভারতের আদমশুমারি 2011 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে ?

উত্তর:- পুদুচেরিতে।


১৩. কোন নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত ?

উত্তর:- কংসাবতী।


১৪. গারো ধূসর রঙের মেঘ যা বৃষ্টিপাত ঘটায় তার নাম কি ?

উত্তর:- নিম্বো স্ট্যাটাস।


১৫. মালনাদ শব্দের অর্থ কি ?

উত্তর:- পাহাড়ি দেশ।


১৬. বাতাসের নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত ?

উত্তর:- ৭৮.০৯ শতাংশ।


১৭. মেক্সিকো খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে ?

উত্তর:- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।


১৮. কাশ্মীর উপত্যাকা কোন কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত ?

উত্তর:- ভাস্কর ও পিরপাঞ্জাল।


১৯. বাংলাদেশের কোন নদী পদ্মা নামে পরিচিত ?

উত্তর:- গঙ্গা।


২০. ভারতের লিচু গবেষণাগার কোথায় অবস্থিত ?

উত্তর:- মজফরপুর।


২১. সৌরজগতের কোন গ্রহের এস্কেপ ভেলোসিটি সবচেয়ে বেশি ?

উত্তর:- বৃহস্পতি।


২২. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

উত্তর:- আসামের ব্রহ্মপুত্র নদীতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন