Breaking
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান কোন নদীর তীরে, কত সালে, কে খনন করেন PDF তালিকা

 সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান কোন নদীর তীরে, কত সালে, কে খনন করেন PDF তালিকা 

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান বা কেন্দ্র


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান গুলো কোন নদীর তীরে অবস্থিত? কত সালে আবিষ্কার হয় ? কে আবিষ্কার / খনন করেন? এই ধরনের সমস্ত তথ্য ছক এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যেকোন ধরনের Competitive Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে: হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? লোথাল কত সালে আবিষ্কৃত হয়? ইত্যাদি।


সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান কে আবিষ্কার করেন, কোন নদীর তীরে অবস্থিত ও কে খনন / আবিষ্কার করেন


স্থান সাল নদীর তীর খননকারীর নাম
হরপ্পা ১৯২১ রাভী বা ইরাবতী দয়ারাম সহানী
মহেঞ্জোদারো ১৯২২সিন্ধু রাখল দাস বন্দোপাধ্যায়
সুৎকাজেন্দর ১৯২৭ দাশত এম. এ স্টেইন
চানহুদারো ১৯৩৫ সিন্ধু ননীগোপাল মজুমদার
রংপুর ১৯৩১-১৯৫১ মোহর এম. এস. ভাট, বি.বি. লাল, এস. আর. রাও
কালিবঙ্গান ১৯৫৩ ঘর্ঘরা বি. বি. লাল
রোপার ১৯৫৩ সতাদ্রু / সুতলেজ ওয়াই. ডি শর্মা
লোথাল ১৯৫৩ ভোগাবর এস. আর রাও
কোটডিজি ১৯৫৫ সিন্ধু ফজল আহমেদ খান
দাইমাবাদ ১৯৫৮ গোদাবরী বি. প. বপারদিকার
আলমগীরপুর ১৯৫৮ হিন্দন ওয়াই. ডি শর্মা
সুরকোটাদা ১৯৬৪ জে. পি. জোশি 
বানওয়ালি ১৯৭৩ সরস্বতী এর. এস . বিস্ত
ঢোলাভিরা ১৯৮৯-২০০২ লুনি জে. পি. জোশি
মান্ডা চেনাব জে. পি. জেশি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন