নমস্কার বন্ধুগন আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে ভারতের কয়েকটি রাজবংশের প্রথম, শেষ, শ্রেষ্ঠ সম্রাটের তালিকা দেওয়া রইলো।
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভারতের কয়েকটি রাজবংশের প্রথম, শেষ, শ্রেষ্ঠ সম্রাটের তালিকাটি জেনে রাখা খুবই প্রয়োজনীয় যেমন WBP CONSTABLE , SI, SSC Exams, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE.
তাই সময় নষ্ট না করে ভালো করে তালিকাটি দেখে নিন।
ভারতের কয়েকটি রাজবংশের প্রথম, শেষ, শ্রেষ্ঠ সম্রাটের তালিকা
-:মোঘল বংশ:- |
প্রতিষ্ঠাতা | বাবর |
শেষ সম্রাট | ২য় বাহাদুর শাহ |
শ্রেষ্ঠ সম্রাট | আকবর |
-:সেন বংশ:- |
প্রতিষ্ঠাতা | বিজয় সেন |
শেষ সম্রাট | লক্ষণ সেন |
শ্রেষ্ঠ সম্রাট | বিজয় সেন |
-:বাহমনী বংশ:- |
প্রতিষ্ঠাতা | জাফর খান |
শেষ সম্রাট | কালিমউদ্দিন শাহ |
শ্রেষ্ঠ সম্রাট | মামুদ গাওয়ান |
-:লোদি বংশ:- |
প্রতিষ্ঠাতা | বহলুল লোদি |
শেষ সম্রাট | ইব্রাহিম লোদি |
শ্রেষ্ঠ সম্রাট | ইব্রাহিম লোদি |
-:তুঘলক বংশ:- |
প্রতিষ্ঠাতা | গিয়াসউদ্দিন তুঘলক |
শেষ সম্রাট | নাসিরউদ্দিন মামুদ |
শ্রেষ্ঠ সম্রাট | মুহাম্মদ বিন তুঘলক |
-:গুপ্ত বংশ:- |
প্রতিষ্ঠাতা | শ্রীগুপ্ত |
শেষ সম্রাট | বিষ্ণু গুপ্ত |
শ্রেষ্ঠ সম্রাট | সমুদ্র গুপ্ত |
-:সাতবাহন বংশ:- |
প্রতিষ্ঠাতা | সিমুক সাতবাহন |
শেষ সম্রাট | যজ্ঞশ্রী সতকর্নি |
শ্রেষ্ঠ সম্রাট | গৌতমিপুত্র সাতকর্ণী |
-:পুষ্যভূতি বংশ:- |
প্রতিষ্ঠাতা | প্রভাকর বর্ধন |
শেষ সম্রাট | হর্ষবর্ধন |
শ্রেষ্ঠ সম্রাট | হর্ষবর্ধন |
-:খলজি বংশ:- |
প্রতিষ্ঠাতা | জালালউদ্দিন খলজি |
শেষ সম্রাট | কুতুবউদ্দিন মোবারক খলজি |
শ্রেষ্ঠ সম্রাট | আলাউদ্দিন খলজি |
-:দাস বংশ:- |
প্রতিষ্ঠাতা | কুতুবুউদ্দিন আইবক |
শেষ সম্রাট | কায়ুর্মাস |
শ্রেষ্ঠ সম্রাট | ইলতুৎমিস |
-:পাল বংশ:- |
প্রতিষ্ঠাতা | গোপাল |
শেষ সম্রাট | মদন পাল |
শ্রেষ্ঠ সম্রাট | দেবপাল |
-:চোল বংশ:- |
প্রতিষ্ঠাতা | বিজয়ালয় |
শেষ সম্রাট | কুলতুঙ্গ |
শ্রেষ্ঠ সম্রাট | রাজেন্দ্র চোল |
-: পহ্লব বংশ:- |
প্রতিষ্ঠাতা | সিংহ বিষ্ণু |
শেষ সম্রাট | অপরাজিত বর্মন |
শ্রেষ্ঠ সম্রাট | নরসিংহ বর্মন |
-:সৈয়দ বংশ:- |
প্রতিষ্ঠাতা | খিজির খাঁ |
শেষ সম্রাট | আলাউদ্দিন আমল শাহ |
শ্রেষ্ঠ সম্রাট | মোবারক শাহ |
-: মোর্য বংশ:- |
প্রতিষ্ঠাতা | চন্দ্রগুপ্ত মৌর্য |
শেষ সম্রাট | বৃহদ্রথ |
শ্রেষ্ঠ সম্রাট | অশোক |
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইল🔻
➢ মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ- বাবর।
➢ মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হলেন–
উঃ- অশোক।
➢ পাল বংশের শেষ রাজা কে ছিলেন ?
উঃ- মদন পাল।
➢ সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উঃ- বিজয় সেন।
➢ গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
উঃ- সমুদ্র গুপ্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন