Breaking




সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

ভারতের বিভিন্ন রাজ্য কোন সালে গঠিত হয় PDF তালিকা

 ভারতের বিভিন্ন রাজ্য কোন সালে গঠিত হয় PDF তালিকা || Formation Date of  Indian State in Bengali 

বিভিন্ন রাজ্যের আত্মপ্রকাশ


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে আমরা এক নজরে দেখে নেবো ভারতের বিভিন্ন রাজ্য গঠনের / আত্মপ্রকাশের তারিখ, তার পাশাপাশি দেখবো যে কোন রাজ্যের রাজধানী কি রয়েছে এবং রাজ্য গুলো সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেবো, যেগুলো আপনাদের সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেনে রাখা আবশ্যক।

পাঞ্জাব রাজ্যটি কত সালে গঠিত হয় ?, তেলেঙ্গানা রাজ্য কবে গঠিত হয় ?, বিহার রাজ্য হিসেবে কবে আত্মপ্রকাশ পায় ? - এই ধরনের প্রশ্ন এই টপিকটি থেকে পেয়ে যাবেন।

নিচে তালিকাটি সাল হিসেবে পর্যায়ক্রমে দেওয়া রইলো

ভারতের বিভিন্ন রাজ্য গঠনের তারিখ / সাল ও রাজধানী


রাজ্য গঠিত হয় রাজধানী
পাঞ্জাব 1947 চন্ডিগড়
রাজস্থান 1949, 30 মার্চ জয়পুর
উত্তরপ্রদেশ 1950, 24 জানুয়ারি লখনউ
পশ্চিমবঙ্গ 1950 কলকাতা
ওড়িশা 1950 ভুবনেশ্বর
মধ্যপ্রদেশ 1950, 1 নভেম্বর ভোপাল
আসাম 1950 দিসপুর
বিহার 1950 পাটনা
অন্ধ্রপ্রদেশ 1953 অমরাবতী
কর্ণাটক 1956, 1 নভেম্বর  বেঙ্গালুরু
কেরালা 1956, 1 নভেম্বর তিরুবনন্তপুরম
তামিলনাড়ু 1956, 1 নভেম্বর চেন্নাই
মহারাষ্ট্র 1960, 1 মে মুম্বাই
গুজরাট 1960, 1 মে গান্ধীনগর
নাগাল্যান্ড 1963 কোহিমা 
হরিয়ানা 1966, 1 নভেম্বর   চন্ডিগড়
হিমাচলপ্রদেশ 1971 শিমলা
মেঘালয় 1972, 21 জানুয়ারি শিলং
মনিপুর 1972, 21 জানুয়ারি ইম্ফল
ত্রিপুরা 1972, 21 জানুয়ারি আগরতলা
সিকিম 1975, 16 মে গ্যাংটক
অরুণাচলপ্রদেশ 1987, 20 ফেব্রুয়ারি ইটানগর 
 মিজোরাম 1987, 20 ফেব্রুয়ারি  আইজল
গোয়া 1987, 30 মে পানাজী
ছত্তিশগড় 2000, 1 নভেম্বর রায়পুর
উত্তরাখণ্ড 2000, 9 নভেম্বর দেরাদুন
ঝাড়খণ্ড 2000, 15 নভেম্বর রাঁচি
তেলেঙ্গানা 2014, 2 জুন হায়দ্রাবাদ


নিম্নে বিভিন্ন রাজ্যের আত্মপ্রকাশের PDF টি দেওয়া রইলো


কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য 🔻

রাজস্থান : রাজস্থানের পূর্বনাম ছিল রাজপুতানা। 1949 সালের 30 মার্চ রাজস্থান রাজ্য হিসেবে মর্যাদা লাভ করে।

আসাম : কামপুর রাজ্যের একটি অংশ ছিল আসাম। 1950 সালে রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।


কয়েকটি প্রশ্ন উত্তর 🔻

১। ভারতের নবীনতম রাজ্য কোনটি ?

উঃ তেলেঙ্গানা ( 2014 সালের 2 ই জুন)

২। ত্রিপুরা রাজ্যটি কবে গঠিত হয় ?

উঃ 1972 সালের 21 ই জানুয়ারি।

৩। ত্রিপুরার রাজধানী কি ?

উঃ আগরতলা।


File Details:
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের আত্মপ্রকাশের সাল.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন