Breaking




রবিবার, ৩ এপ্রিল, ২০২২

100 + Important History Questions for Competitive Exams | ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট 5

100 + Important History Questions for Competitive Exams in Bengali| WBP CONSTABLE, SI, EXCISE, WBCS, PSC, RAILWAY ইত্যাদি পরীক্ষার জন্য ১০০+ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
History GK Questions in Bengali
১০০+ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন PDF

নমস্কার বন্ধুগন, “100 + Important History Questions for Competitive Exams” -এই পোস্টটিতে ১০০+ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই প্রতিটি প্রশ্ন উত্তর মনোযোগ সহকারে পড়ুন এবং যেকোনো সময় অফলাইনে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো পড়ার জন্য PDF টি Download করে নিন। WBP, WBCS, PSC, RAILWAY ইত্যাদি যেকোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের এই প্রশ্ন উত্তর গুলো।

100+ History GK Questions in Bengali


১. কিতাব উল হিন্দ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর:- আল-বিরুনী।
২. তরাইনের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয় ?
উত্তর:- 1191 সালে, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান।
৩. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ও কোথায় হয় ?
উত্তর:- 1919 সালে, পাঞ্জাবের অমৃতসরে।
৪. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ – উক্তিটি কার ?
উত্তর:- বালগঙ্গাধর তিলক।
৫. গুপ্তযুগের নিউটন কাকে বলা হয় ?
উত্তর:- আর্য ভট্টকে।
৬. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
উত্তর:- আলাউদ্দিন খলজি।
৭. কে কুতুবমিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন ?
উত্তর:- ইলতুৎমিস।
[কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক]
৮. পূর্ণ স্বরাজ এর ডাক কোন অধিবেশনে দেওয়া হয় ?
উত্তর:- লাহোর অধিবেশনে।
৯. কোন আইন কে ব্ল্যাক বিল (Black Bill) বলা হয় ?

উত্তর:- রাওলাট অ্যাক্ট।

১০. কাইজার-ই-হিন্দ কার উপাধি ?
উত্তর:- মহাত্মা গান্ধী।

১১. ফরওয়ার্ড ব্লক কে কবে গঠন করেন ?
উত্তর:- সুভাষচন্দ্র বসু, 3 মে 1939।

১২. ইংরেজরা ভারতে কোথায় তাদের কুঠি স্থাপন করেন ?
উত্তর:- সুরাটে।

১৩. কোন মুঘল সম্রাট ‘জিন্দাপীর’ নামে পরিচিত ?
উত্তর:- ঔরঙ্গজেব।

১৪. নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত। [নীলদর্পণ নাটকটি লিখেছেন – দীনবন্ধু মিত্র]

১৫. স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে ?
উত্তর:- 1897 খ্রিস্টাব্দে।

১৬. কার নেতৃত্বে লন্ডনে ‘ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ গঠিত হয় ?
উত্তর:- দাদাভাই নৌরজী।

১৭. ভারত থেকে প্রথম ‘Divide and Rule’ পদ্ধতি অবলম্বন করুন ?
উত্তর:- লর্ড মিন্টো।

১৮. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন ?
উত্তর:- লর্ড লিটন।

১৯. গদর পার্টির সদর দপ্তর কোথায় ছিল ?
উত্তর:- সানফ্রান্সিসকো।

২০. পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল ?
উত্তর:- রাসবিহারী বসু।

২১. ভারতে ‘ইনক্লাব জিন্দাবাদ’ -এর উদগাতা কে ?
উত্তর:- ভগৎ সিং।

২২. ভারতবর্ষের রেল পথ তৈরি প্রতিকৃতি কাকে বলা হয় ?
উত্তর:- লর্ড ডালহৌসি।

২৩. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- 1809 খ্রিস্টাব্দে।

২৪. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- গোপাল।

২৫. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
উত্তর:- লোহা।

২৬. কে ‘শের-ই-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
উত্তর:- লালা লাজপত রায়।

২৭. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি এবং সেটি কোন ভাষায় লেখা ?
উত্তর:- বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, যেটি পালি ভাষায় লেখা।

২৮. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- 1809 খ্রিস্টাব্দে, পাঞ্জাবের মহারাজা রনজিত সিংহ ও ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টোর সাথে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়।

২৯. 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন কোথায় শুরু করেন ?
উত্তর:- সবরমতীতে।

৩০. ‘সুলহ ই কুল’ কোন মোগল সম্রাটের রাজত্বকালে প্রয়োগ করা হয় ?
উত্তর:- আকবরের রাজত্বকালে।

৩১. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ( Indian Republican Army ) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- সূর্যসেন।

৩২. সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি (Servent of India Society) ?
উত্তর:- গোপালকৃষ্ণ গোখলে।

৩৩. কোন মুঘল সম্রাট রাঙ্গিলা (Rangeela) নামে পরিচিত ছিলেন ?
উত্তর:- মহম্মদ শাহ।

৩৪. কোন সুলতান সিংহাসন আরোহণ করার আগে দাস ছিলেন না ?
উত্তর:- আলাউদ্দিন খলজী।

৩৫. উলগুলান শব্দটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?
উত্তর:- মুন্ডা বিদ্রোহ।



আমি আশা করছি আজকের এই ইতিহাসের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর গুলো আপনাদের আগামী যেকোনো ধরনের পরীক্ষার জন্য কাজে লাগবে। নিচে 100+ History GK Questions এর PDF টি দেওয়া রইলো অবশ্যই পিডিএফ টি Download করে নিন।

File Details:
File Name: ১০০+ History GK.pdf
File Formet: PDF
Number Of Pages: 12

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন