Breaking




রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

সংবিধানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Constitution Question Answer in Bengali PDF

 ভারতীয় সংবিধানের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব ১ | Indian Constitution Question Answer in Bengali PDF

সংবিধানের গুরুত্বপূর্ন প্রশ্ন


নমস্কার বন্ধুগন, এই পোস্টটে সংবিধানের 50 টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল। সংবিধান বিষয়টি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি খুবই জটিল বিষয় তাই আজকের এই ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর সেটটি পরীক্ষার জন্য খুবই করবে। ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, নিচে দেওয়া লিংক থেকে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর পর্ব ১


১. গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা কি ?

উঃ রাজনৈতিক ব্যাবস্থা।

২. UNO ( ইউনাইটেড নেশন অরগানাইজেশন) এর সদর উত্তর কোথায় অবস্থিত ?

উঃ নিউইয়র্ক

৩. ভারতীয় সংবিধানে বাণিজ্যের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?

উঃ অস্ট্রেলিয়া

৪. ভারতীয় সংবিধানে 35 A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

উঃ জম্মু ও কাশ্মীর

৫. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কয়টি স্থায়ী সদস্য দেশ রয়েছে ?

উঃ ৫ টি (ফ্রান্স, রাশিয়া, চীন, ইংল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র)

৬. ভারতের সর্বপ্রাচীন রাজনৈতিক দলের নাম কি ?

উঃ ভারতীয় জাতীয় কংগ্রেস (Indian National Congress - INC)

৭. ভারতের সংবিধান গৃহীত হওয়ার সময় কয়টি তপশীল (Shedule) ছিল?

উঃ ৮ টি

৮. ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশীল (Shedule) রয়েছে ?

উঃ ১২ টি

৯. ভারতীয় সংবিধানের কত নং সংশোধনের মাধ্যমে মৈথিলি, সাঁওতালি, ডোগরি  ইত্যাদি ভাষাগুলো সংবিধানে স্বীকৃতি দেওয়া হয় ?

উঃ ৯২ তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি ২০০৩ সালে হয়

১০. “গণতন্ত্র হল এমন এক শাসনব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিকেরই অংশ রয়েছে” – মতবাদটি কার ?

উঃ সিলি

১১. কোন দেশ প্রথম মহিলাদের ভোট দেওয়ার অধিকার প্রদান করে ?

উঃ নিউজিল্যান্ড।

১২. ‘ভারত একটি সার্বভৌম রাষ্ট্র’ বলতে কি বোঝায় ?

উঃ ভারত কোন বিদেশি রাষ্ট্রের অধীনে নয়।

১৩. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় ও কবে অনুষ্ঠিত হয় ?

উঃ দিল্লির কনস্টিউশন হলে, ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর।

১৪. কত সালে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন ?

উঃ ১৯৫০ সালের ১৪ জানুয়ারি।

১৫. সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে ?

উঃ ৩৬৮ নং ধারায়।

১৬. নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?

উঃ রাষ্ট্রপতি।

১৭. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে ?

উঃ ১৯৭৮ সালের ৪৪ তম সংশোধনীর মাধ্যমে।

১৮. ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি ?

উঃ লোকসভা।

১৯. সংবিধানের কত নং ধারায় তপসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে?

উঃ ১৫ ও ৪৬ নং ধারায়।

২০. ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিমকোর্টে কে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়েছে ? 

উঃ ১৩(১) ধরা।


সংবিধানের পরবর্তী Question Set গুলির update এর জন্য আমাদের Telegram Channel এ যুক্ত হয়ে যান



File Details:
File Name: বিভিন্ন দেশের তৃণভূমি.pdf
File Formet: PDF
Number Of Pages: 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন