Breaking




মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত/ জনিত রোগ তালিকা PDF

 ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত/ জনিত রোগ তালিকা PDF

ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া জনিত রোগ


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত রোগের তালিকা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তথ্য গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারী। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত রোগের নাম থেকে বিভিন্ন Competitive Exam এ প্রশ্ন এসে থাকে। যেমন - পোলিও রোগটি কিসের কারণে হয় ? ম্যালেরিয়া ____ ঘঠিত/জনিত রোগ।

যেকোনো সময় অফলাইন এই টপিকটি পড়ার জন্য পিডিএফ টি ডাউনলোড করে নিন।


ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া ঘটিত কয়েকটি রোগের তালিকা 


ভাইরাস ঘটিত রোগ
পোলিও, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, রেবিস, হেপাটইটিস, এইডস (AIDS), হারপেস, ট্রেকোমা 


ব্যাকটেরিয়া ঘটিত রোগ
কলেরা, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, কুষ্ঠ,টাইফয়েড, হুপিং কাশি, গনোরিয়া, সিফিলিস


প্রোটোজোয়া ঘটিত রোগ
ম্যালেরিয়া, কালাজ্বর, আমাশয়, ডায়ারিয়া


File Details:
File Name: ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া জনিত রোগ.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন