ভারতের বিভিন্ন নদী প্রকল্প || Various river projects in India
নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে ভারতের বিভিন্ন নদী প্রকল্প কোন নদী ও কোন রাজ্যে অবস্থিত তার সম্পূর্ন তালিকাটি নিচে দেওয়া রইলো।
| প্রকল্পের নাম | নদী | রাজ্য |
|---|---|---|
| ভাকরা নাঙ্গাল প্রকল্প | শতদ্রু | পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান |
| হীরাকুঁদ বহুমুখী প্রকল্প | মহানদী | ওড়িশা |
| কাকড়াপাড়া প্রকল্প | তাপি | গুজরাট |
| সর্দার সরোবর প্রকল্প | নর্মদা | গুজরাট |
| শিবসমুদ্রম প্রকল্প | কাবেরী | কর্ণাটক |
| কৃষ্ণা প্রকল্প | কৃষ্ণা | কর্ণাটক |
| নগার্জুনসাগর বহুমুখী প্রকল্প | কৃষ্ণা | অন্ধ্রপ্রদেশ |
| ফারাক্কা প্রকল্প | গঙ্গা | পশ্চিমবঙ্গ |
| মেতটুর প্রকল্প | কাবেরী | তামিলনাড়ু |
| বানসাগর প্রকল্প | শোন | উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার |
| থিন প্রকল্প | ইরাবতী | পাঞ্জাব |
| সরস্বতী প্রকল্প | সরস্বতী | কর্ণাটক |
| রিহন্দ প্রকল্প | রিহন্দ | উত্তরপ্রদেশ |
| রামগঙ্গা প্রকল্প | রামগঙ্গা | উত্তরপ্রদেশ |
| কোশী পরিকল্পনা | কোশী নদী | বিহার |
| বিপাশা পরিকল্পনা | বিপাশা | হরিয়ানা, পাঞ্জাব |
| ইন্দিরা গান্ধী খাল প্রকল্প | বিপাশা, ইরাবতী, শতদ্রু | পাঞ্জাব, রাজস্থান,হরিয়ানা |
| চম্বল নদী পরিকল্পনা | চম্বল | মধ্যপ্রদেশ, রাজস্থান |
| ঘাটপ্রভা প্রকল্প | ঘাটপ্রভা | কর্ণাটক |
| ভীম প্রকল্প | পাওয়ান | মহারাষ্ট্র |
| কাঁকড়াপাড়া প্রকল্প | তাপ্তি | গুজরাট |
| উরী বিদ্যুৎ প্রকল্প | ঝিলম | জম্মু ও কাশ্মীর |
File Details:
File Name: ভারতের বিভিন্ন নদী প্রকল্প.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভারতের বিভিন্ন নদী প্রকল্প.pdf
File Formet: PDF
Number Of Pages: 1


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন