Breaking




শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

ভারতের বিভিন্ন নদী প্রকল্প || Various river projects in India

 ভারতের বিভিন্ন নদী প্রকল্প || Various river projects in India

Various river projects in India in bengali

নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে ভারতের বিভিন্ন নদী প্রকল্প কোন নদী ও কোন রাজ্যে অবস্থিত তার সম্পূর্ন তালিকাটি নিচে দেওয়া রইলো।


প্রকল্পের নাম নদী রাজ্য
ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান 
হীরাকুঁদ বহুমুখী প্রকল্প মহানদী ওড়িশা
কাকড়াপাড়া প্রকল্প তাপি গুজরাট
সর্দার সরোবর প্রকল্প নর্মদা গুজরাট
শিবসমুদ্রম প্রকল্প কাবেরী কর্ণাটক
কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা কর্ণাটক
নগার্জুনসাগর বহুমুখী প্রকল্প কৃষ্ণা অন্ধ্রপ্রদেশ
ফারাক্কা প্রকল্প গঙ্গা পশ্চিমবঙ্গ
মেতটুর প্রকল্প   কাবেরী  তামিলনাড়ু
বানসাগর প্রকল্প  শোন  উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার 
থিন প্রকল্প  ইরাবতী  পাঞ্জাব
সরস্বতী প্রকল্প সরস্বতী কর্ণাটক
রিহন্দ প্রকল্প রিহন্দ উত্তরপ্রদেশ
রামগঙ্গা প্রকল্প রামগঙ্গা উত্তরপ্রদেশ
কোশী পরিকল্পনা  কোশী নদী  বিহার
বিপাশা পরিকল্পনা বিপাশা হরিয়ানা, পাঞ্জাব
ইন্দিরা গান্ধী খাল প্রকল্প  বিপাশা, ইরাবতী, শতদ্রু  পাঞ্জাব, রাজস্থান,হরিয়ানা
চম্বল নদী পরিকল্পনা  চম্বল মধ্যপ্রদেশ, রাজস্থান
ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা কর্ণাটক
ভীম প্রকল্প পাওয়ান  মহারাষ্ট্র
কাঁকড়াপাড়া প্রকল্প তাপ্তি  গুজরাট
উরী বিদ্যুৎ প্রকল্প  ঝিলম জম্মু ও কাশ্মীর

File Details:
File Name: ভারতের বিভিন্ন নদী প্রকল্প.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন