Breaking




বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা (1947 থেকে 2023) | List of Chief Ministers of West Bengal

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা (1947 থেকে 2023) | List of Chief Ministers of West Bengal


নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা ও সময়কাল দেওয়া রইলো। 

মুখ্যমন্ত্রী :  মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের প্রকৃত শাসক, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ঐ রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স লাগে 25 বছর। বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। 

1947 থেকে 2023 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা

মুখ্যমন্ত্রীদের নাম সময়কাল
1 বিধান চন্দ্র রায় 26 জানুয়ারি 1950 - 1 জুলাই 1962
2 প্রফুল্ল চন্দ্র সেন 9 জুলাই 1962 - 28 ফেব্রুয়ারি 1967
3 অজয় কুমার মুখোপাধ্যায় 1 মার্চ 1967 - 21 নভেম্বর 1967
4 প্রফুল্ল চন্দ্র ঘোষ 21 নভেম্বর 1967 - 19 ফেব্রুয়ারি 1969
5 অজয় কুমার মুখোপাধ্যায় 25 ফেব্রুয়ারি - 1969 - 16 মার্চ 1970
6 অজয় কুমার মুখোপাধ্যায় 2 এপ্রিল 1971 - 28 জুন 1971
7 সিদ্ধার্থ শঙ্কর রায় 20 মার্চ 1972 - 30 এপ্রিল 1977
8 জ্যোতি বসু 21 জুন 1977 - 5 নভেম্বর 2000
9 বুদ্ধদেব ভট্টাচার্য 6 নভেম্বর 2000 - 13 মে 2011
10 মমতা বন্দ্যোপাধ্যায় 20 মে 2011 - বর্তমান


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ বিধান চন্দ্র রায়।
➤ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন
উঃ মমতা বন্দ্যোপাধ্যায়।
➤ পশ্চিমবঙ্গের দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী?
উঃ জ্যোতি বসু।
➤ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ মমতা বন্দ্যোপাধ্যায়।

File Details:
File Name: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন