ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও প্রাচীন নাম || পূর্বনামের তালিকা PDF
নমস্কার বন্ধুগন,আজকের পোস্টটির বিষয়বস্তু হল ভারতের বিভিন্ন স্থানের প্রাচীন নাম কি ছিল যেমন - ইন্দ্রপ্রস্থ এর বর্তমান নাম কি? রাজগীর এর পূর্ব নাম কি ছিল? ইত্যাদি। বিভিন্ন স্থানের প্রাচীন নাম ও বর্তমান নামের তালিকাটি নিচে সুন্দর ভাবে দেওয়া রইলো আপনার অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নিন।
সকল ধরণের রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই টপিকটি। প্রয়োজনে পিডিএফ টি সংগ্রহ করে নিন।
ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম ও প্রাচীন নাম
বর্তমান নাম | পূর্বনাম |
---|---|
পাটনা | পাটলিপুত্র |
রাজস্থান | রাজপুতানা |
দিল্লি | ইন্দ্রপ্রস্থ |
কাশ্মীর | তক্ষশীলা |
চেন্নাই | মাদ্রাজ |
বাংলা | গৌড়বঙ্গ |
জয়পুর | মৎস্য |
পাঞ্জাব | পৌরব |
কলকাতা | আলীনগর |
কর্ণাটক | মহীশূর |
মুম্বাই | বোম্বে |
বেঙ্গালুরু | ব্যাঙ্গালোর |
রাজগির | রাজগৃহ |
আমেদাবাদ | কর্ণাবতী |
ওড়িশা | উৎকল / কলিঙ্গ |
গুজরাট | সৌরস্ট্রা |
জলন্ধর | কতৃপুর |
অযোধ্যা | কোশল |
মহারাষ্ট্র | বিদর্ভ |
তিরুবনন্তপুরম | ত্রিবান্দম |
মুর্শিদাবাদ | মুকসুদাবাদ |
কোচবিহার | কামতাপুর |
মুঙ্গের | মন্দাগীরি |
দৌলতাবাদ | দেবগীরি |
বহরমপুর | ব্রহ্মপুর |
উত্তর বিহার | ভাজ্জি |
দক্ষিণ বিহার | মগধ |
কজিকোড | কলিকট |
মিজোরাম | লুসাই হিলস |
অরুণাচল প্রদেশ | নর্থ ইস্ট ফ্রান্টিয়ার এজেন্সি |
আসাম | কামরূপ |
বাঁকুড়া | মল্লভূমি |
বঙ্গোপসাগর | পূর্ব সাগর |
ভারত মহাসাগর | হিন্দু সাগর |
File Details:
File Name: ভারতের বিভিন্ন স্থানের পূর্বনাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
File Name: ভারতের বিভিন্ন স্থানের পূর্বনাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন