Breaking




রবিবার, ৪ জুন, ২০২৩

Kolkata Police Question Paper 2023 | কলকাতা পুলিশ প্রশ্ন পত্র উত্তর সহ PDF

 Kolkata Police Question Paper 2023 | কলকাতা পুলিশ প্রশ্ন পত্র উত্তর সহ

Kolkata Police Question Paper 2023

নমস্কার বন্ধুগন, 04 জুন 2023 এ কলকাতা পুলিশ এর পরীক্ষার প্রশ্ন পত্রটি দেওয়া হলো এবং সাথে উত্তর গুলিও দেওয়া হলো।

নিচে দেওয়া লিংক থেকে আপনার Kolkata Police 2023 এর পরীক্ষার প্রশ্ন পত্রটি সংগ্রহ করে নিতে পারেন

Kolkata Police Question Paper 2023 with Answer Key


4. কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন?

উঃ হুসেন শাহ

6. নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়?

a) GST  b) আয়কর c) সম্পত্তি কর  d) কর্পোরেশন কর

উঃ GST

8. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী?

উঃ কেলভিন

14. ন্যাশনাল চেঞ্জ কোথায় অবস্থিত?

উঃ মুম্বাই

19. মানব শরীরে মোট কত জোড়া লালার গ্রন্থি থেকে?

উঃ তিনজোড়া

20. কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়?

 উঃ উর্ধ্বপাতন

21. নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ?

উঃ পারদ

22. নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়?

উঃ ফিতা কৃমি

24. ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি?

উঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

25. সংহিতা আরণ্যক মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়?

উঃ মহাভারত

34. বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে?

উঃ সমরেশ মজুমদার

36. 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

উঃ বোম্বাই

51. সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার?

উঃ প্রথম

53. পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি?

উঃ K

54. ছত্রিশগড় রাজ্যের রাজধানীর নাম কি?

উঃ রায়পুর

56. কোন বড়লাট কে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়?

উঃ লর্ড ডালহৌসি

62. নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি?

উঃ দোদাবেতা

67. ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি ভূমিরূপের উদাহরণ?

উঃ হিমবাহ

72. কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়?

উঃ আর্জেন্টিনা

74. স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়?

উঃ ভার

75. যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ঐ বস্তুর কি বলা হয়?

উঃ অভিকর্ষজ ত্বরণ

78. গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ?

উঃ আগ্নেয় শিলা

81. মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন?

উঃ দেবগিরি

83. কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেন ?

উঃ 1930 সালে

87. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

উঃ নরসিংহ বর্মন


সম্পূর্ন উত্তরপত্রটি খুবই শীঘ্র দেওয়া হবে


File Details:
File Name: Kolkata Police Question Paper 2023.pdf
File Formet: PDF
Number Of Pages: 25

আরও পড়ুন...
 
🎯  WBP Lady Constable 2023 প্রশ্নপত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন