বিজ্ঞানের বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা PDF তালিকা || List of Different Branches of Science
নমস্কার বন্ধুগন, আজকের পোস্টটিতে GK এর একটি খুবই টপিক ‘বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়’ তার সম্পূর্ণ তালিকা দেওয়া রইলো। WBCS, SSC, WBP ও অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ‘কোন বিষয়ের বিদ্যাকে কি বলা হয়’ তা জেনে রাখা অত্যন্ত জরুরি।
কয়েকটি নমুনা প্রশ্ন: যে ধরনের প্রশ্ন সাধারণত বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এই টপিকটি থেকে আসে থাকে - সেরিকালচার কিসের সাথে সম্পর্কিত? মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
সময় অপচয় না করে সম্পূর্ণ তালিকা পড়ে নিন এবং পরবর্তী কালে পড়ার জন্য এই টপিকটি PDF টি অবশ্যই সংগ্রহ করে নিন।
বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা PDF তালিকা
| শাখা | বিদ্যা |
|---|---|
| এপিকালচার | মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যা |
| পিসিকালচার | মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা |
| এভিকালচার | পাখি পালন সংক্রান্ত বিদ্যা |
| সেরিকালচার | রেশম চাষ সংক্রান্ত বিদ্যা |
| ইকথায়োলজি | মৎস্য সংক্রান্ত বিদ্যা |
| এনটোমলজি | পতঙ্গ সংক্রান্ত বিদ্যা |
| ডার্মাটোলজি | চর্ম ও চর্ম রোগ সংক্রান্ত বিদ্যা |
| পেডোলজি | মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়ন |
| অরিনথোলজি | পক্ষী সংক্রান্ত বিদ্যা |
| অস্টিওলজি | হাড় সংক্রান্ত বিদ্যা |
| ইসটোলজি | কলা সংক্রান্ত বিদ্যা |
| হেমাটোলজি | রক্ত সংক্রান্ত বিদ্যা |
| লিথোলজি | শিলা সংক্রান্ত বিদ্যা |
| মাইকোলজি | ছত্রাক সংক্রাত বিদ্যা |
| ব্যাকটেরিওলজি | ব্যাকটেরিয়া সংক্রান্ত বিদ্যা |
| নিউরোপ্যাথলজি | স্নায়ুতন্ত্রের রোগ সংক্রান্ত বিদ্যা |
| পোমোলজি | ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা |
| পার্লকালচার | মুক্তা চাষ সংক্রান্ত বিদ্যা |
| আর্কিওলজি | পত্নতত্ব বিদ্যা |
| ফাইকোলজি | শৈবাল সংক্রান্ত বিদ্যা |
| ওডোনটওলজি | দন্ত সংক্রান্ত বিদ্যা |
| গাইনেকোলজি | মহিলা যৌনঅঙ্গের রোগ সংক্রান্ত বিদ্যা |
| জেনেটিক্স | প্রাণীর জন্য ও বংশ সম্পর্ক বিদ্যা |
| জেনেসিওলজি | বংশগতির বিজ্ঞান |
| এমব্রাওলজি | ভ্রূণ সংক্রান্ত বিদ্যা |
| হেলমিনথোলজি | কৃমি সংক্রান্ত বিদ্যা |
| মিনারলজি | খনিজ বিদ্যা |
| ভাইরোলজি | ভাইরাস সংক্রান্ত বিদ্যা |
| বোটানি | উদ্ভিদ বিদ্যা |
| জিওবোটানি | পৃথিবী ও উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা |
| ইকোলজি | উদ্ভিদ ও প্রাণী সংক্রান্ত বিদ্যা |
| অ্যাগ্রোস্টোলজি | ঘাস সংক্রান্ত বিদ্যা |
| প্ল্যানেটোলজি | সৌর জগতের বিভিন্ন গ্রহ সংক্রান্ত বিদ্যা |
| প্যালিওবোটানি | জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা |
| অ্যাস্ট্রনমি | জ্যোতিষশাস্ত্র বিদ্যা |
| অনকোলজি | ক্যান্সার সংক্রান্ত বিদ্যা |
File Name: বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা.pdf
File Formet: PDF
Number Of Pages: 3


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন