Breaking




শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

বিভিন্ন বিষয়ের জনক | WBP GK 2021 Others Competitive Exam

বিভিন্ন বিষয়ের জনক |কাকে কোন বিষয়ের জনক বলা হয় | WBP SI GK 2021 Others ALL Defence Competitive Exam

 BongTeach Website-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ওয়েবসাইটটিতে subjectwise প্রশ্ন-উত্তর পোস্ট করে থাকি যেমন- Bangla GK Questions, History, Geography, General Science
তাই সময় নষ্ট না করে নিচে দেওয়া বিভিন্ন বিষয়ের জনক -এর তালিকাটি ভালো করে দেখে নাও।


-: বিভিন্ন বিষয়ের জনক -এর তালিকা :-

বিষয়

জনক   

রাষ্ট্রবিজ্ঞানের জনক

অ্যারিস্টোটল

অর্থনীতির জনক

অ্যাডাম স্মিথ

ইতিহাসের জনক

হেরোডোটাস

ভূগোলের জনক

এরাটোস্থেনিস

সমাজবিজ্ঞানের জনক

অগাস্ট কোঁৎ

হিসাব বিজ্ঞানের জনক

লুকা প্যাসিওলি

বাংলা কবিতার জনক

মাইকেল মধুসূদন দত্ত

বাংলা উপন্যাসের জনক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

অংকের জনক

আর্কিমিডিস

বিজ্ঞানের জনক

থ্যালিস

জীব বিজ্ঞানের জনক

অ্যারিস্টোটল

প্রাণিবিজ্ঞানের জনক

অ্যারিস্টোটল

বীজগণিতের জনক

আল খোয়ারিজমি

জীবাণু বিদ্যার জনক

লুই পাস্তুর

সামাজিক বিবর্তনের জনক

হার্বাট স্পেন্সার

বংশগতিবিদ্যার জনক

গ্রেডার জোহান মেন্ডেল

ক্যালকুলেটরের জনক

স্যার আইজ্যাক নিউটন

বাংলা গদ্যের জনক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

চিকিৎসা বিজ্ঞানের জনক

ইবনেসিনা

দর্শন শাস্ত্রের জনক

সক্রেটিস

শ্রেণিকরণ বিদ্যার জনক

ক্যারোলাস লিনিয়াস

শরীর বিদ্যার জনক

উইলিয়াম হার্ভে

মেডিসিনের জনক

হিপোক্রেটিস

জ্যামিতির জনক

ইউক্লিড

বিবর্তন তত্ত্বের জনক

চার্লস ডারউইন

সনেটের জনক

পেত্রাক

রসায়ন বিজ্ঞানের জনক

জাবির ইবনে হাইয়ান

পদার্থ বিজ্ঞানের জনক

স্যার আইজ্যাক নিউটন

Computer

চার্লস ব্যাবেজ

জিনতত্ত্বের জনক

জোহান মেন্ডেল


বিভিন্ন বিষয়ের জনক এর কয়েকটি প্রশ্ন নিচে দেওয়া রইল।

প্র:- রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় ?

উঃ- অ্যারিস্টোটল।

প্র:- কম্পিউটারের জনক কাকে বলা হয় ?

উঃ- চার্লস ব্যাবেজ।

প্র:- বাংলা গদ্যের জনক হলেন —

উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্র:- অংকের জনক কাকে বলা হয় ?

উঃ- আর্কিমিডিস।

প্র:- বাংলা উপন্যাসের জনক বলা হয় —

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

প্র:- ভারতীয় শিল্পের জনক —

উঃ- জামসেদজী টাটা।


নীচে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রইল

প্র:- পশ্চিমবঙ্গের প্রথম উপন্যাস—

উঃ- আলালের ঘরের দুলাল।

প্র:- পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ—

উঃ- সুপিরিয়র হ্রদ।

প্র:- ILO এর সম্পূর্ণ অর্থ—

উঃ- International Labour Organization।

প্র:- SAARC কবে প্রতিষ্ঠালাভ করে?

উঃ- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।

প্র:- "খালি পেটে ধর্ম হয় না" — উক্তিটি কার?

উঃ- স্বামী বিবেকানন্দ।

প্র:- থর (THE AVENGERS এর Thor) - এর সৃষ্টিকর্তা কে?

উঃ- স্ট্যান লি, জ্যাক করবি।


পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসা করছি বিভিন্ন বিষয়ের জনক -এর পোস্টটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা যদি WBP Constable, EXCISE, SI, RAILWAY GROUP D, WBCS, PSC, KOLKATA POLICE অথবা অন্যান্য যেকোনো Competitive পরীক্ষার প্রস্তুতি করছেন তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর জেনে রাখা আবশ্যিক।

আমাদের Telegram Channel টিতে Join হন। Channel টিতে Mock Test, PDF Book দিয়ে থাকি।

এই Post টি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন