Breaking




সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতের অর্থ কমিশন এর স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা PDF | Finance Commission List in Bengali

 ভারতের অর্থ কমিশন এর স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা PDF | Finance Commission List in Bengali

ভারতের অর্থ কমিশনের তালিকা সমূহ


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে ১৯৫১ থেকে বর্তমান কাল পর্যন্ত যতগুলো অর্থ কমিশন স্থাপিত হয় তার চেয়ারম্যানের তালিকা এই পোস্টটির মাধ্যমে তুলে ধরা হলো। WBCS, WBP SI, SSC ইত্যাদি পরীক্ষার জন্য অর্থ কমিশনের স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা, অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? ইত্যাদি বিষয়গুলো জেনে রাখা খুবই প্রয়োজনীয়। তাই প্রয়োজনে PDF টি ডাউনলোড করে নিন।


ভারতের অর্থ কমিশন এর স্থাপিত সাল ও চেয়ারম্যানের তালিকা


কমিশন চেয়ারম্যান স্থাপিত স্থায়িত্বকাল
প্রথম কে.সি. নিয়োগী 1951 1952-1957
দ্বিতীয় কে. সোনথানম 1956 1957-1962
তৃতীয় এ. কে. চন্দ 1960 1962-1966
চতুর্থ পি. ভি রাজামান্নর 1964 1966-1969
পঞ্চম মহাবীর ত্যাগী 1968 1969-1974
ষষ্ঠ ব্রাহ্মণন্দ রেড্ডি 1972 1974-1979
সপ্তম জে. এম. সিলেট 1977 1979-1984
অষ্টম ওয়াই. বি. চৌহান 1983 1984-1989
নবম এম কে পি সালভে 1987 1989-1995
দশম কে সি পন্থ 1992 1995-2000
11 এ. এম. খুশরো 1998 2000-2005
12 সি. রঙ্গরাজন 2003 2005-2010
13 বিজয় এল কেলকার 2007 2010-2015
14 ডঃ ওয়াই. ভি. রেড্ডি 2012 2015-2020
15 এন. কে. সিং 2017 2020-2025



কয়েকটি প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো 🔻

১। ভারতীয় অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?

উঃ কে. সি. নিয়োগী

2। প্রথম ভারতীয় অর্থ কমিশন কবে গঠিত হয় ?

উঃ 1951 সালে

3। ভারতের অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন?

উঃ এন. কে. সিং


File Details:
File Name: ভারতের অর্থ কমিশনের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন