Breaking




শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিভিন্ন ভৌগলিক স্থানের ভিন্ন নাম / উপনাম তালিকা PDF

 বিভিন্ন ভৌগলিক স্থানের ভিন্ন নাম / উপনাম তালিকা PDF

বিশ্বের বিভিন্ন স্থানের উপনাম


নমস্কার বন্ধুগন, আপনারা অনেক পরীক্ষাতে বিভিন্ন ভৌগলিক স্থানের উপনাম এর প্রশ্ন দেখেছেন তাই আজ বিভিন্ন “ভৌগলিক স্থানের ভিন্ন নাম / উপনাম” এর তালিকার PDF টি শেয়ার করলাম। ভৌগলিক স্থানের উপনামের চ্যাপ্টারটি থেকে যে ধরনের প্রশ্ন সাধারণত আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখি - দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? মন্দিরের শহর কাকে বলা হয়? শ্বেত হস্তির দেশ কাকে বলে? কোন স্থান অন্ধকার মহাদেশ নামে পরিচিত?


বিভিন্ন ভৌগলিক স্থানের ভিন্ন নাম / উপনাম তালিকা


স্থান উপনাম
তিব্বতের লাসা নিষিদ্ধ শহর 
ভুটান বজ্রপাতের দেশ
প্যালেস্টাইন পবিত্র দেশ
জাপানের ওসাকা প্রাচ্চের ম্যানচেস্টার
আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার
অস্ট্রেলিয়া দ্বীপ মহাদেশ
নিউ ইয়র্ক গগনচুম্বি অট্টালিকার শহর, সাম্রাজ্য নগরী
কুইডো (উত্তর আমেরিকা) চিরবসন্তের নগরী
কলকাতা আনন্দ নগরী (City of Joy)
বেলজিয়াম ইউরোপের ককপিট
কোরিয়া সকালের শান্তির দেশ
আফ্রিকা অন্ধকার মহাদেশ
কানাডা ম্যাপেল পাতার দেশ
লাওস হাজার হাতির দেশ
থাইল্যান্ড শ্বেত হস্তির দেশ
পাঞ্জাব পঞ্চ নদের দেশ
ভারতের জয়পুর গোলাপী শহর
চিকাগো বাতাসের শহর
জেরুজালেম পবিত্র ভূমি
জাপান উদীয়মান সূর্যের দেশ
সুইজারল্যান্ড ইউরোপের খেলার মাঠ
জাঞ্জিবার লবঙ্গ দ্বীপ
সিডনি দক্ষিণের রনি
বর্মা/ মায়ানমার সোনার প্যাগোডার দেশ
রোম সাত পর্বতের দেশ
কিউবা চিনির পাত্র
জিব্রালটার ভূমধ্যসাগরের চাবি
ফিনল্যান্ড সহস্র হ্রদের দেশ
অ্যাবারডিন গ্রানাইট পাথরের শহর
স্কটল্যান্ড পিষ্টকের দেশ
অস্ট্রেলিয়া সোনালী পসমের দেশ
ওয়াশিংটন আড়ম্বর পূর্ন প্রাসাদময়ী নগর
মুম্বাই ভারতের সিংহ দ্বার
রোম চিরন্তর নগরী
কায়রো বাজারের দেশ
সান ফ্রান্সিসকো সোনালী দরজার শহর (City of Golden Gate)
নিউ ইয়র্ক Big Apple

File Details:
File Name: বিভিন্ন ভৌগলিক স্থানের ভিন্ন নাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন