বিশ্বের বিভিন্ন দেশের তৃণভূমি সমূহ PDF তালিকা
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান তৃণভূমির নাম কি আছে তা তালিকার মাধ্যমে দেওয়া রয়েছে। এটি একটি ছোট্ট পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটি থেকে আপনারা পরীক্ষায় প্রশ্ন দেখে থাকবেন যেমন - সভানা তৃণভূমি কোথায় অবস্থিত? তৈগা তৃণভূমি কোথায় আছে ?
বিশ্বের বিভিন্ন দেশের তৃণভূমির নাম
তৃণভূমি | অবস্থান |
---|---|
সাভানা | অস্ট্রেলিয়া ও আফ্রিকা |
সেলভা | দক্ষিণ আমেরিকা |
তৈগা | এশিয়া ও ইউরোপ |
স্তেপ | উত্তর এশিয়া ও ইউরোপ |
প্রেইরি | উত্তর আমেরিকা |
পম্পাস | আর্জেন্টিনা ও উরুগুয়ে |
ক্যান্টারবেরি | নিউজিল্যান্ড |
ল্যানোস | ভ্যানজুয়েলা |
ডাউনস | অস্ট্রেলিয়া |
পুস্ট্রাজ | হাঙ্গেরি |
File Details:
File Name: বিভিন্ন দেশের তৃণভূমি.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: বিভিন্ন দেশের তৃণভূমি.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন