Breaking




সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও পাখি কি রয়েছে তালিকা PDF || State animals and birds

 ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও পাখি কি রয়েছে তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও রাজ্যপাখি

নমস্কার বন্ধুগন, এই পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের পশু ও পাখি কি ? -তা তালিকার মাধ্যমে দেওয়া রয়েছে। আপনারা নিচে দেওয়া তালিকাটি পড়ে জেনে নিন কোন রাজ্যের রাজ্য পশু কি এবং কোন রাজ্যের রাজ্য পাখি কি ? যেমন : গুজরাটের রাজ্যপশু কি ? পশ্চিমবঙ্গের রাজ্যপাখি কি ?

জিকে এর এই টপিকটি বিভিন্ন Competitive Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।


বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও রাজ্য পাখি


রাজ্যের নাম রাজ্য পশু রাজ্য পাখি
পশ্চিমবঙ্গ মেছো বেড়াল ধলাগলা মাছরাঙা
গুজরাট এশিয়ার সিংহ গ্রেটের ফ্ল্যামিঙ্গো
ওড়িশা সম্বর হরিণ ইন্ডিয়ান রোলার
বিহার গৌর চড়ুই 
ঝাড়খণ্ড ভারতীয় হাতি কোকিল
উত্তরাখণ্ড কস্তুরী হরিণ হিমালয় মোনাল
উত্তরপ্রদেশ হরিণ সারস
অরুণাচলপ্রদেশ মিঠুন গ্রেট হর্নবিল
ত্রিপুরা ফায়ার্স লাঙ্গুর সবুজ পায়রা
মহারাষ্ট্র কাঠবিড়ালি সবুজ পায়রা
আসাম এক শৃঙ্গ গন্ডার বাদি হাঁস
সিকিম লাল পান্ডা তিতির
অন্ধ্রপ্রদেশ কৃষ্ণসার হরিণ ভারতীয় রোলার
মিজোরাম হিমালয়ের সেরো তিতির
মেঘালয় মেঘলা চিতা পাহাড়ি ময়না


File Details:
File Name: রাজ্যপশু ও রাজ্যপাখি.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন