ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও পাখি কি রয়েছে তালিকা PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের পশু ও পাখি কি ? -তা তালিকার মাধ্যমে দেওয়া রয়েছে। আপনারা নিচে দেওয়া তালিকাটি পড়ে জেনে নিন কোন রাজ্যের রাজ্য পশু কি এবং কোন রাজ্যের রাজ্য পাখি কি ? যেমন : গুজরাটের রাজ্যপশু কি ? পশ্চিমবঙ্গের রাজ্যপাখি কি ?
জিকে এর এই টপিকটি বিভিন্ন Competitive Exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও রাজ্য পাখি
| রাজ্যের নাম | রাজ্য পশু | রাজ্য পাখি |
|---|---|---|
| পশ্চিমবঙ্গ | মেছো বেড়াল | ধলাগলা মাছরাঙা |
| গুজরাট | এশিয়ার সিংহ | গ্রেটের ফ্ল্যামিঙ্গো |
| ওড়িশা | সম্বর হরিণ | ইন্ডিয়ান রোলার |
| বিহার | গৌর | চড়ুই |
| ঝাড়খণ্ড | ভারতীয় হাতি | কোকিল |
| উত্তরাখণ্ড | কস্তুরী হরিণ | হিমালয় মোনাল |
| উত্তরপ্রদেশ | হরিণ | সারস |
| অরুণাচলপ্রদেশ | মিঠুন | গ্রেট হর্নবিল |
| ত্রিপুরা | ফায়ার্স লাঙ্গুর | সবুজ পায়রা |
| মহারাষ্ট্র | কাঠবিড়ালি | সবুজ পায়রা |
| আসাম | এক শৃঙ্গ গন্ডার | বাদি হাঁস |
| সিকিম | লাল পান্ডা | তিতির |
| অন্ধ্রপ্রদেশ | কৃষ্ণসার হরিণ | ভারতীয় রোলার |
| মিজোরাম | হিমালয়ের সেরো | তিতির |
| মেঘালয় | মেঘলা চিতা | পাহাড়ি ময়না |
File Details:
File Name: রাজ্যপশু ও রাজ্যপাখি.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: রাজ্যপশু ও রাজ্যপাখি.pdf
File Formet: PDF
Number Of Pages: 1


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন