কয়েকটি ধাতুর আকরিকের নামের তালিকা PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে কয়েকটি ধাতুর আকরিকের নামের PDF টি দেওয়া হল। এই ধাতু ও আকরিকের নামের তালিকাটি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমি আশা করছি ধাতু ও ধাতুর আকরিকের তালিকাটি থেকে আপনারা উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কয়েকটি নমুনা প্রশ্ন নিচে দেওয়া রইলো -
১. অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি ?
উঃ বক্সাইট, ক্রায়োলাইট, ডায়াস্পোর।
২. চিলি সল্টপিটার কোন ধাতুর আকরিক ?
উঃ সোডিয়াম।
৩. ডলোমাইট কোন ধাতুর আকরিক ?
উঃ ম্যাগনেসিয়াম।
কয়েকটি ধাতুর আকরিকের নাম
ধাতু | আকরিক |
---|---|
অ্যালুমিনিয়াম | ক্রায়োলাইট বক্সাইট ডায়াস্পোর |
লোহা | লিমনাইট হেমাটাইট ম্যাগনেটাইট |
তামা | কপার পাইরাইটস কপার গ্ল্যান্স |
দস্তা | ক্যালামাইন জিঙ্ক ব্লেন্ড |
টিন | ক্যাসিটেরাইট |
সোনা | ক্যালভেরাইট সিন্ডেনাইট |
রুপো | আর্গেনটাইট বা সিলভার প্ল্যান্স |
পারদ | সিন্নাবার |
সোডিয়াম | বোরাক্স চিলি সল্টপিটার ট্রনা |
পটাশিয়াম | কার্নালাইট |
ম্যাগনেসিয়াম | ম্যাগনেসাইট ডলোমাইট |
ক্যালসিয়াম | ক্যালসাইট জিপসাম |
ক্যাডমিয়াম | গ্রিনোসাইট |
ম্যাঙ্গানিজ | পাইরোলুসাইট ম্যাঙ্গানাইট |
ইউরেনিয়াম | পিচ ব্লেন্ড |
ফসফরাস | ফ্লোরিওপেটাইট |
টাংস্টেন | ওলফ্রেমাইট |
নিকেল | মিলরাইট |
কোবাল্ট | কোবাল্টাইট |
সীসা | গ্যালেনা |
এন্টিমনি | স্টিবেনাইট |
বিসমাথ | বিসমাথাইট |
ধাতু ও তার আকরিকের নামের তালিকার PDF টি নিচে দেওয়া রইলো
File Details: File Name: কয়েকটি ধাতুর আকরিক.pdf File Formet: PDF Number Of Pages: 03 |
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন