Breaking




শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

কয়েকটি ধাতুর আকরিকের নামের তালিকা PDF

 কয়েকটি ধাতুর আকরিকের নামের তালিকা PDF

কয়েকটি ধাতুর আকরিকের নামের তালিকা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটিতে কয়েকটি ধাতুর আকরিকের নামের PDF টি দেওয়া হল। এই ধাতু ও আকরিকের নামের তালিকাটি আপনাদের বিভিন্ন ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমি আশা করছি ধাতু ও ধাতুর আকরিকের তালিকাটি থেকে আপনারা উপকৃত হবেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কয়েকটি নমুনা প্রশ্ন নিচে দেওয়া রইলো -

১. অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি ?

উঃ বক্সাইট, ক্রায়োলাইট, ডায়াস্পোর।

২. চিলি সল্টপিটার কোন ধাতুর আকরিক ?

উঃ সোডিয়াম।

৩. ডলোমাইট কোন ধাতুর আকরিক ?

উঃ ম্যাগনেসিয়াম।


কয়েকটি ধাতুর আকরিকের নাম


ধাতু আকরিক
অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট
বক্সাইট
ডায়াস্পোর
লোহা লিমনাইট
হেমাটাইট
ম্যাগনেটাইট
তামা কপার পাইরাইটস
কপার গ্ল্যান্স
দস্তা ক্যালামাইন
জিঙ্ক ব্লেন্ড
টিন ক্যাসিটেরাইট
সোনা ক্যালভেরাইট
সিন্ডেনাইট
রুপো আর্গেনটাইট বা সিলভার প্ল্যান্স
পারদ সিন্নাবার
সোডিয়াম বোরাক্স
চিলি সল্টপিটার
ট্রনা
পটাশিয়াম কার্নালাইট
ম্যাগনেসিয়াম ম্যাগনেসাইট
ডলোমাইট
ক্যালসিয়াম ক্যালসাইট
জিপসাম
ক্যাডমিয়াম গ্রিনোসাইট
ম্যাঙ্গানিজ পাইরোলুসাইট
ম্যাঙ্গানাইট
ইউরেনিয়াম পিচ ব্লেন্ড
ফসফরাস ফ্লোরিওপেটাইট
টাংস্টেন ওলফ্রেমাইট
নিকেল মিলরাইট
কোবাল্ট কোবাল্টাইট
সীসা গ্যালেনা
এন্টিমনি স্টিবেনাইট
বিসমাথ বিসমাথাইট

ধাতু ও তার আকরিকের নামের তালিকার PDF টি নিচে দেওয়া রইলো

File Details:
File Name: কয়েকটি ধাতুর আকরিক.pdf
File Formet: PDF
Number Of Pages: 03

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন