Breaking




সোমবার, ২৭ জুন, ২০২২

বিভিন্ন মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যা তালিকা PDF

বিভিন্ন মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যা তালিকা PDF || Elements, Symbols and their Atomic Number List in Bengali PDF

বিভিন্ন মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যা


নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যা (Atomic Number) - এর তালিকা আপনাদের সামনে শেয়ার করলাম। এই মৌলের নাম, প্রতীক ও পারমাণবিক সংখ্যার তালিকাটি আপনার বিভিন্ন ধরনের Competitive Exams এর পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে তো আপনারা অবশ্যই পোস্টটি পড়ুন ও অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যার পিডিএফ টি সংগ্রহ করে নিন। এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে :- সোনার প্রতীক কি ?, সোনার পারমাণবিক সংখ্যা কত ?, ফসফরাসের সংকেত কি ?, ইত্যাদি।


মৌলিক পদার্থের প্রতীক ও পারমাণবিক সংখ্যা

প্রতীক মৌলের নাম পারমাণবিক সংখ্যা
H হাইড্রোজেন 1
He হেলিয়াম 2
Li লিথিয়াম 3
Be বেরিলিয়াম 4
B বোরন 5
C কার্বন 6
N নাইট্রোজেন 7
O অক্সিজেন 8
F ফ্লোরিন 9
Ne নিয়ন 10
Na সোডিয়াম 11
Mg ম্যাগনেসিয়াম 12
Al অ্যালুমিনিয়াম 13
Si সিলিকন 14
P ফসফরাস 15
S সালফার 16
Cl ক্লোরিন 17
Ar আর্গন 18
K পটাশিয়াম 19
Ca ক্যালসিয়াম 20
Ti টাইটেনিয়াম 22
V ভ্যানাডিয়াম 23
Cr ক্রোমিয়াম 24
Mn ম্যাঙ্গানিজ 25
Fe লোহা 26
Co কোবাল্ট 27
Ni নিকেল 28
Cu তামা 29
Zn জিঙ্ক 30
Ge জার্মেনিয়াম 32
Br ব্রোমেন 35
Kr ক্রিপটন 36
Zr জার্কোনিয়াম 40
Ag রূপো 47
Sn টিন 50
Sb অ্যান্টিমনি 51
I আয়োডিন 53
Ba বেরিয়াম 56
Au সোনা 79
Hg পারদ 80
Pb লেড 82
Bi বিসমাথ 83
Ra রেডিয়াম 88
Th থেরিয়াম 90
U ইউরেনিয়াম 92
Ph প্লুটোনিয়াম 94
Cm কিউরিয়াম 96
Bk বার্কেলিয়াম 97

File Details:
File Name: Elements Name, Symbols and Atomic Number.pdf
File Formet: PDF
Number Of Pages: 3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন