Breaking




বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

চিত্র ও চিত্রশিল্পীর তালিকা PDF || List of Paintings and Painters in Bengali

বিখ্যাত চিত্র ও চিত্রশিল্পীর তালিকা PDF || List of Famous Paintings and Painters in Bengali

paintings and painters list in Bengali

নমস্কার বন্ধুগন,
আজকের এই চিত্র ও চিত্রশিল্পীদের তালিকা এর পোষ্টটিতে কয়েকজন বিশ্ব বিখ্যাত চিত্রশিল্পীদের সৃষ্টি চিত্রের তালিকা সুন্দর ভাবে দেওয়া হয়েছে। এই তথ্য গুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কাজে আপনাকে বিশেষ ভাবে সহায়তা করবে। Famous Paintings and Painters - এই Topic টি থেকে যে ধরনের প্রশ্ন আসে - দ্য লাস্ট জাজমেন্ট চিত্র কে এঁকেছেন ?, মোনালিসা চিত্রটি কে এঁকেছেন ?
বিখ্যাত চিত্র ও চিত্রশিল্পীর তালিকাটি অবশ্যই সম্পূর্ণ দেখুন।

বিখ্যাত চিত্র ও চিত্রশিল্পী তালিকা PDF

চিত্রশিল্পী চিত্র
যামিনী রায়
(ভারত)

সাঁওতালি মেয়ে, সাঁওতালি নাচ, রাধা ও কৃষ্ণা, মা ও শিশু, গণেশ জননী

অবনীন্দ্রনাথ ঠাকুর
(ভারত)
ভারতমাতা, শকুন্তলা, বুদ্ধ ও সুজাতা, গণেশ জননী, কৃষ্ণ লীলা, কচ ও দেবযানী, শিকারি কালকেতু, মন্দিরের নর্তকী,
রবীন্দ্রনাথ ঠাকুর
(ভারত)
বৌদ্ধ ভিক্ষুক, অহল্যা হলো পাষাণী, শেষ নিঃশ্বাস, আবু হোসেন
নন্দলাল বসু
(ভারত)
সমুদ্র, আশ্রম, শিবের বিষপান, ধরিত্রী, দীক্ষা, উমর তপস্যা, সহজপাটর সমস্ত ছবি, 
 অমৃতা সের গিল
(ভারত)
হাঙ্গেরিয়ান জিপসি গার্ল, Bride's Toilet, Village Scene, Group of Three Girls,
রবি ভার্মা
(ভারত)
যশোদা, রাধা মধবন, দময়ন্তি, The Victroy of Indrojit, Romenceing Couple, শকুন্তলা, অর্জুন ও সুভদ্রা, দূর্বসার অভিশাপ, Mohini Oneswing
গণেশ পাইনে
(ভারত)
পাখির বাসা, আম্বা, নাইট অফ দা রাইডার, ব্যালকনি, অন্ধ রাজা, কৃষ্ণার মৃত্যু,
এম. এফ. হুসেন
(ভারত - কাতার)
ভারতমাতা, নৃত্যরত গণেশ, স্বরস্বতী, অগ্নি, সোনার সংসার, জগৎ যামিনী, ছাতা,
লিওনাদ্রো দ্য ভিঞ্চি
(ইতালি)
মোনালিসা, হেড অফ এ ওম্যান, The Annuciation, Leady With an Ermine, The Vergin of the Rocks, 
পাবলো পিকাসো (স্পেন) Boy with the Pipe, Mother and Sick Child, Child with a Dove, Blue Pyramid, Rose Pyramid, Mother Holding her Child
মাইকেল এঞ্জেলো (ইতালি) ডেভিড, দ্য লাস্ট যাজমেন্ট, মার্বেল প্যালেস, দ্য ব্যাটেল ওফ ক্যাসেইনা, দ্য কনভারসেশন অফ সোল
হেনরি ম্যাটিস (ইতালি) দ্য বোট, দ্য ড্যান্স, ওম্যান উইথ এ হ্যাট, দ্য হেড অফ এ ওম্যান, দ্য কনভারসেশন

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন