Breaking




বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ভারতের কোন রাজ্যে কোন শাস্ত্রীয় নৃত্য প্রচলিত তালিকা | List of Classical Dance of India in Bengali PDF

ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত শাস্ত্রীয় নৃত্য | Classical Dance of India | কোন রাজ্যে কোন শাস্ত্রীয় নৃত্য প্রচলিত রয়েছে | ভারতনাট্যম কোন রাজ্যে প্রচলিত একটি শাস্ত্রীয় নৃত্য

ভারতের বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য

নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে ভারতের কোন রাজ্যে কোন শাস্ত্রীয় নৃত্য প্রচলিত আছে সেটি আপনাদের কাছে সুন্দর ভাবে তালিকার মাধ্যমে তুলে ধরবো। বিহু কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ? , মোহিনীয়াট্টম নৃত্য কোন রাজ্যে প্রচলিত ? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আজকের এই পোস্টটি থেকে ভারতের শাস্ত্রীয় নৃত্য গুলি কোন রাজ্যে প্রচলিত সেটি নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। নিচে শাস্ত্রীয় নৃত্য ও রাজ্যের তালিকাটি সুন্দরভাবে দেওয়া রইলো।


ভারতের শাস্ত্রীয় নৃত্য ও রাজ্য


শাস্ত্রীয় নৃত্য রাজ্য / স্থান
কথাকলি কেরালা
ভারতনাট্যম তামিলনাড়ু
ওড়িশি ওড়িশা
বিহু আসাম
ছৌ পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার
কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ
মোহিনীয়াট্টম কেরালা
কত্থক উত্তর ভারত
মনিপুরি মনিপুর
ভাংরা পাঞ্জাব
গর্বা গুজরাট
লাহো মেঘালয়
নট - নটিল বিহার
মান্ডো গোয়া
নটি হিমাচল প্রদেশ
খানটুম মিজোরাম
হাটারি কর্ণাটক
রাউফ জম্মু ও কাশ্মীর
কার্মা মধ্যপ্রদেশ

নিচে কয়েকটি প্রশ্ন আকারে হল 🔻


১. নিচের কোন রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুড়ি ?

a) মধ্যপ্রদেশ

b) অন্ধ্রপ্রদেশ

c) কর্ণাটক

d) পশ্চিমবঙ্গ


উত্তর :- b) অন্ধ্রপ্রদেশ


২. ছৌ নাচ কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ?

উত্তর :- পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার এই চারটি রাজ্যের মূলত ছৌ নাচ খুবই জনপ্রিয়।


৩. গর্বা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য বা নাচ ?

উত্তর :- গর্বা গুজরাট রাজ্যের একটি বিখ্যাত নৃত্য।


৪. নিচের কোন নৃত্যটি তামিলনাড়ু রাজ্যের সাথে জড়িত ?

a) গর্বা

b) মনিপুরি

c) মোহিনীঅট্টম

d) ভারতনাট্যম

উত্তর - d) ভারতনাট্যম।


File Details:
File Name: ভারতের শাস্ত্রীয় নৃত্যের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন