ইতিহাস জিকে | History GK In Bengali For WBP Constable, SI, EXCISE, KP, Rail And Others Competitive Exam.
History Set 4
১. কোন লিপিতে সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছে ?
দেবনাগরী।
মাগধী।
ব্রাহ্মী।
পালি।
২. দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন ?
ফিরোজ শাহ তুঘলক।
আলাউদ্দিন খলজী।
বলবান।
মুহাম্মদ বিন তুঘলক।
৩. আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?
দিল্লি।
পাটনা।
আগ্রা।
ফতেপুর সিক্রি।
৪. কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন ?
সিকান্দার শাহ।
গিয়াসউদ্দিন বলবন।
নাসিরউদ্দিন মাহমুদ।
-
আকবর।
৫. স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
জহরলাল নেহেরু।
মৌলানা আবুল কলাম আজাদ।
জে. বি. কৃপালনী।
রাজা গোপালাচারী।
৬. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
দেবেন্দ্রনাথ ঠাকুর।
রাজা রামমোহন রায়।
শিবনাথ শাস্ত্রী।
কেশব চন্দ্র সেন।
৭. ভারতছাড়ো আন্দোলনের(১৯৪২ সালে) সময় ভারতের ভাইসরয় ছিলেন –
লর্ড মিন্টো।
লর্ড লিনলিথগো।
ওয়াভেল।
উইলিংটন।।
৮. নিম্নলিখিত গদর পার্টির নেতা কে ছিলেন ?
বিপিনচন্দ্র পাল।
বালগঙ্গাধর তিলক।
ভগৎ সিং।
লালা হরদয়াল।
৯. “Indian Universities Act” কোন ভাইসরয়ের আমলে পাস হয় ?
লর্ড কার্জন।
লর্ড মিন্টো।
লর্ড মর্লে।
লর্ড রিপন।
১০. নিম্নলিখিত কোন ব্যক্তি ১৮৫৭ সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি ?
-
টিপু সুলতান।
তাঁতিয়া টোপি।
রানী লক্ষ্মীবাঈ।
নানাসাহেব।
১১. “সত্যশোধক সমাজ” কে স্থাপন করেন ?
মহাত্মা গান্ধী।
স্বামী বিবেকানন্দ।
জ্যোতিবা ফুলে।
ডঃ বি আর আম্বেদকর।
১২. ১৮২৮ সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্মসমাজ হয়েছিল ?
আর্য সভা।
আত্মীয় সভা।
প্রার্থনা সভা।
হৃদয় সভা।
১৩. হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত ?
আকাশপথ।
স্থলপথ।
জলপথ।
কোনাটিই নয়।
১৪. নিম্নলিখিত কে জহরব্রত পালন করেছিলেন ?
হীরাবাঈ।
রাজিয়া সুলতানা।
রানী পদ্মিনী।
রনী রুক্মিণী।
১৫. “এলাহাবাদ প্রশস্তি” কার রচনা ?
হরিষেণ।
ফা-হিয়েন।
হিউয়েন সাঙ।
কোনাটিই নয়।
১৬. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?
১৫৯৬ খ্রিস্টাব্দে।
১৪৮৮ খ্রিস্টাব্দে।
১৫৬৬ খ্রিস্টাব্দে।
১৫৭৬ খ্রিস্টাব্দে।
১৭. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান হল ?
মহাভারত।
বেদ।
রামায়ণ।
পুরাণ।
১৮. “চতুরাশ্রম” কোন যুগে প্রচলিত ছিল ?
বৈদিক যুগে।
পাল যুগে।
সেন যুগে।
সুলতানী যুগে।
১৯. চতুরাশ্রমের চারটি আশ্রমের মধ্যে সর্বশেষ আশ্রম কোনটি ?
ব্রহ্মচর্য (প্রথম)।
গার্হস্থ্য (দ্বিতীয়)।
বানপ্রস্থ (তৃতীয়)।
সন্ন্যাস (সর্বশেষ)।
২০. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
ধর্মপাল।
দেবপাল।
বল্লাল সেন।
লক্ষণ সেন।
২১. দিল্লির কোন সুলতানের শাসনকালে “সিজদা ও পাইবস” এই দুটি প্রথা চালু হয়েছিল ?
➢ গিয়াসউদ্দিন বলবন।
২২. নুরজাহানের আসল নাম কি ছিল ?
➢ মেহেরুন্নেসা।
২৩. ফারুকশিয়ারের ফরম্যান কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
➢ ১৭১৭ খ্রিস্টাব্দে।
২৪. কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল ?
➢ লর্ড কার্জন।
২৫. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
➢ ১৮০৯ খ্রিস্টাব্দে।
২৬. কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল ?
➢ ১৭৯৩ খ্রিস্টাব্দে।
২৭. তেভাগা আন্দোলন কত সালে শুরু হয় ?
➢ ১৯৪৬ সালে।
২৮. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন ?
➢ লর্ড ডালহৌসি।
২৯. বুদ্ধদেবের প্রিয় ঘোড়ার নাম কি ?
➢ কন্টক।
৩০. গৌতম বুদ্ধের পালিত মাতার নাম কি ?
➢ মহাপজাপতি গোতমী।
৩১. পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন ?
➢ চৌধুরী রহমত আলী।
৩২. “স্বরাজ আমার জন্মগত অধিকার”– উক্তিটি কার ?
➢ বালগঙ্গাধর তিলক।
৩৩. “পাইক বিদ্রোহ” কার নেতৃত্বে হয়েছিল ?
➢ বিদ্যাধর মহাপাত্র।
৩৪. “মঙ্গল পান্ডে” কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ?
➢ সিপাহী বিদ্রোহ।
৩৫. “মহাভিনিষ্ক্রমণ” বলতে কী বোঝায় ?
➢ গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা।
৩৬. কাকে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয় ?
➢ রাজা রামমোহন রায়কে।
৩৭. স্যাডলার কমিশন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করে ?
➢ ১৯১৯ খ্রিস্টাব্দে।
৩৮. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
➢ ১৯০৬ খ্রিস্টাব্দে।
৩৯. রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন –
➢ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ।
৪০. ডান্ডি অভিযানের জন্য গান্ধীজী কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন ?
➢ ৭৮ জন (১৯৩০ সালের ১২ মার্চ)।
আরও পড়ো...
➲ রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ ও শেষ সম্রাট
➲ বিখ্যাত ব্যাক্তিদের উপাধি ও ছদ্মনাম
Thank You
উত্তরমুছুন