Breaking




বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

History GK In Bengali | Set 4 | ভারতীয় ইতিহাস MCQ | WBP, SI, KP Exam

ইতিহাস জিকে | History GK In Bengali For WBP Constable, SI, EXCISE, KP, Rail And Others Competitive Exam.

ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ mcq
History GK Questions Set - 4

নমস্কার বন্ধুগন
                    BongTeach এর এই পোস্টটিতে MCQ আকারে দেওয়া রয়েছে ভারতীয় ইতিহাসের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian History GK থেকে Question
দেওয়া থাকে যেমন:- কোনো একটি যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, ইত্যাদি। বিশেষ করে WBP, SI, KP, EXCISE প্রভৃতি পরিক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। Competitive Exam এর প্রস্তুতির জন্য আমাদের YouTube চ্যানেলটিকে   Subscribe  করে নিন।

History Set 4

১. কোন লিপিতে সম্রাট অশোকের শিলালিপি রচিত হয়েছে ?

  1. দেবনাগরী।

  2. মাগধী।

  3. ব্রাহ্মী।

  4. পালি।


২. দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন ?

  1. ফিরোজ শাহ তুঘলক।

  2. আলাউদ্দিন খলজী।

  3. বলবান।

  4. মুহাম্মদ বিন তুঘলক।


৩. আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

  1. দিল্লি।

  2. পাটনা।

  3. আগ্রা।

  4. ফতেপুর সিক্রি।


৪. কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন ?

  1. সিকান্দার শাহ।

  2. গিয়াসউদ্দিন বলবন।

  3. নাসিরউদ্দিন মাহমুদ।

  4. আকবর।


৫. স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

  1. জহরলাল নেহেরু।

  2. মৌলানা আবুল কলাম আজাদ।

  3. জে. বি. কৃপালনী।

  4. রাজা গোপালাচারী।


৬. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন ?

  1. দেবেন্দ্রনাথ ঠাকুর।

  2. রাজা রামমোহন রায়।

  3. শিবনাথ শাস্ত্রী।

  4. কেশব চন্দ্র সেন।


৭. ভারতছাড়ো আন্দোলনের(১৯৪২ সালে) সময় ভারতের ভাইসরয় ছিলেন –

  1. লর্ড মিন্টো।

  2. লর্ড লিনলিথগো।

  3. ওয়াভেল।

  4. উইলিংটন।।


৮. নিম্নলিখিত গদর পার্টির নেতা কে ছিলেন ?

  1. বিপিনচন্দ্র পাল।

  2. বালগঙ্গাধর তিলক।

  3. ভগৎ সিং।

  4. লালা হরদয়াল।



৯. “Indian Universities Act” কোন ভাইসরয়ের আমলে পাস হয় ?

  1. লর্ড কার্জন।

  2. লর্ড মিন্টো।

  3. লর্ড মর্লে।

  4. লর্ড রিপন।


১০. নিম্নলিখিত কোন ব্যক্তি ১৮৫৭ সালে অনুষ্ঠিত সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি ?

  1. টিপু সুলতান।

  2. তাঁতিয়া টোপি।

  3. রানী লক্ষ্মীবাঈ।

  4. নানাসাহেব।


১১. “সত্যশোধক সমাজ” কে স্থাপন করেন ?

  1. মহাত্মা গান্ধী।

  2. স্বামী বিবেকানন্দ।

  3. জ্যোতিবা ফুলে।

  4. ডঃ বি আর আম্বেদকর।


১২. ১৮২৮ সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্মসমাজ হয়েছিল ?

  1. আর্য সভা।

  2. আত্মীয় সভা।

  3. প্রার্থনা সভা।

  4. হৃদয় সভা।

১৩. হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত ?

  1. আকাশপথ।

  2. স্থলপথ।

  3. জলপথ।

  4. কোনাটিই নয়।


১৪. নিম্নলিখিত কে জহরব্রত পালন করেছিলেন ?

  1. হীরাবাঈ।

  2. রাজিয়া সুলতানা।

  3. রানী পদ্মিনী।

  4. রনী রুক্মিণী।


১৫. “এলাহাবাদ প্রশস্তি” কার রচনা ?

  1. হরিষেণ।

  2. ফা-হিয়েন।

  3. হিউয়েন সাঙ।

  4. কোনাটিই নয়।


১৬. হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ?

  1. ১৫৯৬ খ্রিস্টাব্দে।

  2. ১৪৮৮ খ্রিস্টাব্দে।

  3. ১৫৬৬ খ্রিস্টাব্দে।

  4. ১৫৭৬ খ্রিস্টাব্দে।


১৭. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রথম সাহিত্যিক উপাদান হল ?

  1. মহাভারত।

  2. বেদ।

  3. রামায়ণ।

  4. পুরাণ।


১৮. “চতুরাশ্রম” কোন যুগে প্রচলিত ছিল ?

  1. বৈদিক যুগে।

  2. পাল যুগে।

  3. সেন যুগে।

  4. সুলতানী যুগে।


১৯. চতুরাশ্রমের চারটি আশ্রমের মধ্যে সর্বশেষ আশ্রম কোনটি ?

  1. ব্রহ্মচর্য (প্রথম)।

  2. গার্হস্থ্য (দ্বিতীয়)।

  3. বানপ্রস্থ (তৃতীয়)।

  4. সন্ন্যাস (সর্বশেষ)।


২০. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

  1. ধর্মপাল।

  2. দেবপাল।

  3. বল্লাল সেন।

  4. লক্ষণ সেন।


২১. দিল্লির কোন সুলতানের শাসনকালে “সিজদা ও পাইবস” এই দুটি প্রথা চালু হয়েছিল ?

➢ গিয়াসউদ্দিন বলবন।


২২. নুরজাহানের আসল নাম কি ছিল ?

➢ মেহেরুন্নেসা।


২৩. ফারুকশিয়ারের ফরম্যান কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?

➢ ১৭১৭ খ্রিস্টাব্দে।


২৪. কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল ?

➢ লর্ড কার্জন।


২৫. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

➢ ১৮০৯ খ্রিস্টাব্দে।


২৬. কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ হয়েছিল ?

➢ ১৭৯৩ খ্রিস্টাব্দে।


২৭. তেভাগা আন্দোলন কত সালে শুরু হয় ?

➢ ১৯৪৬ সালে।


২৮. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন ?

➢ লর্ড ডালহৌসি।


২৯. বুদ্ধদেবের প্রিয় ঘোড়ার নাম কি ?

➢ কন্টক।


৩০. গৌতম বুদ্ধের পালিত মাতার নাম কি ?

➢  মহাপজাপতি গোতমী।


৩১. পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন ?

➢ চৌধুরী রহমত আলী।


৩২. “স্বরাজ আমার জন্মগত অধিকার”– উক্তিটি কার ?

➢ বালগঙ্গাধর তিলক।


৩৩. “পাইক বিদ্রোহ” কার নেতৃত্বে হয়েছিল ?

➢ বিদ্যাধর মহাপাত্র।


৩৪. “মঙ্গল পান্ডে” কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ?

➢ সিপাহী বিদ্রোহ।


৩৫. “মহাভিনিষ্ক্রমণ” বলতে কী বোঝায় ?

➢ গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা।


৩৬. কাকে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয় ?

➢ রাজা রামমোহন রায়কে।


৩৭.  স্যাডলার কমিশন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করে ?

➢ ১৯১৯ খ্রিস্টাব্দে।


৩৮. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

➢ ১৯০৬ খ্রিস্টাব্দে।


৩৯. রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন –

➢ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ।


৪০. ডান্ডি অভিযানের জন্য গান্ধীজী কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন ?

➢ ৭৮ জন (১৯৩০ সালের ১২ মার্চ)।


আরও পড়ো...


আশা করছি আপনারা এই পোস্টটি পড়ে অনেক উপকৃত হয়েছেন। বিভিন্ন বিষয়ের PDF NOTES পাওয়ার জন্য আমাদের Telegram Channel টিতে যুক্ত হন।

1 টি মন্তব্য: