Breaking




বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

কে কাকে নিযুক্ত করেন | ভারতীয় সংবিধান | Indian constitution in bengali

কে কাকে নিযুক্ত করেন | ভারতীয় সংবিধান | indian constitution in bengali

ভারতীয় সংবিধান | কে কাকে নিয়োগ করেন বা নিযুক্ত করেন | উপরাষ্ট্রপতি , মুখ্যমন্ত্রী , বিচারপতি , উপরাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীরাজ্যপালরেজিস্টার জেনারেললোকসভার স্পিকারসুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিহাইকোর্টের প্রধান বিচারপতিহাইকোর্টের অন্যান্য বিচারপতিঅডিটর জেনারেলঅ্যাটর্নি জেনারেলস্থল , নৌ ও বিমান বাহিনীর প্রধান , যোজনা কমিশনের উপাধ্যায় ,লোকসভার ডেপুটি স্পিকার , অর্থমন্ত্রী , অর্থ কমিশনের সভাপতি , মুখ্যকমিশনের উপাধ্যায় , প্রধানমন্ত্রী , বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্য , রাজ্যপাল , মুখ্যমন্ত্রী , রাজ্যের প্রধান বিচারপতি , রাজ্য নির্বাচন কমিশনার , রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরাজ্য , বিধানসভার স্পিকার , অন্যান্য বিদ্যালয়ের উপাচার্য কার দ্বারা নিযুক্ত হন |
Indian Constitution In Bengali For Compitative Exams
Hi Friends,

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় কে কাকে নিয়োগ  বা নিযুক্ত করেন এইরকম প্রশ্ন এসে থাকে।

উপরাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, লোকসভার, স্পিকার, সুপ্রিমকোর্টের বিচারপতি, অর্থমন্ত্রী, অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল এনাদের কে নিযুক্ত করেন বা কে নিয়োগ করেন বা কর দ্বারা নিযুক্ত হন।


WBP CONSTABLE, SI, EXCISE, JAIL POLICE, KOLKATA POLICE, RAIL, SSC ও অন্যান্য সকল রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় এসে থাকে। তাই এইসব সম্মন্ধে জেনে রাখা খুবই প্রয়জনীয়।
অ্যাটর্নি জেনারেল কর দ্বারা নিযুক্ত হন ?, অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ?, উপরাষ্ট্রপতি কে কে নিয়োগ করেন ?
পোস্টটি ভালোলাগলে অবশ্যই  SHARE  করো এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর ও রিজনিং শেখার জন্য আমাদের YOUTUBE চ্যানেলটিকে  SUBSCRIBE  করে নাও।


কে কোন পদের নিয়োগ করেন তার সম্পূর্ণ ছকটি নিচে দেওয়া রইলো—


নিযুক্ত হন বা দায়বদ্ধ থাকেন

ব্যাক্তি বা পদ












রাষ্ট্রপতি

উপরাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী

রাজ্যপাল

রেজিস্টার জেনারেল

লোকসভার স্পিকার

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি

হাইকোর্টের প্রধান বিচারপতি

হাইকোর্টের অন্যান্য বিচারপতি

অডিটর জেনারেল

অ্যাটর্নি জেনারেল

স্থল , নৌ ও বিমান বাহিনীর প্রধান

যোজনা কমিশনের উপাধ্যায়

লোকসভার ডেপুটি স্পিকার

অর্থমন্ত্রী

অর্থ কমিশনের সভাপতি

মুখ্যকমিশনের উপাধ্যায়

প্রধানমন্ত্রী

বিশ্বভারতী বিদ্যালয়ের উপাচার্য







রাজ্যপাল

মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রধান বিচারপতি

রাজ্য নির্বাচন কমিশনার

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল

রাজ্য বিধানসভার স্পিকার

অন্যান্য বিদ্যালয়ের উপাচার্য



WBP Constable , SI, RAILWAY GROUP D, WBCS, PSC, NTPC ইত্যাদি পরীক্ষায় এই কে কোন পদে নিয়োগ করেন এর থেকে প্রশ্ন এসে থাকে, যদি তুমি WBP , SI 2021 অথবা অন্য কোন Competitive পরীক্ষার প্রস্তুতি করছো তাহলে আমাদের YouTube Channel টিকে Subscribe করে নাও , Youtube এ “BongTeach” লিখে সার্চ 🔎 করো আমাদের Channel টি পেয়ে যাবে।

কে কাকে নিযুক্ত করেন এর কয়েকটি প্রশ্ন নিচে দেওয়া রইলো—
প্রঃ- প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
প্রঃ- মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন?
উঃ- রাজ্যপাল।
প্রঃ- রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
প্রঃ- হাই কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।
প্রঃ- সুপ্রিমকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন?
উঃ- রাষ্ট্রপতি।

——————————————————
আরও পড়ুন 🔻

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন