Breaking




সোমবার, ১২ এপ্রিল, ২০২১

History Set 3 | WBP Constable, SSC, SI, Railway Group D || BongTeach

History set 3 for all competitive exams WBP Constable, SSC, Railway Group D
Hi Friends,
এই পোস্টটিতে History -র ৫০টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে যেমন WBP Constable, Excise, SSC, Railway Group D, Kolkata Police, WBP Lady Constable.

তাই সময় নষ্ট না করে ইতিহাসের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে পড়ে মুখস্ত করে নিন।


History Set 3

 ১. কমনওয়েলথের সদর দপ্তর কোথায় ?

উ:- লন্ডন।  


২. "আর্চ অফ ট্রায়াম্ফ" কোথায় অবস্থিত ?

উ:- ফ্রান্সে। 


৩. জি-৯৯ আন্তর্জাতিক সংস্থার সদস্য সংখ্যক দেশ কতগুলি ?

উ:- ১২৭টি দেশ। 


৪. রাষ্ট্রসংঘ স্থাপিত হয় কত সালে ?

উ:- ১৯৪৫ সালে। 


৫. "International Court Of Justice" কোথায় অবস্থিত ?

উ:- হেগ (২০০৫)।  


৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?

উ:- ফেস মরক্কো। 


৭. কোন দেশের জাতীয় সংগীতে কোন কথা নেই ?

উ:- বাহরাইন।    


৮. লন্ডনের ব্রিটিশ সরকারের সদর দপ্তরের নাম কি ?

উ:- হোয়াইট হল।  


৯. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ?

উ:- প্যারিস।  


১০. বিশ্বের প্রথম শিশুদের জাদুঘর কোনটি ?

উ:- নিউইয়র্কের ব্রুকলিন জাদুঘর। 


১১. NATO কবে প্রতিষ্ঠিত হয় ?

উ:- ১৯৪৯ সালে। 


১২. কোন দেশের জাতীয় পতাকায় AK47 বন্দুকের ছবি আছে ?

উ:- মোজাম্বিক (আফ্রিকা)। 


১৩. নাসার সদর দপ্তর কোথায় ?

উ:- কেপ কেনেডি।  


১৪. "অন্তরা" কোন দেশের সংবাদ সংস্থা ?

উ:- ইন্দোনেশিয়া। 


১৫. রাষ্ট্রসঙ্ঘের পর বিশ্বের বৃহত্তম জোট কোনটি ?

উ:- NAM।  


১৬. "সোনালী আঁশের দেশ" কোন দেশকে বলা হয় ?

উ:- বাংলাদেশ। 


১৭. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উ:- ওয়াশিংটন। 


১৮. UNO কবে স্থাপিত হয় ?

উ:- ১৯৪৫ সালে। 


১৯. "Playground Of Europe" কোন দেশকে বলা হয় ?

উ:- সুইজারল্যান্ডকে। 


২০. "পুলু" কোন দেশের সেনাবাহিনীর সংক্ষিপ্ত নাম ?

উ:- ফরাসি।  


২১. "চিরস্থায়ী বন্দোবস্ত" কে প্রবর্তন করেন ?

উ:- কর্নওয়ালিস (১৭৯৩ সালে)। 


২২. নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন ?

উ:- শীলভদ্র। 


২৩. বল্লাল সেনের পিতার নাম কি ?

উ:- বিজয় সেন। 


২৪. "সন্ধ্যা" পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উ:- ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 


২৫. হিটলারের আত্মজীবনীর নাম কি ?

উ:- Mein Kampf.


২৬. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ?

উ:- "হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন"


২৭. "আলমগীর" উপাধি কে ধারণ করেছিলেন ?

উ:- ওরঙ্গজেব। 


২৮. ভারতে কারা তামাক চাষ শুরু করেছিল ?

উ:- পর্তুগিজরা। 


২৯. ফতেপুর সিক্রির "ইবাদৎখানা" কে তৈরি করেছিল ?

উ:- আকবর।  


৩০. কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন ?

উ:-  শের শাহ সুরি।  


৩১. তামাকের ব্যবহার কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করেছিলেন ?

উ:- জাহাঙ্গীর। 


৩২. দিল্লী জামা মসজিদ তৈরি করেছিলেন ?

উ:- শাহজাহান। 


৩৩. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?

উ:- রাজেন্দ্রপ্রসাদ। 


৩৪. প্রাচীন বাংলার "জাতীয় রাজা" কে ছিলেন ?

উ:- শশাঙ্ক। 


৩৫. শেরশাহের প্রকৃত নাম কি ?

উ:- ফরিদ খাঁ। 


৩৬. "মালবিকাগ্নিমিত্রম" নাটকের রচয়িতা কে ?

উ:- কালিদাস।  


৩৭. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?

উ:- ভি ডি সাভারকর। 


৩৮. "Drain Of Wealth" বইয়ের লেখক কে ?

উ:- দাদাভাই নওরোজি।  


৩৯. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?

উ:- ধর্মপাল। 


৪০. "মন্ট্রিল চুক্তি" কবে স্বাক্ষরিত হয় ?

উ:- ১৯৭৮ সালে। 


৪১. ভাস্কো-ডা-গামা কবে ভারতে আসেন ?

উ:- ১৪৯৮ সালে। 


৪২. আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন ?

উ:- ১৯ দিন। 


৪৩. কলিন্দ যুদ্ধ কবে হয়েছিল ?

উ:- ২৬১ খ্রি: পূ:। 


৪৪. ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন ?

উ:- বীর সিং বুন্দেল। 


৪৫. কে "ইক্তা" প্রথার বিলোপ ঘটানো ?

উ:- আলাউদ্দিন খলজী। 


৪৬. বীরভূম জেলার সদর দপ্তর কোথায় ?

উ:- সিউড়ি। 


৪৭. "Saint Of Gutters" কাকে বলা হয় ?

উ:- মাদার টেরেসা। 


৪৮. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?

উ:- বল্লভভাই প্যাটেলকে। 


৪৯. "Fathar Of Geometry" কাকে বলা হয় ?

উ:- পিথাগোরাসকে। 


৫০. "আনন্দমঠ" কার লেখা ?

উ:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 


সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইতিহাসের এই প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন।


আরো পড়ুন🔻

➠ General knowledge Set 1

➠ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা ও পুরুষ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন