Breaking




রবিবার, ২২ আগস্ট, ২০২১

WBCS Answer Key 2021 In Bengali | WBCS PRELIMINARY 2021 পরীক্ষার প্রশ্ন উত্তর

 WBCS PRE 2021 পরীক্ষার Answer Key || WBCS EXAM এর 200 টি সঠিক Answer Key




22/08/2021 (Sunday) WEST BENGAL CIVIL SERVICE (WBCS) (EXECUTIVE) ETC. (PRELIMINARY) EXAMINATION-2021 এর

যে পরীক্ষাটি হয়েছে তার 200 টি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হলো। আপনারা যারা WBCS পরীক্ষা দিয়েছেন তাঁরা দেখে নিন কতগুলি প্রশ্নের উত্তর সঠিক করেছেন
Exam Date - 22/08/2021

WBCS PSC 2021 Questions And Answer

Set C

26. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতে টিনের সর্বাধিক উৎপাদক হল:

 ➣ ছত্তিশগড়।

27. সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন ?

 ➣ পাল রাজবংশের।

28. কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না ?

 ➣আলাউদ্দিন খলজী ।

29. হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত হন

 ➣ রাষ্ট্রপতির দ্বারা।

30. “স্বরাজ আমার জন্মগত অধিকার”— উক্তিটি কার ?

 ➣বাল গঙ্গাধর তিলক।

31. আদর্শ গ্যাসের অনুর জন্য rms বেগ এবং most probable বেগের অনুপাত হল ?

 ➣ √3:√2।

32. কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণী গুলির মধ্যে অবস্থিত ?

 ➣ জাস্কার ও পিরপাঞ্জাল।

33. ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যে গতিবেগের অনুপাত কত ?

➣ 1:12।

34. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন

 ➣ মেধা পাটকর।

35. 1857 এর প্রথম কোন রাজনৈতিক হত্যার ভারতের সশস্ত্র জাতীয়তাবাদী সংগ্রাম এর সূচনা করে ?

 ➣ চাপেকর ভাতৃদ্বয়ের ব্রিটিশ শাসক ডাবলু. সি. কে হত্যা।

36. বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন ?

 ➣ ধর্মপাল।

37. কে বলেছেন ‘চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে’ ?

 ➣ এম কে গান্ধী।

38. সিয়াচেন হিমবাহ নিম্নলিখিত পর্বতশ্রেণী অবস্থিত :

 ➣ কারাকোরাম।

39. দুই হাজার কুড়ি সালের সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয় যাকে তিনি হলেন

 ➣ Louise Gluck।

40. বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি “বান এসেছে মরা গাঙে” গানটি রচনা করেন ?

 ➣ মুকুন্দ দাস।

41. পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পে সরকারি/ সরকারপসিত/ মাদ্রাসা/ বিদ্যালয়ের কোন শ্রেণীতে পাঠরত ছাত্র ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয় ?

 ➣ নবম থেকে দ্বাদশ শ্রেণী।

42. নেতাজির আজাদ হিন্দ ফৌজ এর পতাকা কোন পশুর প্রতিকৃতি ছিল ?

 ➣ ব্যাঘ্র।

43. 0K এ ধাকা শ্রদ্ধা সিলিকন হল

 ➣ অন্তরক।

44. ভারতের প্রত্যক্ষ কর কোনটি ?

 ➣ সম্পদ কর।

45. “Yaas” হল একটি সুপার সাইক্লোন, যার নাম দিয়েছে

 ➣ ওমান।

46. বদ নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :

 ➣ চম্বল উপত্যকা।

47. ‘একা আন্দোলন’ কি ছিল ?

 ➣ একটি কৃষক আন্দোলন।

48. শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছিল ?

 ➣ পথের দাবী।

49. একটি লেন্সের ক্ষমতা +2.0D। লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হল

 ➣ 50 cm, উত্তল।

50. কমপ্যাক্ট ডিস্ক (CD) - তে যে বর্ণালী দেখা যায় তার কারণ 

 ➣ অপবর্তন।

51. Joseph Robinette Biden Jr. হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ৫৬ তম রাষ্ট্রপতি। তিনি যে দলের প্রতিনিধিত্ব করেছেন

 ➣ ডেমোক্রেটিক পার্টি।

52. উভয় পক্ষ সম্মান করা সত্য 2019 সালে ICC বিশ্বকাপ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে হয় তাতে ইংল্যান্ড বিজয়ী হয় কারণ

 ➣ সুপার ওভার -এ বাউন্ডারি ইংল্যান্ড বেশি করে।

53. WHO এর মতে Covid-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম হল ?

 ➣ SARS-CoV-2।

54. সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিল

 ➣ ডাম্পিয়ার ও হজেস।

55. কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

 ➣ উইলিয়াম জনস।

56. আমুক্তমাল্যড-র রচয়িতা কে ?

 ➣ কৃষ্ণদেব রায়।

57. June, 2021 হিসাবে ভারতের বর্তমান মুখ্য নির্বাচনী কমিশনার কে ?

 ➣ সুশীল চন্দ্র।

58. ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?

 ➣ 61 তম।

59. সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে —

➣ সাম্য।

60. আসন্ন টোকিও অলিম্পিক এর জন্য ভারতে পুরুষ হকি অধিনায়ক হিসেবে কার নাম বিবেচিত হয়েছে ?

 ➣ মনপ্রীত সিং।

61. পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক উর্ধ্বসীমা প্রযোজ্য নয় যদি

 ➣ উপরের সবকটিই।

62. অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন

 ➣ স্পিকার।

63. ঈশ্বরের শহর খাজুরাহো UNESCO স্বীকৃত বিশ্ব হেরিটেজ সাইট যেটি একাদশ শতকে প্রথম উল্লেখ করেন যিনি তিনি হলেন

 ➣ আবু রীহান আলবিরুনি।

64. বাংলার বিপ্লবীরা গ্রেট বৃটেনের কোন বিপ্লবী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ?

 ➣ আইরিশ।

65. ‘Perseverance’ নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের সাথে অবতরণ করানো হয়েছে তা হলো 

 ➣ মঙ্গল।

66. ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ –

 ➣ 5 কোটি টাকার নিচে।

67. 1857 এর বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন ?

 ➣ দ্বিতীয় বাহাদুর শাহ।

68. সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় ?

 ➣ 2019 খ্রিস্টাব্দে।

69. ভারতীয় সংবিধানে জিম্মাদার কে ?

 ➣ সুপ্রিম কোর্ট।

70. ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল ?

 ➣ আইন অমান্য আন্দোলন।

71. খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনা প্রেক্ষিতে ঘটেছিল, কোন দেশের জন্য ?

 ➣ তুর্কি।

72. ‘Letters from Burma’ নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন ?

 ➣ আঙ সান সু চি।

73. তাপীয় পরিবাহিতা (k)  এবং তড়িৎ পরিবাহিতা এর সাপেক্ষে হীরকের থাকে

 ➣ (B) উচ্চ k ও নিম্ন।

74. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

 ➣ 1857।

75. ‘শের ই বেঙ্গল’ কাকে বলা হত ?

 ➣ ফজলুল হক।

76. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল

 ➣ মহেন্দ্রগীরি।

77. এন.আর.সি. বর্তমানে ______ আকারে আছে।

 ➣ ওপরের কোনোটিই নয়।

78. ‘চিপকো আন্দোলন’ ________ হিসেবে পরিচিত ?

 ➣ উপজাতীয় আন্দোলন।

79. কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন ?

 ➣ আকবর।

80. নীতি আয়োগ গঠিত হয়

 ➣ পয়লা জানুয়ারি 2015 তারিখে।

81. কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন ?

 ➣ ভি. ডি. সাভারকর।

82. কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভাল  তত্ত্ব প্রচার করেছিলেন?

 ➣ কে. ও. হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে।

83. এশিয়ান গেমসে স্বর্ণপদক প্রাপ্ত বক্সার সাম্প্রতিক 42 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর নাম কি ?

 ➣ ডিংগকো সিং।

84. খুতবার অর্থ কি ?

 ➣ শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে গঠিত উপদেশ।

85. ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

 ➣ সিয়াচেন।

86. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল

 ➣ ।

87. রমচারিত মানস- এর রচয়িতা হলেন

 ➣ তুলসীদাস।

88. একটি ব্যাটারি তে 10 টি পোস্ট আছে যার প্রতিটির তড়িচ্চালক বল হল 1V। যদি 2টি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে তাহলে ব্যাটারি তড়িৎচালক বল হবে

 ➣ 6v।

89. নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসাম কে পৃথক করেছে :

 ➣ সঙ্কস।

90. কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?

 ➣ ইলতুৎমিস।

91. নীলদর্পণ নাটকটি কার রচনা ?

 ➣ দীনবন্ধু মিত্র।

92. মার্চ, 2012 সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত অ্যান্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম

 ➣ ।

93. হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল

 ➣ পাস্কালের সূত্র।

94. কোন দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল

 ➣ কমবে।

95. সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পদাক কে ছিলেন ?

 ➣ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

96. জুন, 2021 হিসেবে ভারতের সর্ববৃহৎ IT কোম্পানিটি হল

 ➣ TCS।

97. ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল অবস্হিত

 ➣ দেবপ্রয়াগ –এ।

98. কোন মুসলিম সেনা নায়ক ত্রয়োদশ শতকে বঙ্গদেশ জয় করেন ?

 ➣ ইক্তিয়ারুদ্দিন বিন বখতিয়া খলজী।

99. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন ?

 ➣ রণজিৎ গুহ।

100. ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন ?

 ➣ মুহম্মদ বিন তুঘলক।

101. 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ছিলেন ?

 ➣ উপরের কেউই নন।

102. ‘উলগুলান’ শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

 ➣ মুন্ডা অভ্যুত্থান।

103. গান্ধীজী প্রভাবিত হয়েছিলেন

 ➣ টলস্টয় দ্বারা।

104. আন্ত-রাজ্য পরিষদ গঠিত হয় ?

 ➣ রাষ্ট্রপতির দ্বারা।

105. নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন না ?

 ➣ মাতঙ্গিনী হাজরা।

106. ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাত এর তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়

 ➣ ।

107. ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ‘হুদহুদ ঘুর্নিবাত’ -এর দ্বারা প্রভাবিত :

 ➣ অন্ধ্র উপকূল।

108. নির্বাচন কমিশন গঠন করেন

 ➣ রাষ্ট্রপতি।

109. শুষ্ক বরফ হল

 ➣ কঠিন CO2।

110. ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত

 ➣ তামিলনাড়ু।

111. রেফ্রিজারেটরের বরফ ট্রে ওপরে রাখার কারণ হল —

 ➣ পরিচলন স্রোত তৈরি হয়।

112. পশ্চিমবঙ্গে ‘Export Processing Zone’ (EPZ) এর কার্যাবলী সূত্রপাত ঘটে

 ➣ ফলতায়।

113. ভারতে নোট ছাপানো দায়িত্ব আছ

 ➣ রিজার্ভ ব্যাংকের।

114. গান্ধীজীর আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ?

 ➣ লর্ড আরউইন।

115. ভরত একটি

 ➣ রাজ্যসমূহের সংঘ।

116. কোন সালে বঙ্গভঙ্গ রদ হয় ?

 ➣ 1911।

117. পাবলিক একাউন্ট কমিটির সদস্য নির্বাচিত হন

 ➣ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে।

118. কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ?

 ➣ দাদাভাই নৌরজী।

119. ভারতের নিম্নলিখিত সংস্থা থেকে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়

 ➣ SOI।

120. মুদ্রাস্ফীতি হল

 ➣ ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি।

121. মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গ গুলি হয়

 ➣ তির্যক ও অনুদৈর্ঘ্য।

122. নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব দেওয়া হয়েছিল ?

 ➣ 23 শে মার্চ 1940।

123. তিতুমিরের আসল নাম কি ?

 ➣ সৈয়দ মীর নাসের আলি।

124. ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন ?

 ➣ 1931 সালে।

125. শকাব্দের কবে সূচনা ঘটে ?

 ➣ 78 A.D.

126. সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?

 ➣ কর্ণাটক।

127. 2029 সালের ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার পান নিচের কোন ক্রিকেটার ?

 ➣ রোহিত শর্মা।

128. ‘অনাবশ্যক মহামহিম’ বলা হয় ভারতের _____।

 ➣ উপরাষ্ট্রপতিকে।

129. এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন

 ➣ হরিসেন।

130. ধাতব পাত জড়ার জন্য ব্যবহৃত সল্ডার কিসের সংকর ?

 ➣ Sn এবং Pb।

131. ভারতের আদমশুমারি 2011 অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত রয়েছে ?

 ➣ ।

132. ভারতে আমদানিকৃত পণ্য দ্রব্যের মধ্যে কোন দ্রব্যটির স্থান প্রথম ?

 ➣ অশোধিত পেট্রোলিয়াম পণ্য।

133. পশ্চিমবঙ্গ সরকারের ‘গতিধারা’ প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন ?

 ➣ 1,00,000 টাকা।

134. কোন বছরে প্রথম শিল্পনীতি প্রকল্প গ্রহণ করা হয় ?

 ➣ 1948 সালে।

135. সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?

 ➣ গ্রীন হাউস।

136. ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করে

 ➣ 1993 সালে।

137. মনসবের অর্থ হল

 ➣ পদ বা পদমর্যাদা।

138. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স

 ➣ 65 বৎসর।

139. নিম্নলিখিত নদীটি থেকে কুর্ণুল–কুডাপা খাল নির্গত হয়েছে :

 ➣ তুঙ্গভদ্রা

140. কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত

 ➣ কটকে।

141. দশমিক সংখ্যা 4.625 -এর বাইনারি রূপ হল

 ➣ ।

142. ‘ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লীগ’ এর সঙ্গে জড়িত ছিলেন ?

 ➣ রাসবিহারী বোস।

143. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন

 ➣ পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যদের দ্বারা।

144. মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল ?

 ➣ তাঁর চরকা।

145. একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমলে,  হিটারের ক্ষমতা

 ➣ আনুমানিক 11 শতাংশ বাড়বে।

146. শান্তি স্বরূপ ভাটনগর যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হল

 ➣ বিজ্ঞান ও প্রযুক্তি।

147. সাম্প্রতিককালে বহুচর্চিত ‘toolkit’ আসলে হল

 ➣ ডিজিটাল প্রচারপত্র যা প্রতিবাদ সংগঠনে সাহায্যকারী।

148. গবেষকরা সাম্প্রতিককালে মহাবালেশ্বর গুহায় বাদুড়ের শরীরে নিচে কোন ভাইরাসের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন ?

 ➣ নিপা।

149. কোন জলাধারে ভাসতে থাকা নৌকার যাত্রীরা যদি জলাধার থেকে জল পান করে তবে জলাধারে জলের লেভেল কি হবে ?

 ➣ একই থাকবে।

150. পুনর্ভবা ও আত্রেয়ী হল নিম্নলিখিত নদীর শাখা নদী:

 ➣ তিস্তা।

151. নিম্নোক্ত ঐতিহাসিকদের মধ্যে কে আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত নন ?

 ➣ অনিল শীল।

152. পৃথিবীপৃষ্ঠে সঠিক সময়ে রাখা একটি পেন্ডুলাম কে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটি

 ➣ √6 বোন ধীরে চলবে।

153. ভারতীয় সংবিধানের 21 নং অনুচ্ছেদে বলা হয়েছে

 ➣ জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার।

154. ‘Poverty and unbritish rule in India’ গ্রন্থটির রচয়িতা কে ?

 ➣ দাদাভাই নওরোজি।

155. গত দশ বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ চালু হয়েছে ?

 ➣ ।

156. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

 ➣ সাঁওতাল বিদ্রোহ।

157. পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক জাতীয় থাকে

 ➣ সালফার।

158. দক্ষিণ থেকে উত্তরে হিমালয় পর্বতমালা নিম্নলিখিত পর্যায়ক্রম এর মধ্যে কোনটি সঠিক ?

 ➣পীরপাঞ্জাল - জাস্কার - লাদাখ - কারাকোরাম।

159. স্প্রিং ধ্রুবক k এর একটি স্প্রিংকে সমান দু'টুকরো  করলে প্রতিটি টুকরোর স্প্রিং ধ্রুবক হবে

 ➣ 2k।

160. কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন ?

 ➣ ভিকজী রুস্তম কামা।

161. নিম্নলিখিত নদী বরাবর মুকুটমনিপুর বাঁধ অবস্থিত :

 ➣ কংসাবতী।

162. একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি v1 এবং v2 নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে

 ➣ ।

163. পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে বীমা প্রিমিয়াম এর কত শতাংশ রাজ্য সরকার বহন করে ?

 ➣ 100%।

164. 2014 সালে শুরু হওয়া ভারত সরকারের নমামি গঙ্গে প্রকল্প হল

 ➣ গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন।

165. 2021 সালে ফরাসি ওপেন জয়ী হন কে ?

 ➣ নোভাক জোকোভিক।

166. চাঁদ এবং পৃথিবীর ব্যাস এর আনুমানিক অনুপাত হল

 ➣ 1:4।

167. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা আসলে এটি হল

 ➣ গোদাবরী নদী।

168. কার্লাইল সার্কুলার কি এবং কবে তা উপনিবেশিক ভারতে প্রবর্তিত হয় ?

 ➣ একটি ডিক্রি যার বলে বঙ্গভঙ্গ-বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ রোধ করবার উদ্যোগ নেয়া হয়।

169. একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু একই গতি আছে তাহলে 

 ➣ দুটির একই কনিক ভরবেগ থাকবে।

170. নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় ?

 ➣ জিভি।

171. 2018 তে মুক্তি পাওয়া প্যাডম্যান হিন্দি সিনেমাটি যাঁর জীবনের সত্য ঘটনা ধরে তিনি হলেন ?

 ➣ Arunachalam Muruganantham।

172. রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন (1922-24) ?

 ➣ আলুরি সীতা রামা রাজু।

173. ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে যে ধরায়

 ➣ 21।

174. ডিলাটোমিটার (Dilatomiter) কিসের পরিমাপে ব্যবহৃত হয় ?

 ➣ পদার্থের মাত্রাগত পরিবর্তন।

175. নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজ্য / সাম্রাজ্যের সম্পর্কে সম্পর্কিত ?

 ➣ বিজয়নগর সাম্রাজ্য।

176. প্রবীণতাই কি পদোন্নতি একমাত্র শর্ত  হওয়া উচিত ?

 ➣ ।

177. এক ব্যক্তি ধনী তার অনেক প্রভাব আছে। এ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?

 ➣ ।

178.  (7, 77, 140) — এই সেটটি অনুসরণ করে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো

 ➣ 6, 66, 120।

179. দিনে কতবার ঘড়ির কাটা দুটি পরস্পর মিলে যায় ?

 ➣ 22।

180. আজ বৃহস্পতিবার হলে 59 দিন পর কি বার হবে ?

 ➣ রবিবার।

181. অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়।

এ ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?

 ➣ ।

182. ‘School’ যদি ‘Student’ হয়, তবে ‘Hospital’ কি হবে ?

 ➣ Patient।

183. 64 ফুট উঁচু একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য 96 ঐ একই শর্তে 180 ফুট একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে ?

 ➣ ।

184. একটি ট্রেনের দৈর্ঘ্য 150 m। এটির গতিবেগ 41 kmph । এক ব্যক্তি 11 kmph গতিবেগ নিয়ে ট্রেনের অভিমুখে যাচ্ছে কত সময়ের ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে ?

 ➣ ।

185. ‘?’ চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে ?

1, 2, 10, 37, 101, ____?___

 ➣ 226।

186. 1500 ছাত্রের মধ্যে 480 জন NCC - তে নাম নথিভুক্ত করেছে। কত শতাংশ নাম নথিভুক্ত করায় নি ?

 ➣ 68%।

187. মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, লালটু নেই 10 ঘণ্টা। ওরা একসাথে কাজটি করতে কত সময় নেবে ?

 ➣ (B)।

188. WINSOME' শব্দটির সবচেয়ে দুরবর্তী অর্থ বহন

করে নীচের কোন শব্দটি ?

 ➣ Unattractive।

189. নাসির ‘X’ বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমে 5 km গেলো। তারপর বাম দিকে ঘুরিয়ে সোজা 3 km এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 km গেলো। এখন সে ‘X’ থেকে কোন দিকে আছে?

 ➣ দক্ষিণ-পূর্ব।

190. সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত ?

যুক্তি: 1. হ্যা পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আমাদের সরকারি কর্মচারীরাই সবচেয়ে বেশি ছুটি পেয়ে থাকে।

2. হ্যা এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে। 

3. হ্যা এটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে। 

4. না পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর জন্য কর্মচারীদেরকে এটি দেওয়া উচিত।

 ➣ ।

191. আজ সোমবার হলে 61 দিন পর কি বার হবে ?

 ➣ শনিবার।

193. একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে। মাটির অগ্রভাগ মাটি থেকে 270 cm  উচ্চতায় দেওয়ালটিকে স্পর্শ করেছে। মইটির পাদদেশ দেওয়াল থেকে 54cm দূরে অবস্থিত। মইটির উচ্চতা কত ?

 ➣ √75816 cm।

198. ছবিতে একটি মেয়েকে দেখে মেঘনা বলল, “এ হলো ঝুমার মা যার বাবা আমার ছেলে”। ছবির মেয়েটির সাথে মেঘনার কি সম্পর্ক ?

 ➣ ঠাকুমা।

199. 32, 19, 8 ?

 ➣ 1। 

মৌলিক সংখ্যার সিরিজে বিয়োগ করা হয়েছে


200. 6 ইঞ্চ ও 4 ফুটের অনুপাত কত ?

 ➣ 1:8।


Official Answer Key –  Click Here


আরও দেখুন...

🎯 WBCS Prelims 2022 Question Paper

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন