Breaking




শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023 তালিকা PDF

 রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023 তালিকা PDF | National Sport Award 2023 

রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023

নমস্কার বন্ধুগন,

আজকের এই পোস্টটিতে রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 2024 সালের 9 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার গুলি প্রদান করবেন। 


রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার 2023

রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কারে যে সকল পুরস্কার প্রদান করা হয় -

1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 

2. অর্জুন পুরস্কার 

3. দ্রোণাচার্য পুরস্কার

4. ধ্যানচাঁদ পুরস্কার

5. মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি


💠 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 

 এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান

➤ পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হয়।

 নগদ পুরস্কার - 25 লক্ষ টাকা

 প্রথম বিজেতা হলেন বিশ্বনাথন আনন্দ দাবা খেলার জন্যে।

 2023 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের 2 জন বিজেতা হলেন - চিরাগ শেট্টি, রাঙ্কিরেড্ডি স্বতিক সাইরাজ (ব্যাডমিন্টন)


💠 অর্জুন পুরস্কার 2023

অর্জুন পুরস্কার হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার

 এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় – 1961 সালে

 নগদ টাকা 15 লাখ টাকা

 2023 সালে মোট 26 জনকে এই পুরস্কার প্রদান করা হবে। সেই 26 জনের নাম ও কোন খেলার সাথে যুক্ত তার তালিকা দেওয়া হল


নাম খেলা
1 অদিতি গোপীচাঁদ স্বামী তীরন্দাজ
2 ওজস প্রধান দেওতালে  তীরন্দাজ
3 পারুল চৌধুরী অ্যাথলেটিক্স
4 শ্রীশঙ্কর এম অ্যাথলেটিক্স
5 মোহাম্মদ হোসামুদ্দিন বক্সিং
6 মোহাম্মদ শামি ক্রিকেট
7 আর. বৈশালী দাবা
8 দিব্যকৃতি সিং অশ্বারোহী
9 অনুশ আগারওয়াল  অশ্বারোহী
10 দীক্ষা ডাগর গলফ
11 পখুরামবাম সুশীলা চানু হকি
12 শ্রী কৃষ্ণান বাহাদুর পাঠক হকি
13 রিতু নেগি কাবাডি
14 শ্রী পবন কুমার কাবাডি
15 পারবিন নাসরিন খো-খো
16 মিসেস পিঙ্কি  লন বলার
17 এশা সিং শুটিং
18 ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমার  শুটিং
19 হরিন্দন পাল সিং সিন্ধু স্কোয়াশ
20 আহিকা মুখার্জী টেবিল টেনিস
21 অ্যান্টিম কুস্তি
22 শ্রী সুনীল কুমার কুস্তি
23 নওরেম রোশিবিন দেবী উশু
24 শীতল দেবী  প্যারা আর্চারি
25 অজয় কুমার রেড্ডি অন্ধ ক্রিকেট
26 প্রাচী যাদব প্যারা ক্যানোইং

 💠 দ্রোণাচার্য পুরস্কার

  দ্রোণাচার্য পুরস্কার চালু হয় - 1985 সালে

 ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষকদের দেওয়া হয়

 দুটো Category-তে দেওয়া হয় - 1. Regular Category (10 লক্ষ টাকা) 2. Lifetime Category (15 লক্ষ টাকা)

➤ Regular Category তে 5 জনকে 2023 সালে এই পুরস্কারটি প্রদান করা হবে - 

1 শ্রী ললিত কুমার (রেসলিং)

2 শ্রী আর. বি. রমেশ (দাবা)

3 মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স)

4 শিবেন্দ্র সিং (হকি)

5 গনেশ প্রভাকর (মাল্লাখাম্ব)

➤ Lifetime Category তে 3 জনকে এই পুরস্কারটি প্রদান করা হবে

1 যশকিরাত সিং (গলফ)

2 ই. ভাস্করণ (কাবাডি)

3 জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)


💠 ধ্যানচাঁদ পুরস্কার

➤ চালু হয় - 2002 সালে

➤Cash Prize – 10 লক্ষ টাকা 

➤ এই বছর 3 জনকে এই পুরস্কারটি প্রদান করা হবে

1 মাঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন) 

2 বিনীত কুমার শর্মা (হকি) 

3 কবিতা সেলভারাজ (কাবাডি)


👉🏻 মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি

➤ এই পুরস্কারটি প্রদান করা হবে Guru Nanak Dev University কে যেটি অমৃতসরে অবস্থিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন