Breaking




শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

ভারতের ব্যাঘ্র প্রকল্প সমুহ || List of tiger reserves in India

ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প সমুহ || List of tiger reserves in India

ভারতের ব্যাঘ্র প্রকল্প

নমস্কার বন্ধুগন, 

ভারতের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চালু হয় 1973 সালে। ভারতে বর্তমানে মোট 55টি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প রয়েছে এবং 5 টি ব্যাঘ্র প্রকল্প প্রস্তাবিত রয়েছে। সবচেয়ে বেশি ব্যাঘ্র প্রকল্প রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। Competitive Exam এ এই টপিকটি থেকে যে ধরনের প্রশ্ন আসে - করবেট ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? ইত্যাদি


ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা


ব্যাঘ্র প্রকল্প অবস্থান সাল
সুন্দরবন পশ্চিমবঙ্গ 1973-74
বক্সা পশ্চিমবঙ্গ 1982-83
সিমলিপাল ওড়িশা 1973-74
সাতকোশিয়া ওড়িশা 2008-09
বাল্মীকি বিহার 1989 - 90
পালামৌ ঝাড়খণ্ড 1973-74
বন্দিপুর কর্ণাটক 1973-74
ভদ্রা কর্ণাটক 1998-99
বিলিগীরি রঙ্গনাথ কর্ণাটক 2010-11
নাগরহোল কর্ণাটক 2008-09
দান্দেলি আনশি কর্ণাটক 2008-09
মানস আসাম 1973-74
কাজিরাঙ্গা আসাম 2008-09
ওরাং আসাম 2016
নামেরি আসাম 1999-2000
ইন্দ্রবতি ছত্তিশগড় 1982-83
অচনকমার ছত্তিশগড় 2008-09
অন্নামালাই তামিলনাড়ু 2008-09
মাদুমালাই তামিলনাড়ু 2008-2009
সত্যমঙ্গলম তামিলনাড়ু 2013-14
নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ 1982-83
সহ্যাদ্রি মহারাষ্ট্র 2009-10
নাভেগাঁও মহারাষ্ট্র 2013-14
মেলঘাট মহারাষ্ট্র 1973-1974
তাদোবা মহারাষ্ট্র -
পেঞ্চ মহারাষ্ট্র -
বোর মহারাষ্ট্র -
করবেট উত্তরাখণ্ড 1973-74
রাজাজি উত্তরাখণ্ড 2015
রণথম্বর রাজস্থান 1973-74
মুকুন্দ হিল রাজস্থান 2013-14
সরিস্কা রাজস্থান 1978-79
পেরিয়ার কেরালা 1978-79
পারম্বিকুলাম কেরালা 2008-09
আমরাবাদ তেলেঙ্গানা 2014
কাওয়ালা তেলেঙ্গানা 2012-13
দাম্পা মিজোরাম 1994-95
কামলং অরুণাচল 2016
পিলভিট উত্তরপ্রদেশ 2014
আমানগড় উত্তরপ্রদেশ 2012
পান্না মধ্যপ্রদেশ 1992-93
কানহা মধ্যপ্রদেশ 1973-74
বান্ধবগড় মধ্যপ্রদেশ 1993-94
সাতপুরা মধ্যপ্রদেশ 1999-2000
পেঞ্চ মধ্যপ্রদেশ -
সঞ্জয় - ডুব্রি মধ্যপ্রদেশ -


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ পশ্চিমবঙ্গ।
➤ অন্নামালাই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাড়ু।

File Details:
File Name: ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন