বিভিন্ন গুরুত্বপূর্ন ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা | সংগঠন ও প্রতিষ্ঠাতা
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির বিষয়বস্তু হল যেসমস্ত গুরুত্বপূর্ন সংগঠন রয়েছে সেগুলোর প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা সাল। যেমন - এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সাধারণ ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? ইত্যাদি।
সকল চাকরির পরীক্ষায় জন্যে সংগঠন ও প্রতিষ্ঠাতার এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ন। নিচে এর সম্পূর্ন তালিকাটি দেওয়া রইলো।
| প্রতিষ্ঠান | প্রতিষ্ঠাতা | সাল |
|---|---|---|
| এশিয়াটিক সোসাইটি | উলিয়ম জন্স | 1784 |
| আত্মীয় সভা | রাজা রামমোহন রায় | 1814 |
| স্কুল বুক সোসাইটি | ডেভিড হেয়ার | 1817 |
| স্বরাজ পার্টি | মতিলাল নেহেরু | 1923 |
| ব্রাহ্মসমাজ | রাজা রামমোহন রায় | 1828 |
| সাধারণ ব্রাহ্মসমাজ | আনন্দমোহন বসু | 1870 |
| প্রার্থনা সভা | আত্মারাম পান্ডুরাঙ্গ | 1867 |
| তত্ত্ববোধিনী সভা | দেবেন্দ্রনাথ ঠাকুর | 1840 |
| সত্যশোধক সমাজ | জ্যোতিবা ফুলে | 1873 |
| আর্য সমাজ | স্বামী দয়ানন্দ সরস্বতী | 1875 |
| রামকৃষ্ণ মিশন | স্বামী বিবেকানন্দ | 1897 |
| ভারত সভা | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | 1876 |
| অভিনব ভারত | বিনায়ক দামোদর সাভারকার | 1904 |
| ঢাকা অনুশীলন সমিতি | পুলিন বিহারী দাস | 1905 |
| সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি | গোপালকৃষ্ণ গোখলে | 1905 |
| হিন্দু মেলা | নবগোপাল মিত্র | 1867 |
| হরিজন সেবা সংঘ | মহাত্মা গান্ধী | 1932 |
| ফরওয়ার্ড ব্লক | সুভাষচন্দ্র বসু | 1939 |
| ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ | রাসবিহারী | 1920-1940 |
| আজাদ হিন্দ ফৌজ | ক্যাপ্টেন মোহন সিং | - |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1748 সালে।
➤ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উঃ ক্যাপ্টেন মোহন সিং।
File Details:
File Name: সংগঠন ও প্রতিষ্ঠাতা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: সংগঠন ও প্রতিষ্ঠাতা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন