Breaking




বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ভারতের নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকা [1913 থেকে 2023 সাল পর্যন্ত]

 ভারতের নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকা

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের তালিকা

নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে ভারতের যে সকল ব্যক্তিগণ নোবেল পুরস্কার পেয়েছেন তাঁদের তালিকা দেওয়া হল। নোবেল পুরষ্কার প্রাপক প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে নোবেল পুরস্কার পান।

নোবেল পুরস্কার সম্পর্কে তথ্য : 1901 সালে প্রথম দেওয়া হয়, বর্তমানে নোবেল পুরস্কার প্রধানত 6টি ক্ষেত্রে দেওয়া হয় যেগুলো হল - সাহিত্য, অর্থনীতি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, শান্তি ও চিকিৎসাবিদ্যা।

ভারতের নোবেল বিজয়ীদের তালিকা


নোবেল পুরস্কার প্রাপক ক্ষেত্র সাল
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য 1913
সিভি রমন পদার্থবিদ্যা 1930
হর গোবিন্দ খুরানা চিকিৎসাবিদ্যা 1968
মাদার টেরিজা শান্তি 1979
চন্দ্রশেখর পদার্থবিদ্যা 1983
অমর্ত্য সেন অর্থনীতি 1998
ভেঙ্কট রমন রামকৃষ্ণ রসায়ন 2009
কৈলাস সত্যার্থী শান্তি 2014
অভিজিৎ ব্যানার্জি অর্থনীতি 2019

File Details:
File Name: ভারতের নোবেল পুরষ্কার প্রাপকদের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কয়েকটি প্রশ্ন উত্তর 🔻
১. ভারতের কে প্রথম নোবেল পুরস্কার পান?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উঃ 1913 সালে।
৩. কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়?
উঃ 6 টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন