বিভিন্ন মতবাদের প্রতিষ্ঠাতা তালিকা সমূহ
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন মতবাদের প্রতিষ্ঠাতাদের যেমন : দ্বীন ই ইলাহী এর প্রতিষ্ঠাতা কে ? উঃ আকবর। দ্বৈতবাদ এর প্রতিষ্ঠাতা কে ? উঃ শঙ্করাচার্য। ইত্যাদি তুলে ধরার চেষ্টা করেছি। এই ধরনের আরও কয়েকটি বিখ্যাত মতবাদের প্রতিষ্ঠাতাদের নাম সুন্দরভাবে নীচে দেওয়া রয়েছে এবং প্রয়োজনে PDF টি সংগ্রহ করে নিতে পারেন।
বিভিন্ন মতবাদ ও তার প্রতিষ্ঠাতা
মতবাদ / ধর্ম | প্রতিষ্ঠাতা |
---|---|
দ্বীন ই ইলাহী | আকবর |
দ্বৈতবাদ | বল্লাভাচার্য |
অদ্বৈতবাদ | শঙ্করাচার্য |
কালবাদ | অঘমর্ষণ |
কর্মবাদ | গৌতম বুদ্ধ |
প্রজ্ঞাত্মনবাদ | প্রতর্দন |
অবিনশ্বরবাদ | গাগ্যায়ন |
সর্বেশ্বরবাদ | বাধ্বর |
অজ্ঞেয়তাবাদ | দীর্ঘতমা |
পঞ্চ মহোদ্বয় | মহাবীর |
প্রতিত্যসমুৎপাদবাদ | গৌতম বুদ্ধ |
চতুর্যাম সম্বর | পার্শ্বনাথ |
জৈন ধর্ম | ঋষভনাথ |
বৌদ্ধ ধর্ম | গৌতম বুদ্ধ |
শিখ ধর্ম | গুরু নানক |
বৈষ্ণব ধর্ম | চৈতন্যদেব |
আজিবক ধর্ম | মংখলি পুত্ত |
আমি আশা করছি বিভিন্ন ধর্ম ও ধর্মীয় মতবাদের তালিকাটি বুঝতে পেরেছেন ও এই গুরুত্বপূর্ণ তথ্য গুলি থেকে উপকৃত হয়েছেন। আপনি যদি কঠিন পরিশ্রমই হল সফলতার একমাত্র চাবিকাঠি। নিচে PDF টি দেওয়া রইলো এবং অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হোন।
File Name: বিভিন্ন মতবাদ ও তার প্রতিষ্ঠাতা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন