এই পোস্টটিতে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলার তালিকা দেওয়া রইলো।
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য এই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলার নাম জেনে রাখা খুবই প্রয়োজনীয় যেমন WBP CONSTABLE , SI, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE ইত্যাদি।
বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলা
প্রথম মহিলা
☞ রাষ্ট্রপতি : প্রতিভা দেবী সিং পাতিল।
☞স্পিকার : মীরা কুমার।
☞প্রধানমন্ত্রী : ইন্দিরা গান্ধী।
☞ কংগ্রেস সভাপতি : সুচেতা কৃপালিনী।
☞ পাইলট : দূর্বা ব্যানার্জি।
☞ এভারেস্ট জয়ী : বাচেন্দ্রী পাল (১৯৮৪)।
☞ IPS অফিসার : কিরন দেবী (১৯৭৪)।
☞ পদ্মশ্রী পুরস্কার জয় অভিনেত্রী : নার্গিস দত্ত (১৯৫৮)।
☞ জ্ঞানপীঠ জয় লেখিকা : আশাপূর্ণা দেবী (১৯৭৬)।
☞ দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী : দেবিকা রানী রোইরিচ (১৯৬৯)।
☞ "মিস ওয়ার্ল্ড" : রিতা ফারিয়া।
☞ "মিস ইউনিভার্স" : সুস্মিতা সেন।
☞ ইংলিশ চ্যানেল জয়ী : আরতি সাহা।
☞ হাইকোর্টের বিচারপতি : আন্না চন্ডী।
☞ সুপ্রিম কোর্টের বিচারপতি : মীরা সাহেব ফাতেমা বিবি।
☞ মহাকাশচারী : কল্পনা চাওলা।
☞ জিব্রাল্টার বিজয়িনী : আরতি প্রধান।
☞ নির্বাচন কমিশন : রমা দেবী।
☞ রাজ্যসভার সদস্য : নার্গিস দত্ত।
☞ ভারতরত্নে ভূষিত মহিলা : ইন্দিরা গান্ধী।
☞ বুকার পুরস্কার জয়ী : অরুন্ধতী রায়।
☞ ম্যাগসেসে বিজয়িনী : কমলাদেবী চট্টোপাধ্যায়।
☞ নোবেল পুরস্কার বিজয়িনী : মাদার টেরেজা।
☞ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন : অঞ্জু ববি জর্জ।
☞ অলিম্পিক ব্রোঞ্জজয়ী : কর্ণম মালেশ্বরী।
☞ মার্চেন্ট নেভি অফিসার : সোনালী ব্যানার্জি।
প্রথম পুরুষ
☞ রাষ্ট্রপতি : ড: রাজেন্দ্রপ্রসাদ।
☞ উপরাষ্ট্রপতি : ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
☞ প্রধানমন্ত্রী : জওহরলাল নেহেরু।
☞ শিক্ষা মন্ত্রী : আবুল কালাম আজাদ।
☞ মুখ্য নির্বাচন আধিকারিক : সুকুমার সেন।
☞ রাজ্যসভার চেয়ারম্যান : ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
☞ মহাকাশচারী : রাকেশ শর্মা।
☞ ভারতরত্ন প্রাপক : চক্রবর্তী রাজা গোপালাচারী।
☞ নৌ-সেনা প্রধান : আর ডি কাটারী।
☞ কমান্ডার ইন-চীফ : কে. এম. কারিয়াপ্পা।
☞ জ্ঞানপীঠ পুরস্কার জয়ী : জি. শংকর করুপ।
☞ পর্বতারোহী অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেন : ফু দোরজি।
☞ ম্যাগসেসে পুরস্কার জয়ী : আচার্য্য বিনোবা ভাবে।
☞ ICS : সত্যেন্দ্রনাথ দত্ত।
☞ নোবেল জয়ী : রবীন্দ্রনাথ ঠাকুর।
☞ অস্কার জয়ী : ভানু আথাইয়া।
☞ যিনি নিশান-ই-পাকিস্তান পান : মোরারজি দেশাই।
☞ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য : দাদাভাই নওরোজি।
☞ চিফ জাস্টিস : হীরালাল জে. কানিয়া।
☞ ক্রিকেটার যিনি ১ থেকে ১০ সব পজিশনে ব্যাট করেছেন : ভিনু মানকর।
☞ অর্থমন্ত্রী : রামাস্বামী কান্দস্বামী সন্মূখম চেত্তি।
☞ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী : মিহির সেন (১৯৫৬)।
☞ ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী : কে. ভি. যাদব।
☞ প্রথম ডাকটিকিট যাতে কোন জাতীয় নেতার ছবি ছিল : মহাত্মা গান্ধী।
☞ একদিনের ক্রিকেটে 200 রান করেছেন : শচীন তেন্ডুলকর।
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইল🔻
★ ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন ?
উঃ দূর্বা ব্যানার্জি।
★ ভারতের প্রথম পুরুষ রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।
★ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন —
উঃ প্রতিভা দেবী সিং পাতিল।
★ ভারতের প্রথম পুরুষ নোবেলজয়ী —
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
★ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
উঃ কল্পনা চাওলা।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা ও পুরুষের post টি পড়ে অনেক উপকৃত হয়েছেন।
এই তথ্যগুলি আপনাকে WBP , SI, RAILWAY GROUP D, KOLKATA POLICE, WBCS, PSC ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন