Breaking




মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা ও পুরুষ | Competitive Exam

বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় মহিলা ও পুরুষ

Hi Friends,
 এই পোস্টটিতে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলার তালিকা দেওয়া রইলো।
 বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য এই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলার নাম জেনে রাখা খুবই প্রয়োজনীয় যেমন WBP CONSTABLE , SI, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE ইত্যাদি। 

বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ ও মহিলা


প্রথম মহিলা


 রাষ্ট্রপতিপ্রতিভা দেবী সিং পাতিল। 
স্পিকার : মীরা কুমার। 
প্রধানমন্ত্রী : ইন্দিরা গান্ধী। 
 কংগ্রেস সভাপতি : সুচেতা কৃপালিনী। 
 পাইলট : দূর্বা ব্যানার্জি। 
 এভারেস্ট জয়ী : বাচেন্দ্রী পাল (১৯৮৪)। 
 IPS অফিসার : কিরন দেবী (১৯৭৪)। 
 পদ্মশ্রী পুরস্কার জয় অভিনেত্রী : নার্গিস দত্ত (১৯৫৮)। 
 জ্ঞানপীঠ জয় লেখিকা : আশাপূর্ণা দেবী (১৯৭৬)। 
 দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী : দেবিকা রানী রোইরিচ (১৯৬৯)। 
 "মিস ওয়ার্ল্ড" : রিতা ফারিয়া। 
 "মিস ইউনিভার্স" : সুস্মিতা সেন। 
 ইংলিশ চ্যানেল জয়ী : আরতি সাহা। 
 হাইকোর্টের বিচারপতি : আন্না চন্ডী। 
 সুপ্রিম কোর্টের বিচারপতিমীরা সাহেব ফাতেমা বিবি। 
 মহাকাশচারীকল্পনা চাওলা। 
 জিব্রাল্টার বিজয়িনী : আরতি প্রধান। 
 নির্বাচন কমিশন : রমা দেবী। 
 রাজ্যসভার সদস্য : নার্গিস দত্ত। 
 ভারতরত্নে ভূষিত মহিলা : ইন্দিরা গান্ধী। 
 বুকার পুরস্কার জয়ী : অরুন্ধতী রায়। 
 ম্যাগসেসে বিজয়িনী : কমলাদেবী চট্টোপাধ্যায়। 
 নোবেল পুরস্কার বিজয়িনী : মাদার টেরেজা। 
 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন : অঞ্জু ববি জর্জ। 
 অলিম্পিক ব্রোঞ্জজয়ী : কর্ণম মালেশ্বরী। 
 মার্চেন্ট নেভি অফিসার : সোনালী ব্যানার্জি। 

প্রথম পুরুষ


 রাষ্ট্রপতিড: রাজেন্দ্রপ্রসাদ।
 উপরাষ্ট্রপতিড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ। 
 প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু। 
 শিক্ষা মন্ত্রী : আবুল কালাম আজাদ। 
 মুখ্য নির্বাচন আধিকারিকসুকুমার সেন। 
 রাজ্যসভার চেয়ারম্যানড: সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
 মহাকাশচারীরাকেশ শর্মা। 
 ভারতরত্ন প্রাপকচক্রবর্তী রাজা গোপালাচারী। 
 নৌ-সেনা প্রধানআর ডি কাটারী।  
 কমান্ডার ইন-চীফকে. এম. কারিয়াপ্পা। 
 জ্ঞানপীঠ পুরস্কার জয়ী জি. শংকর করুপ। 
 পর্বতারোহী অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেনফু দোরজি। 
 ম্যাগসেসে পুরস্কার জয়ী আচার্য্য বিনোবা ভাবে। 
 ICSসত্যেন্দ্রনাথ দত্ত। 
 নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। 
 অস্কার জয়ীভানু আথাইয়া। 
 যিনি নিশান-ই-পাকিস্তান পানমোরারজি দেশাই। 
 ব্রিটিশ পার্লামেন্টের সদস্য দাদাভাই নওরোজি। 
 চিফ জাস্টিসহীরালাল জে. কানিয়া। 
 ক্রিকেটার যিনি ১ থেকে ১০ সব পজিশনে ব্যাট করেছেনভিনু মানকর। 
 অর্থমন্ত্রীরামাস্বামী কান্দস্বামী সন্মূখম চেত্তি। 
 ইংলিশ চ্যানেল অতিক্রমকারীমিহির সেন (১৯৫৬)। 
 ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ীকে. ভি. যাদব। 
 প্রথম ডাকটিকিট যাতে কোন জাতীয় নেতার ছবি ছিল মহাত্মা গান্ধী। 
 একদিনের ক্রিকেটে 200 রান করেছেনশচীন তেন্ডুলকর।

 

নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইল🔻

ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিলেন ?

উঃ দূর্বা ব্যানার্জি।

 ভারতের প্রথম পুরুষ রাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন —

উঃ প্রতিভা দেবী সিং পাতিল।

 ভারতের প্রথম পুরুষ নোবেলজয়ী —

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

 ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?

উঃ কল্পনা চাওলা।


পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা ও পুরুষের post টি পড়ে অনেক উপকৃত হয়েছেন।

এই তথ্যগুলি আপনাকে WBP , SI, RAILWAY GROUP D, KOLKATA POLICE, WBCS, PSC ও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন