Breaking




মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

Current Affairs 2020-2021 Part 1

 


Hi friends,

Current Affairs ও অন্যান্য প্রশ্ন যেমন GK, HISTORY, GEOGRAPHY, GENERAL SCIENCE, MATH, REASONING ও অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন রয়েছে আমাদের এই BongTeach ওয়েবসাইটেটিতে।

WBP Constable, SI Inspector, Excise police, Railway Group D, Kolkata Police SSC Exams এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তাই সময় নষ্ট না করে Current Affairs এর প্রশ্নগুলো ভালো করে দেখে নেন।

Current Affairs 2020–2021

১. কোন রাজ্যে ই-কেবিনেট কার্যকরী করেছে ?

উ:- হিমাচল প্রদেশ। 


২. কোন রাজ্য সরকার স্থির করেছে প্রতিটি জমির জন্য ১৬ সংখ্যার চিহ্নিতকরণ নাম্বার দেওয়া হবে জমি নিয়ে জালিয়াতি রুখতে ?

উ:- উত্তর প্রদেশ। 


৩. শিশুমৃত্যু হার কমাতে কোন রাজ্য "SAANS" প্রচার শুরু করেন ?

উ:- মধ্যপ্রদেশ। 


৪. দেশের প্রথম হেরিকেন রিসার্চ সেন্টার গড়ে উঠবে কোন রাজ্যে ?

উ:- ওড়িশা। 


৫. কোন ভারতীয় রাজ্য 2020 "Tree City Of The World" এর স্বীকৃতি পেয়েছেন?

উ:- হায়দ্রাবাদ। 


৬. ভারতের প্রথম কোন জুলজিক্যাল উদ্যান ISO 9001: 2015 Quality Management Standards Certification পেয়েছে ?

উ:- নেহেরু জুলজিক্যাল পার্ক, হায়দ্রাবাদ। 


৮. ভারতের কোন রাজ্যের ব্যাঘ্র অরণ্য হট এয়ার বেলুন সাফারি চালু করা হয়েছে ?

উ:- মধ্যপ্রদেশ। 


৯. কোন রাজ্য "হর ঘর জল" রাজ্য হবার কৃতিত্ব অর্জন করেছে ? 

উ:- গোয়া।  


১০. "মেরি সহেলি" প্রচেষ্টা কে শুরু করেছে ?

উ:- ভারতীয় রেল। 


১১. ভারতের প্রথম সৌরশক্তি দ্বারা চালিত ইন্টিগ্রেটেড মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (IMVWSP) কোন রাজ্যে শুরু করা হয়েছে ?

উ:- অরুণাচল প্রদেশ।


১২. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত বস্ত্র কারখানা ভারতের কোন রাজ্যে গড়ে উঠেছে ?

উ:- মহারাষ্ট্র। 


১৩. কোন রাজ্য ভারতীয় রেল নির্মাণ করেছে বিশ্বের উচ্চতম খিলান সেতু এজাই নদীর উপর ?

উ:- মনিপুর। 


১৪. কোন দেশের সংসদ অ্যান্টি রেডিক্যালিজম বিল পাস করেছে ?

উ:- ফ্রান্স। 


১৫. কে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ১১৭ তম কংগ্রেসের জন্য ?

উ:- ন্যান্সি পেলোসি। 


১৬. কোন দেশের পর্বতারোহীরা ইতিহাস সৃষ্টি করেছেন প্রথমবার শীতের সময় দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 জয় করে ?

উ:- নেপাল। 


১৭. আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?

উ:- জো বাইডেন।  


১৮. সৌরশক্তি উৎপাদনের জন্য স্পেন এবং কোন দেশ এক চুক্তিতে স্বাক্ষর করেছে ?

উ:- ফ্রান্স।  


১৯. কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক V ঘোষণা করেছে ?

উ:- রাশিয়া। 


২০. কোন সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে Inequality Virus Report?

উ:- Oxfam। 


২১. রিজার্ভ ব্যাংকের অনুমান অনুযায়ী ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ হবে ২০২১-২২ আর্থিক বছরে ?

উ:- ১০.৫%। 


২২. কোন অটোমোবাইল কোম্পানি বিশ্বের সবচেয়ে মূল্যবান টু হুইলার কোম্পানি হয়েছে ?

উ:- বাজাজ অটো। 


২৩. কোন ব্যাংকের সঙ্গে ভারত সরকার ৬৪৬ মিলিয়ন আমেরিকান ডলারের এক ঋণের চুক্তিতে স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশের দুটি সড়ক প্রকল্পের জন্য ?

উ:- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। 


২৪. কোন ব্যাংক চালু করেছে Rupifi বিজনেস ক্রেডিট কার্ড ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধার্থে Pupifi এবং ভিসার সহযোগিতায় ?

উ:- অ্যাক্সিস ব্যাঙ্ক। 


২৫. ই-কৃষি স্পট মার্কেট প্ল্যাটফর্ম "BEAM" কে চালু করেছিল ?

উ:- BSE। 


২৬. কোন ব্যাংক সমঝোতা স্বাক্ষর করেছে SBI এর জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য ?

উ:- NABARD। 


২৭. ২০২১ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দা ইয়ার কাকে নির্বাচিত করা হয়েছে ?

উ:- Robert Irwin। 


২৮. ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) এর পরবর্তী ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?

উ:- অজয় মাথুর। 


২৯. ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান ও CEO হিসেবে কার্যভার গ্রহণ করেছেন ?

উ:- সুমিত শর্মা। 


৩০. রিজার্ভ ব্যাংক দ্বারা গঠিত ডিজিটাল ল্যান্ডিং ওয়ার্কিং গ্রুপ এর চেয়ারম্যান কে হয়েছেন ?

উ:- জয়ন্ত কুমার দাস। 


৩১. কাকে সুভাষচন্দ্র বোস বিপর্যয় মোকাবিলা পুরস্কার, ২০২১ প্রদান করা হয়েছে ?

উ:- রাজেন্দ্র কুমার ভান্ডারী। 


৩২. অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে কোন চলচ্চিত্রকে ?

উ:- জাল্লিকাট্টু। 


৩৩. তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার ২০২০, কে পেয়েছেন তাঁর উপন্যাস "দ্য সিটি এন্ড দ্যা সি" এর জন্য ?

উ:- রাজ কমল ঝা। 


৩৪. ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার, ২০২০ সম্মান কাকে দেওয়া হয়েছে ?

উ:- রবার্ট লিওনডোক্সি। 


৩৫. ভারতের কোন মহিলা পাইলট প্রথম রাফাল যুদ্ধবিমান উড়িয়েছেন যা ভারতীয়বিমান বাহিনীর (IAF) অন্তর্ভুক্ত করা হয়েছে সেপ্টেম্বর ১০, ২০২০ সালে ?

উ:- শিবাঙ্গী সিং। 


৩৬. ভারতের প্রথম চন্দন কাঠের সংগ্রহশালা কোথায় তৈরি হবে ?

উ:- শিবমোগ্গা।  


৩৭. কোন দেশ কাঠের উপগ্রহ তৈরি করেছে ?

উ:- জাপান। 


৩৮. P-7 হেভি ড্রাগ সিস্টেম কোন সংস্থা তৈরি করেছে ?

উ:- DRDO। 


৩৯. কোন দেশ সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে বিশ্বের প্রথম 6G উপগ্রহ "UESTC" (স্টার এরা-12) মহাকাশ থেকে হাই-ফ্রিকোয়েন্সি টেট্রাহার্জ (THz) স্পেকট্রামের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পরীক্ষার জন্য ?

উ:- চীন। 


৪০. কতগুলি উপগ্রহ ইসরো একসঙ্গে একই সময়ে মহাকাশে প্রেরণ করতে সক্ষম ?

উ:- ১০টি। 


৪১. প্রথম এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় কোন দেশ সর্বাধিক পদক পেয়েছে ?

উ:- ভারত।  


৪২. ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ২০২১ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে ?

উ:- বেঙ্গালুরু (কর্ণাটক)। 


৪৩. মোতেরা স্টেডিয়াম, যার সম্প্রতি

 নামকরণ করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, কোন শহরে অবস্থিত ?

উ:- আমেদাবাদ। 


৪৪. পুরুষদের ক্রিকেটের টেস্ট ম্যাচ প্রথম কোন মহিলা আম্পায়ার অ্যাম্পিয়ারের করেছেন ?

উ:- ক্লাইরে পোলোস্যাক।  


৪৫. বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে কে একদিনের ক্রিকেটে ১২,০০০ রান করেছেন ?

উ:- বিরাট কোহলি। 


৪৬. বিশ্বের প্রথম বোলার হিসেবে কে প্রথম ৫০০ উইকেট নিয়েছে T-20 ক্রিকেটে ?

উ:- ডোয়েন ব্র্যাভো। 


৪৭. কার জন্মদিবস পালিত হয় জাতীয় মহিলা দিবস হিসেবে ফেব্রুয়ারির ৩ তারিখে ?

উ:- সরোজিনী নাইডু।  


৪৮. সম্প্রতি কোন দেশে সোনালী খোলসের এর কচ্ছপ জন্মেছে ?

উ:- নেপাল। 


৪৯. ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?

উ:- আয়েশা আজিজ। 


৫০. ভারতে প্রথম কোন ব্যাংক উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করেছে কৃষকদের ঋণ গ্রহণের ক্ষমতা খাঁচায় রাখতে ?

উ:- ICICI.


সম্পূর্ণ প্রশ্নগলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই প্রশ্নগুলো পড়ে আপনার অনেক উপকৃত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন