Breaking




বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

কয়েকটি বিখ্যাত বইয়ের রচয়িতা List

  বিখ্যাত বইয়ের রচয়িতা - রাজনীতি, খেলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বই


নমস্কার বন্ধুগণ, আজকের এই পোস্টটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনীতি, খেলা ও অন্যান্য সম্মন্ধীয় বই ও তার রচয়িতার নাম ছকের মাধ্যমে দেওয়া রইলো।

এই টপিকটি থেকে যে ধরণের প্রশ্ন হয় - The Story of My Life বইটির রচয়িতা কে? Unbreakable কার আত্মজীবনী?

WBP Constable, SSC GD, PSC, railway ইত্যাদি পরীক্ষাগুলিতে এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে।


বই রচয়িতা
I follow the Mahatma কে এম মুন্সী
On Indian Problems  সর্দার বল্লভ ভাই প্যাটেল 
An Autobiography  জহরলাল নেহেরু
My Experiments with Truth  মহাত্মা গান্ধী 
The Discovery of India জহরলাল নেহেরু
Gandhi and Anarchy সি. শঙ্করন নায়ার
Wings of Fire  এপিজে আবদুল কালাম 
India Wins Freedom  মাওলানা আবুল কালাম আজাদ 
Waiting for a Visa বি. আর. আম্বেদকর 
The Argumentative Indian অমর্ত্য সেন
Playing It My Way  শচীন টেন্ডুলকার
Unbreakable  মেরি কম 
My Country My Life লাল কৃষ্ণ আদভানি
Jinnah: India, Partition, Independence যশবন্ত সিং
The Dramatic Decade: The Indira Gandhi Years প্রণব মুখার্জি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন