বিখ্যাত ব্যাক্তিদের ডাকনাম বা উপনাম | Nicknames of Famous People PDF List
নমস্কার বন্ধুগণ, আজকের এই পোস্টটিতে বিপিনচন্দ্র পাল, মিলখা সিং, বল্লভভাই প্যাটেল,বিপিনচন্দ্র পাল প্রমুখ বিখ্যাত ব্যক্তিদের উপনাম বা ডাকনাম দেওয়া রইলো। হকির জাদুকর কাকে বলা হয়? বাংলার বার্ক নাম কে পরিচিত? এই ধরণের প্রশ্ন এই টপিকটি থেকে WBP Constable, SI, SSC GD Constable, Kolkata Police ইত্যাদি সকল Competitive Exam এ আসে।
বিভিন্ন বিখ্যাত ব্যাক্তিদের ডাকনাম বা উপনাম
ব্যাক্তিদের নাম | উপনাম /ডাকনাম |
---|---|
শচীন টেন্ডুলকার | লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার |
কপিল দোব | হরিয়ানার হ্যারিকেন |
মিলখা সিং | উড়ন্ত শিখ |
ধ্যানচাঁদ | হকির জাদুকর |
মহাত্মা গান্ধী | বাপুজি |
সুভাষচন্দ্র বসু | নেতাজি |
ক্ষুদিরাম বসু | অগ্নি শিশু |
চিত্তরঞ্জন দাস | দেশবন্ধু |
বল্লভভাই প্যাটেল | লৌহ মানব |
বিপিনচন্দ্র পাল | বাংলার বার্ক |
আশুতোষ মুখোপাধ্যায় | বাংলার বাঘ |
লালা লাজপত রায় | পাঞ্জাব কেশরী, শের-ই-পাঞ্জাব |
বালগঙ্গাধর তিলক | লোকমান্য |
দাদাভাই নৌরজি | গ্র্যান্ড ওল্ড ম্যান |
এপিজে আবদুল কালাম | মিসাইল ম্যান |
ভগত সিং | শের-ই-আজম |
আমির খসরু | ভারতের তোতাপাখি |
লতা মঙ্গেসকর | এশিয়ার নাইটেঙ্গেল |
ইন্দিরা গান্ধী | প্রিয়দর্শনী |
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | রাষ্ট্রগুরু |
গৌতম বুদ্ধ | এশিয়ার আলো |
সরোজিনী নাইডু | ভারতের নাইটিঙ্গেল |
কালিদাস | ভারতের শেক্সপিয়ার |
মদন মোহন মালব্য | মহামান্য |
যতীন্দ্রমোহন সেনগুপ্ত | দেশপ্রিয় |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ লোকমান্য নামে কে পরিচিত ছিলেন ?
উঃ বালগঙ্গাধর তিলক ।
➤ কাকে এশিয়ার আলো বলা হয়?
উঃ গৌতম বুদ্ধ।
File Details:
File Name: বিখ্যাত ব্যাক্তিদের ডাকনাম বা উপনাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: বিখ্যাত ব্যাক্তিদের ডাকনাম বা উপনাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন