Breaking




শুক্রবার, ১৪ জুন, ২০২৪

History Questions Answers in Bengali for WBP | ইতিহাস প্রশ্ন উত্তর পর্ব - 10

History Questions Answers in Bengali for WBP | ইতিহাস প্রশ্ন উত্তর পর্ব - 10

ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

নমস্কার বন্ধুগণ, আজকের এই Post টিতে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রইলো। WBP, KP, SSC GD ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

50 History Questions Answers

১. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ? 

উঃ গুপ্ত যুগ।

২. উত্তর রামচরিতের রচয়িতা কে?

উঃ ভবভুতি।

৩. দিল্লিতে কে লালকেল্লা নির্মাণ করেন?

উঃ শাহজাহান।

৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ বাবর।

৫. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন।

৬. শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?

উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।

৭. 1885 সালে কে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন ?

উঃ অ্যালান অক্টাভিয়ান হিউম।

৮. জয়পুরের হাওয়া মহল কে নির্মান করেন ?

উঃ মহারাজা প্রতাপ সিং।

৯. গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উঃ বিষ্ণুপুপ্ত। 

১০. দিল্লির জামা মসজিদ কে নির্মান করেন ?

উঃ শাহজাহান।

১১. আর্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

১২. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উঃ ইন্দিরা গান্ধী।

১৩ ডিসকোভারী অফ ইন্ডিয়া - বইটির রচয়িতা কে ?

উঃ জওহরলাল নেহেরু।

১৪. 1857- মহাবিদ্রোহের সময় গভর্ণর জেনারেল কে ছিলেন ?

উঃ লর্ড ক্যানিং।

১৫. আত্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ রাজা রামমোহন রায়।

১৬. তুঘলক বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উঃ নালিরউদ্দিন মহম্মদ আহ তুঘলক।

১৭. মারাঠা সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ শিবাজী মহারাজ।

১৮. "জিন্দাপীর"- নামে কে পরিচিত ছিলেন ?

উঃ ঔরঙ্গজেব।

১৯. মহাত্মা গান্ধী রচিত কোন গ্রন্থে তার তার অহিংসা দর্শন বর্ণিত রয়েছে?

উঃ হিন্দ স্বরাজ।

২০. 1905 সালে কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উঃ গোপাল কৃষ্ণ গোখলে।

২১. 1913 সালে কে গদর দলের প্রতিষ্ঠাতা ছিলেন?

উঃ লালা হরদয়াল।

২২. ‘Iron Lady of India’ নামে কে পরিচিত?

উঃ ইন্দিরা গান্ধী।

২৩. 1971 সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ ইন্দিরা গান্ধী।

২৪. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

২৫. মৌর্য বংশর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

২৬. অর্থআস্ত্রের রচয়িতা কে?

উঃ কৌটিল্য/চানক্য।

২৭. কোন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ শূণ্য (zero)- আবিষ্কার করেন ?

উঃ আর্যভট্ট।

২৮. চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ বিজয়ালয় চোল।

২৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ সিমুক।

৩০. মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন ?

উঃ বৃহদ্রথ।

৩১. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ গোপাল।

৩২. কুষানদের রাজধানী কোথায় ছিল ?

উঃ পুরুষপুর/পেশোয়ার।

৩৩. দ্বিতীয় অশোক কাকে বলা হয় ?

উঃ কনিস্ক।

৩৪. প্রাচীন ভারতে কোন শাসক প্রথম রুপোর মুদ্রার প্রচলন করেন?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৩৫. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?

উঃ সমুদ্রগুপ্ত।

৩৬. কোন বেদে যাদু মন্ত্র বা 'কালো যাদু সম্পর্কে উল্লিখিত রয়েছে ?

উঃ অথর্ববেদ।

৩৭. সিন্ধু সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের নিদর্শন পাওয়া যায় ?

উঃ মহেঞ্জোদারো।

৩৮. রামচরিত -গ্রন্থের রচয়িতা কে ?

উঃ সন্ধ্যাকর নন্দী।

৩৯. শেষ জৈন তীর্থকের কে ছিলেন ?

উঃ মহাবীর।

৪০. ত্রিপিটক কোন ভাষায় রচিতা ?

উঃ পালি।

৪১. কোন গুপ্ত সম্রাট “লিচ্ছবি দৌহিত্র” নামে পরিচিত ?

উঃ সমুদ্রগুপ্ত।

৪২. "বিক্রমশীলা মহাবিহার" কে স্থাপন করেন ?

উঃ ধর্মপাল।

৪৩. অমিত্রাঘাত উপাধি কার?

উঃ বিন্দুসার।

৪৪. কোন গুপ্ত শাসকের উপাধি ছিল বিক্রমাদিত্য ?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৪৫. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ?

উঃ মেগাস্থিনিস।

৪৬. ভারতের ইতিহাসে 'কুণিক' নামে কে পরিচিত ছিলেন ?

উঃ অজাতশত্রু।

৪৭. আমির খসরু কার সভাকবি ছিলেন ?

উঃ আলাউদ্দিন খিলজি।

৪৮. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?

উঃ ঋকবেদ।

৪৯. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ রাজগৃহ।

৫০. মুদ্রারাক্ষসের রচয়িতা কে ?

উঃ বিশাখদত্ত।


File Details:

File Name: History Questions Set 10.pdf

File Formet: PDF

Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন