Breaking




রবিবার, ১২ মে, ২০২৪

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান | Location of important lakes in India PDF

 ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান | Location of important lakes in India PDF 

ভারতের বিভিন্ন হ্রদের অবস্থান

নমস্কার বন্ধুগন, আজকের এই Post টিতে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান এর তালিকা দেওয়া রইলো। যেমন - কোলেরু হ্রদ কোনো রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এইধরণের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই Post টির মাধ্যমে। WBP Constable, SI, KP, SSC GD ইত্যাদি সকল Competitive Exam এ এই টপিকটি থেকে প্রশ্ন আসে।

নিচে ভারতের বিভিন্ন হ্রদের অবস্থান এর তালিকাটি দেওয়া রইলো।

ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান


 কোলেরু হ্রদ অবস্থান
কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ
সম্বর হ্রদ রাজস্থান
পুষ্কর হ্রদ রাজস্থানের আজমির জেলায়
লোনার হ্রদ মহারাষ্ট্র
নল সরোবর হ্রদ গুজরাট
পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে
লোকটাক হ্রদ মনিপুর
চিল্কা হ্রদ ওড়িশা
ভেম্বনাথ হ্রদ কেরালা
ডাল হ্রদ জম্মু-কাশ্মীর (শ্রীনগর)
নৈনিতাল হ্রদ ও ভীমতাল হ্রদ উত্তরাখন্ড
হুসেন সাগর হ্রদ তেলেঙ্গানা
সেলিম আলী হ্রদ মহারাষ্ট্র
পেরিয়ার হ্রদ কেরালা
উলার হ্রদ জম্মু ও কাশ্মীর
অষ্টমুদি হ্রদ কেরালা
ভোজতাল হ্রদ মধ্যপ্রদেশ
সাংপো হ্রদ সিকিম
শিবসাগর হ্রদ মহারাষ্ট্র
নারায়ণ সরোবর হ্রদ গুজরাট
কানয়ার হ্রদ বিহার
নক্কি হ্রদ রাজস্থান
কুট্টনাদ হ্রদ কেরালা
কাঞ্জিয়া হ্রদ ওড়িশা
রেনুকা হ্রদ হিমাচল প্রদেশ
গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ উত্তর প্রদেশ


গুরুত্বপূর্ন প্রশ্ন 
➤ লোকটাক হ্রদ কোনো রাজ্যে অবস্থিত?
উঃ লোকটাক হ্রদ।
➤ সম্বর হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ রাজস্থান।

File Details:
File Name: ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন