ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান | Location of important lakes in India PDF
নমস্কার বন্ধুগন, আজকের এই Post টিতে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান এর তালিকা দেওয়া রইলো। যেমন - কোলেরু হ্রদ কোনো রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এইধরণের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই Post টির মাধ্যমে। WBP Constable, SI, KP, SSC GD ইত্যাদি সকল Competitive Exam এ এই টপিকটি থেকে প্রশ্ন আসে।
নিচে ভারতের বিভিন্ন হ্রদের অবস্থান এর তালিকাটি দেওয়া রইলো।
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদের অবস্থান
| কোলেরু হ্রদ | অবস্থান |
|---|---|
| কোলেরু হ্রদ | অন্ধ্রপ্রদেশ |
| সম্বর হ্রদ | রাজস্থান |
| পুষ্কর হ্রদ | রাজস্থানের আজমির জেলায় |
| লোনার হ্রদ | মহারাষ্ট্র |
| নল সরোবর হ্রদ | গুজরাট |
| পুলিকট হ্রদ | অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে |
| লোকটাক হ্রদ | মনিপুর |
| চিল্কা হ্রদ | ওড়িশা |
| ভেম্বনাথ হ্রদ | কেরালা |
| ডাল হ্রদ | জম্মু-কাশ্মীর (শ্রীনগর) |
| নৈনিতাল হ্রদ ও ভীমতাল হ্রদ | উত্তরাখন্ড |
| হুসেন সাগর হ্রদ | তেলেঙ্গানা |
| সেলিম আলী হ্রদ | মহারাষ্ট্র |
| পেরিয়ার হ্রদ | কেরালা |
| উলার হ্রদ | জম্মু ও কাশ্মীর |
| অষ্টমুদি হ্রদ | কেরালা |
| ভোজতাল হ্রদ | মধ্যপ্রদেশ |
| সাংপো হ্রদ | সিকিম |
| শিবসাগর হ্রদ | মহারাষ্ট্র |
| নারায়ণ সরোবর হ্রদ | গুজরাট |
| কানয়ার হ্রদ | বিহার |
| নক্কি হ্রদ | রাজস্থান |
| কুট্টনাদ হ্রদ | কেরালা |
| কাঞ্জিয়া হ্রদ | ওড়িশা |
| রেনুকা হ্রদ | হিমাচল প্রদেশ |
| গোবিন্দ বল্লভ পন্থ সাগর হ্রদ | উত্তর প্রদেশ |
গুরুত্বপূর্ন প্রশ্ন
➤ লোকটাক হ্রদ কোনো রাজ্যে অবস্থিত?
উঃ লোকটাক হ্রদ।
➤ সম্বর হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ রাজস্থান।
File Details:
File Name: ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1
File Name: ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 1


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন