Breaking




মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

G20 শীর্ষ সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

 G20 শীর্ষ সম্মেলন 2023 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
G20 Summit 2023 প্রশ্ন উত্তর


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটিতে G20 Summit 2023 থেকে গুরুত্বপূর্ন সমস্ত MCQ দেওয়া রইলো। আগামী দিনের পরীক্ষা গুলোর জন্য G20 Summit একটি খুবই গুরুত্বপূর্ন টপিক।

প্রথমে আমরা তালিকার মাধ্যমে দেখে নেবো G20 এই সদস্য দেশ (Member Countries) গুলি কি কি - 


1 ইউনাইটেড কিংডম
2 অস্ট্রেলিয়া
3 জার্মানি
4 আর্জেন্টিনা
5 কানাডা
6 ব্রাজিল
7 জাপান
8 ইউ.এস.এ 
9 ভারত
10 রাশিয়া
11 টার্কি
12 ফ্রান্স
13 ম্যাক্সিকো 
14 ইতালি
15 চীন
16 সৌদি আরব
17 দক্ষিণ আফ্রিকা
18 ইন্দোনেশিয়া
19 সাউথ কোরিয়া
20 ইউরোপিয়ান ইউনিয়ন


নিচে আমরা দেখে নেবো G20 Summit 2023 সম্পর্কে গুরুত্বপূর্ন প্রশ্ন নিচে দেওয়া রইলো - 

১। G20 তে কতগুলো সদস্য দেশ রয়েছে?

উঃ 20 টি (19 টি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন)।

২। G20 শীর্ষ সম্মেলন 2023 কোন দেশ আয়োজন করলো?

উঃ ভারত (18তম)।

৩। ভারতের কোথায় G20 শীর্ষ সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে?

উঃ ভারত মন্ডপম (নিউ দিল্লি)।

৪। কবে G20 Summit প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ 1999 সালে।

৫। G20 Summit কবে কোথায় প্রথম আয়োজিত হয়েছিল?

উঃ আমেরিকায় 2008 সালে।

৬। 2022 সালে G20 Summit কোন দেশ আয়োজন করেছিল?

উঃ ইন্দোনেশিয়া (17তম)।

৭। 2024 এ G20 Summit কোন দেশ আয়োজন করবে?

উঃ ব্রাজিল (19 তম)।

৮। ভারত G20 Summit 2023 এর থিম কি রেখেছে?

উঃ Vasudhaiva Kutumbakam.

৯। G20 Summit 2023 এর থিম Vasudhaiva Kutumbakam কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উঃ প্রাচীন সংস্কৃত গ্রন্থ মহাউপনিষদ।

১০। ভারতে G20 Summit 2023 কবে আয়োজিত হল?

উঃ 9 ও 10 ই সেপ্টেম্বর।

১১। G20 Summit 2023 এর চেয়ারম্যান কে?

উঃ নরেন্দ্র মোদী।

১২। G20 এর অফিসিয়াল ভাষা কি?

উঃ ইংরেজি, ফ্রেচ, স্প্যানিশ।

১৩। সম্প্রতি G20 এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হল?

উঃ আফ্রিকান ইউনিয়ন।


G 20 শীর্ষ সম্মেলন থেকে এই প্রশ্ন গুলো সকল পরীক্ষা যেমন - WBP Constable, Lady Constable, WBPSC, SSC MTS, SSC GD, WBCS, ইত্যাদি সকল পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন