পশ্চিমবঙ্গে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল | List of Universities in West Bengal PDF
নমস্কার বন্ধুগন, এই পোস্টটির মাধ্যমে আপনাদের সাথে পশ্চিমবঙ্গে অবস্থিত ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রতিষ্ঠা সাল তালিকা শেয়ার করলাম। এই তালিকাটি থেকে জেনে রাখুন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ঝাড়গ্রাম ইউনিভার্সিটির নাম কি? পশ্চিমবঙ্গের কোথায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় অবস্থিত?
পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের তালিকা
বিশ্ববিদ্যালয় | অবস্থান | প্রতিষ্ঠা সাল |
---|---|---|
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1817 |
কলকাতা বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1857 |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় | বীরভূম | 1939 |
যাদবপুর বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1955 |
কল্যানী বিশ্ববিদ্যালয় | নদিয়া | 1960 |
বর্ধমান বিশ্ববিদ্যালয় | বর্ধমান | 1960 |
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1962 |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় | দার্জিলিং | 1962 |
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় | নদিয়া | 1974 |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় | পশ্চিম মেদিনীপুর | 1981 |
পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1995 |
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1997 |
পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় | কলকাতা | 1999 |
পশ্চিমবঙ্গ কারিগরি বিশ্ববিদ্যালয় | কলকাতা | 2000 |
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় | কোচবিহার | 2001 |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় | কলকাতা | 2003 |
বেঙ্গল ইঞ্জনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনভার্সিটি | হাওড়া | 2005 |
রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় | বেলুড় | 2005 |
আলিয়া বিশ্ববিদ্যালয় | কলকাতা | 2008 |
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় | বারাসাত | 2008 |
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় | মালদা | 2008 |
সিধু কনহু বিরসা বিশ্ববিদ্যালয় | বাঁকুড়া - পুরুলিয়া | 2010 |
টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি | কলকাতা | 2012 |
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় | আসানসোল | 2012 |
সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় | ঝাড়গ্রাম | 2021 |
নিচে কতগুলি প্রশ্ন উত্তর দেওয়া রইলো 🔻
১. কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 2012 সালে।
২. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1857 সালে।
৩. সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উঃ ঝাড়গ্রাম।
File Name: পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন