Breaking




মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

ভারতের নদী তীরবর্তী শহর / স্থানের তালিকা PDF

 ভারতের নদী তীরবর্তী শহর / স্থানের তালিকা PDF | List of Riverside Cities in India in Bengali 

ভারতের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত


নমস্কার বন্ধুগন, আজকের এই পোস্টটি থেকে আপনারা জানতে পারবেন ভারতের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। সকল ধরনের সরকারি চাকরি, প্রতিযোগিতা মূলক পরীক্ষা অথবা কুইজ প্রতিযোগিতা ইত্যাদিতে ভারতের বিভিন্ন শহর কোন নদীর তীরে অবস্থিত এর থেকে প্রশ্ন এসে থাকে। তাই ভারতের নদী তীরবর্তী শহর ও স্থানের এই পোস্টটিতে কয়েকটি উল্লেখযোগ্য শহর কোন নদীর তীরে অবস্থিত রয়েছে তার সুন্দর একটি তালিকা নিচে দেওয়া রইলো।


প্রয়োজনে নিচে দেওয়া লিংক থেকে PDF টি সংগ্রহ করে নিন 


ভারতের নদী তীরবর্তী শহর সমূহ


শহর / স্থান কোন নদীর তীরে অবস্থিত
লখনৌ (উত্তরপ্রদেশ) গোমতী
হায়দ্রাবাদ মুসী
সিলচার (আসাম) বারাক
চেন্নাই (তামিলনাড়) কুউম 
কেদারনাথ (উত্তরাখণ্ড) মন্দাকিনী
পুনে (মহারাষ্ট্র) মুলা মুঠা
নাসিক (মহারাষ্ট্র) গোদাবরী
রাজমুন্দ্রি (অন্ধ্রপ্রদেশ) গোদাবরী
কটক (ওড়িশা) মহানদী
কোটা (রাজস্থান) চম্বল
পানাজি (গোয়া) মন্দভি
গোরাকপুর (উত্তর প্রদেশ) রাপ্তি, রোহিণী
হাম্পি, হসপেট (কর্ণাটক) তুঙ্গভদ্রা
শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) ঝিলাম
বেঙ্গালুরু (কর্ণাটক) বৃষভাবতী
মোরাদাবাদ (উত্তরপ্রদেশ) রামগঙ্গা
সম্বলপুর (ওড়িশা) মহানদী
রাঁচি, জামশেদপুর (ঝাড়খন্ড) সুবর্ণরেখা
বিজয়ওয়াড়া, অমরাবতী (অন্ধ্রপ্রদেশ) কৃষ্ণা
উজ্জয়িন (মধ্যপ্রদেশ) শিপ্রা
জম্বলপুর (মধ্যপ্রদেশ) নর্মদা 
লুধিয়ানা (পাঞ্জাব) সতলেজ
গুয়াহাটি (আসাম) ব্রহ্মপুত্র
পূর্ণিয়া, কাটিহার (বিহার) কোশি
ভাদোদরা (গুজরাট) বিশ্বমিত্র
সুরাট (গুজরাট) তাপি
মদুরাই (তামিলনাড়ু) ভইগাই
গোয়ালিয়র (মধ্যপ্রদেশ) চম্বল
আগ্রা (উত্তরপ্রদেশ) যমুনা
লেহ (জম্মু ও কাশ্মীর) সিন্ধু
আহমেদাবাদ (গুজরাট) সবরমতী
বাদ্রিনাথ (উত্তরাখন্ড) অলকানন্দা
অযোধ্যা (উত্তর প্রদেশ) সরযূ
বানকি (ওড়িশা) মহানদী 
ভোগালপুর (বিহার) গঙ্গা
পাটনা (বিহার) গঙ্গা
এলাহাবাদ (উত্তরপ্রদেশ) গঙ্গা
ছতরপুর রুশিকুল্য
ব্রহ্মপুর (ওড়িশা) রুশিকুল্য

File Details:
File Name: ভারতের নদী তীরবর্তী শহরের তালিকা.pdf
File Formet: PDF
Number Of Pages: 4

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন