ভারতের কয়েকটি বিখ্যাত গবেষণাগারের অবস্থান | List of Research Institute in India
নমস্কার বন্ধুগন, ভারতের বিভিন্ন গবেষণাগার কোথায় অবস্থিত তা সুন্দরভাবে তালিকার মাধ্যমে এই পোস্টটিতে দেওয়া হয়েছে। সকল Competitive Exam এর জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণাগারের অবস্থান থেকে যে ধরনের প্রশ্ন আসে - কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত?, কেন্দ্রীয় আলু গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত?, ক্যান্সার গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে ? ইত্যাদি।
বিভিন্ন গবেষণাগার গুলি কোথায় অবস্থিত নিচে দেওয়া তালিকাটি থেকে জেনে নিন।
ভারতের বিভিন্ন গবেষণাগার
গবেষণাগার | অবস্থান |
---|---|
কেন্দ্রীয় ধান গবেষণাগার | কটক (ওড়িশা) |
কেন্দ্রীয় আলু গবেষণাগার | শিমলা (হিমাচল প্রদেশ) |
কেন্দ্রীয় আঁখ গবেষণাগার | কয়েম্বাটুর |
কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার | যুনপুট |
কেন্দ্রীয় পাট গবেষণাগার | ব্যারাকপুর |
কেন্দ্রীয় গম গবেষণাগার | পুসা |
ভারতীয় কৃষি গবেষণাগার | নিউ দিল্লি |
কেন্দ্রীয় তামাক গবেষণাগার | রাজমুন্দ্রী |
জাতীয় চিনি গবেষণাগার | কানপুর |
কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার | লখনউ |
কেন্দ্রীয় জ্বালানী গবেষণাগার | ধানবাদ |
জাতীয় বিমান গবেষণাগার | বেঙ্গালুরু |
কেন্দ্রীয় চা গবেষণাগার | জোরহাট, টোকলাই |
জাতীয় দুগ্ধ গবেষণাগার | কার্নাল |
কেন্দ্রীয় কফি গবেষণাগার | চিকমাগালুর, কাসারগড় |
ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার | দেরাদুন |
বস্ত্র গবেষণাগার | পুনে |
মৃত্তিকা গবেষণাগার | চন্ডিগড়, আগ্রা |
জাহাজ গবেষণাগার | চেন্নাই |
যক্ষ্মা গবেষণাগার | ব্যাঙ্গালুরু |
ক্যান্সার গবেষণাগার | মুম্বাই |
File Details:
File Name: ভারতের বিভিন্ন গবেষণাগারের অবস্থান.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
File Name: ভারতের বিভিন্ন গবেষণাগারের অবস্থান.pdf
File Formet: PDF
Number Of Pages: 2
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন